ধুপগুড়ি, ১৫ এপ্রিল : "মমতাদেবী ডেলোর মিটিংয়ে সারদার সুদীপ্ত সেনের সাথে গুজগুজ করছিলেন। আমি সাক্ষী, আমি দেখেছি। শুধু সুদীপ্ত সেন নয়, রোজ়ভ্যালির মালিক গৌতম কুণ্ডুর সাথে মমতা কী করছিলেন ? কী কথা বলছিলেন?" আজ ধুপগুড়ির দুরামারিতে সভা করতে এসে মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করলেন মুকুল রায়। পাশাপাশি তিনি বলেন, "এই কম্পানি যে বন্ধ হয়ে গেছে, মানুষ টাকা পায়নি, তার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় সবচেয়ে বেশি সুবিধাভোগী হয়েছেন।"
আজ মুকুল রায় ধুপগুড়িতে BJP প্রার্থী ডঃ জয়ন্ত রায়ের সমর্থনে সভা করেন। সেখানে ছিলেন কোচবিহারের BJP প্রার্থী নিশীথ প্রামাণিকসহ একাধিক BJP নেতা। সেখানে মুকুল বলেন, "যদি মমতা বন্দ্যোপাধ্যায় প্রমাণ করতে পারেন যে সারদা ও নারদের সঙ্গে আমার যোগ আছে তাহলে আমি রাজনীতি ছেড়ে দেব। ডেলোর মিটিংয়ে আপনি সারদার সুদীপ্ত সেনের সঙ্গে গুজগুজ করছিলেন। আমি তো সাক্ষী, আমি দেখেছি। শুধু সুদীপ্ত সেন নয়, রোজ়ভ্যালির মালিক গৌতম কুণ্ডুর সাথে মমতা কী করছিলেন ? কী কথা বলছিলেন? এই কম্পানিটি উঠে গেছে, মানুষ টাকা পায়নি, তার জন্য সবচেয়ে বেশি সুবিধাভোগী হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সারদাকে মমতা কাগজ, TV বানাতে বললেন। গৌতম কুণ্ডুকেও তাই বললেন। কারণ সেই কাগজ ও TV মমতাকে প্রধানমন্ত্রী করার জন্য বন্দনা করবে।"
তিনি আরও বলেন, "মমতার মাথা খারাপ হয়ে গেছে। ৪২টি আসনে প্রার্থী দিয়ে ভাবছেন প্রধানমন্ত্রী হবেন। বাংলায় গণতন্ত্র ফেরত আনার জন্য মমতাকে সঙ্গ দিয়েছিলাম। কিন্তু চোরকে তাড়াতে গিয়ে ডাকাতকে ডেকে নিয়ে এলাম। কয়েকদিন আগে মমতা কলকাতার বুকে একটা সার্কাস করলেন। সেই সার্কাসে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, অখিলেশ যাদব, সতীশ মিশ্র, চন্দ্রবাবু নাইডু, ফারুক আবদুল্লাকে ডেকে আনলেন। তাঁরা ১২টা থেকে ২টো পর্যন্ত শুধু মোদি মোদি মোদি করলেন। মমতা আর সততার প্রতীক নেই। শুধুমাত্র কালীঘাটে মমতার পরিবারবর্গের ৩৫টি প্লট আছে। তৃণমূল কংগ্রেস পিসি-ভাইপোর কারখানা হয়ে গেছে।"