ETV Bharat / briefs

ফেডারেশন কর্তার সঙ্গে বৈঠক মোহনবাগান শীর্ষকর্তাদের - super cup

সুপার কাপে না খেলার জন্য ফেডারেশনের শাস্তির মুখে পড়তে চলেছে আই লিগ জোটের ক্লাবগুলো । ফেডারেশন প্রেসিডেন্টের আশ্বাস সত্ত্বেও কেন তারা সুপার কাপে খেলল না তার জবাবদিহি করতে হবে আই লিগের ক্লাবগুলোকে ।

author img

By

Published : Apr 27, 2019, 4:45 AM IST

কলকাতা, 27 এপ্রিল : সুপার কাপে না খেলার জন্য ফেডারেশনের শাস্তির মুখে পড়তে চলেছে আই লিগ জোটের ক্লাবগুলো । ইতিমধ্যেই তাদের আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিতে বক্তব্য রাখার ব্যবস্থা করেছে ফেডারেশন । গতকাল বিকেলে মোহনবাগানের দুই শীর্ষকর্তা ফেডারেশনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সুব্রত দত্তর সঙ্গে আলোচনায় বসেছিলেন ।

ফেডারেশন প্রেসিডেন্টের আশ্বাস সত্ত্বেও কেন তারা সুপার কাপে খেলল না তার জবাবদিহি দিতে হবে আই লিগের ক্লাবগুলোকে । শাস্তি যে হচ্ছেই তা বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে বুঝতে পারছে ক্লাবগুলো । নিজের মতো করে ঘুটি সাজাচ্ছে তারা। গতকাল বিকেলে মোহনবাগানের দুই শীর্ষকর্তা ফেডারেশনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সুব্রত দত্তর সঙ্গে আলোচনায় বসেছিলেন । সেখানে শাস্তির ধরন নিয়ে আলোচনা হয় । শোনা যাচ্ছে, বিরাট পরিমাণ আর্থিক জরিমানার হতে পারে ক্লাবগুলোর । প্রায় এক কোটি টাকা জরিমানা হতে পারে । এই বিপুল পরিমাণ আর্থিক দায় নিয়ে আই লিগের ক্লাবগুলোর ক্লাব টিকিয়ে রাখাই কঠিন হয়ে দাঁড়াবে। মোহনবাগানে স্পনসর নেই। ফলে আর্থিক জরিমানা হলে তা কর্তাদের পকেট থেকে যাবে । বকেয়াও রয়েছে ফুটবলারদের। তাই সবুজ মেরুনের দুই শীর্ষকর্তা ফেডারেশনের সিনিয়র ভাইস প্রেসিডেন্টের সঙ্গে আলোচনায় বসে পথ খোঁজার চেষ্টা করেছেন । একই সঙ্গে কোন পরিস্থিতিতে আই লিগের ক্লাবগুলো এই সিদ্ধান্ত নিয়েছিল তা ব্যাখ্যা করেন । ফেডারেশন কর্তা আশ্বাস দিলেও কোনও প্রতিশ্রুতি দেননি ।

মোহনবাগানের মতো ইস্টবেঙ্গলও শৃঙ্খলা রক্ষা কমিটির সামনে নিজেদের বক্তব্য রাখবে । প্রসঙ্গত, ইস্টবেঙ্গল ক্লাব কর্তারা সুপার কাপে খেলার ব্যাপারে রাজি ছিলেন । তাই ফের ইস্টবেঙ্গলে বিনিয়োগকারী সংস্থা ও ক্লাব কর্তাদের মধ্যে ফাটল সামনে আসার সম্ভাবনা আছে । ইতিমধ্যে ইস্টবেঙ্গল ক্লাব কর্তারা ISL -এ খেলতে চাওয়ার ইচ্ছের কথা বিনিয়োগকারী সংস্থাকে জানিয়েছে । কিন্তু তার বাস্তবায়ন নতুন মরশুমে সম্ভব নয়, তা বিনিয়োগকারী সংস্থার চেয়ারম্যান কার্যত জানিয়ে দিয়েছেন । আর্থিক জরিমানার আশঙ্কা ইস্টবেঙ্গলেও । সেক্ষেত্রে আই লিগ রানার্স হওয়ার জন্য পুরস্কারের টাকা ও সেরা আয়োজকের পুরস্কারের অর্থ মিলিয়ে অবস্থা সামাল দেওয়ার ভাবনা লাল হলুদে । তবে গ্রহণযোগ্য সমঝোতার পথ খোঁজা হচ্ছে ।

কলকাতা, 27 এপ্রিল : সুপার কাপে না খেলার জন্য ফেডারেশনের শাস্তির মুখে পড়তে চলেছে আই লিগ জোটের ক্লাবগুলো । ইতিমধ্যেই তাদের আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিতে বক্তব্য রাখার ব্যবস্থা করেছে ফেডারেশন । গতকাল বিকেলে মোহনবাগানের দুই শীর্ষকর্তা ফেডারেশনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সুব্রত দত্তর সঙ্গে আলোচনায় বসেছিলেন ।

ফেডারেশন প্রেসিডেন্টের আশ্বাস সত্ত্বেও কেন তারা সুপার কাপে খেলল না তার জবাবদিহি দিতে হবে আই লিগের ক্লাবগুলোকে । শাস্তি যে হচ্ছেই তা বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে বুঝতে পারছে ক্লাবগুলো । নিজের মতো করে ঘুটি সাজাচ্ছে তারা। গতকাল বিকেলে মোহনবাগানের দুই শীর্ষকর্তা ফেডারেশনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সুব্রত দত্তর সঙ্গে আলোচনায় বসেছিলেন । সেখানে শাস্তির ধরন নিয়ে আলোচনা হয় । শোনা যাচ্ছে, বিরাট পরিমাণ আর্থিক জরিমানার হতে পারে ক্লাবগুলোর । প্রায় এক কোটি টাকা জরিমানা হতে পারে । এই বিপুল পরিমাণ আর্থিক দায় নিয়ে আই লিগের ক্লাবগুলোর ক্লাব টিকিয়ে রাখাই কঠিন হয়ে দাঁড়াবে। মোহনবাগানে স্পনসর নেই। ফলে আর্থিক জরিমানা হলে তা কর্তাদের পকেট থেকে যাবে । বকেয়াও রয়েছে ফুটবলারদের। তাই সবুজ মেরুনের দুই শীর্ষকর্তা ফেডারেশনের সিনিয়র ভাইস প্রেসিডেন্টের সঙ্গে আলোচনায় বসে পথ খোঁজার চেষ্টা করেছেন । একই সঙ্গে কোন পরিস্থিতিতে আই লিগের ক্লাবগুলো এই সিদ্ধান্ত নিয়েছিল তা ব্যাখ্যা করেন । ফেডারেশন কর্তা আশ্বাস দিলেও কোনও প্রতিশ্রুতি দেননি ।

মোহনবাগানের মতো ইস্টবেঙ্গলও শৃঙ্খলা রক্ষা কমিটির সামনে নিজেদের বক্তব্য রাখবে । প্রসঙ্গত, ইস্টবেঙ্গল ক্লাব কর্তারা সুপার কাপে খেলার ব্যাপারে রাজি ছিলেন । তাই ফের ইস্টবেঙ্গলে বিনিয়োগকারী সংস্থা ও ক্লাব কর্তাদের মধ্যে ফাটল সামনে আসার সম্ভাবনা আছে । ইতিমধ্যে ইস্টবেঙ্গল ক্লাব কর্তারা ISL -এ খেলতে চাওয়ার ইচ্ছের কথা বিনিয়োগকারী সংস্থাকে জানিয়েছে । কিন্তু তার বাস্তবায়ন নতুন মরশুমে সম্ভব নয়, তা বিনিয়োগকারী সংস্থার চেয়ারম্যান কার্যত জানিয়ে দিয়েছেন । আর্থিক জরিমানার আশঙ্কা ইস্টবেঙ্গলেও । সেক্ষেত্রে আই লিগ রানার্স হওয়ার জন্য পুরস্কারের টাকা ও সেরা আয়োজকের পুরস্কারের অর্থ মিলিয়ে অবস্থা সামাল দেওয়ার ভাবনা লাল হলুদে । তবে গ্রহণযোগ্য সমঝোতার পথ খোঁজা হচ্ছে ।

4Kam4KeH4Kas4Kaq4KeN4Kaw4Ka/4Kav4Ka8IOCmuOCmsOCmleCmvuCmsCwg
4Kas4KeN4Kav4Ka+4Kaw4Ka+4KaV4Kaq4KeB4KawXzIxLzA0IC8yMDE5IAoK
4KaJ4Kak4KeN4Kak4KawIDI0IOCmquCmsOCml+CmqOCmvuCmsCDgpqzgp4Dg
ppzgpqrgp4HgprAg4KaP4KawIOCmpOCng+Cmo+CmruCnguCmsiDgpqzgpr/g
pqfgpr7gpq/gprzgppUg4Kak4Kal4Ka+IOCmrOCmv+CmnOCnh+CmquCmvyDg
pqjgp4fgpqTgpr4g4Kau4KeB4KaV4KeB4KayIOCmsOCmvuCmr+CmvOCnh+Cm
sCDgpqrgp4HgpqTgp43gprAg4Ka24KeB4Kat4KeN4Kaw4Ka+4KaC4Ka24KeB
IOCmsOCmvuCmr+CmvCDgpqzgpr/gppzgp4fgpqrgpr/gpqTgp4cg4Kav4KeL
4KaX4Kam4Ka+4KaoIOCmleCmsOCmviDgpqjgpr/gpq/gprzgp4cg4Kac4KeL
4KawIOCmnOCmsuCnjeCmquCmqOCmviDgprbgp4HgprDgp4Eg4Ka54Kav4Ka8
4KeH4Kab4KeH4KWkIOCmuOCnh+CmhyDgppzgprLgp43gpqrgpqjgpr4g4KaV
4Ka/4Kab4KeB4Kaf4Ka+IOCmueCmsuCnh+CmkyDgpobgprDgppMg4KaJ4Ka4
4KeN4KaV4KeHIOCmpuCmv+CmsuCnh+CmqCDgprjgp43gpqzgpq/gprzgpoIg
4Ka24KeB4Kat4KeN4Kaw4Ka+4KaC4Ka24KeBIOCmsOCmvuCmr+CmvOClpCDg
pqTgpr/gpqjgpr8g4KaX4Kak4KaV4Ka+4KayIOCmqOCmv+CmnOCnh+CmsCDg
pqzgpr7gpqHgprzgpr/gpqTgp4cg4Kac4Ka+4Kao4Ka/4Kav4Ka84KeH4Kab
4Ka/4Kay4KeH4KaoIOCmh+CmiSDgpqrgpr8g4KaPIOCmuOCmsOCmleCmvuCm
sOCnh+CmsCDgpobgpq7gprLgp4cg4Kau4Kau4Kak4Ka+IOCmrOCmqOCnjeCm
puCnjeCmr+Cni+CmquCmvuCmp+CnjeCmr+CmvuCmr+CmvCDgprDgp4fgprLg
pq7gpqjgp43gpqTgp43gprDgp4Ag4Kal4Ka+4KaV4Ka+4KaV4Ka+4Kay4KeA
4KaoIOCmleCmvuCmgeCmmuCmsOCmvuCmquCmvuCmoeCmvOCmvuCmsCDgpqrg
p43gprDgprjgp43gpqTgpr7gpqzgpr/gpqQg4Kaw4KeH4Kay4KeH4KawIOCm
leCni+CmmiDgpqvgp43gpq/gpr7gppXgp43gpp/gprDgp4Ag4Kav4Kam4Ka/
IOCmhuCml+CmvuCmruCngCDgpqbgp4En4Kas4Kab4Kaw4KeH4KawIOCmruCm
p+CnjeCmr+CnhyDgpqTgp4jgprDgpr8g4KaV4Kaw4Kak4KeHIOCmquCmvuCm
sOCnhyDgpo/gpqzgpoIg4Ka44KeH4KaHIOCmleCmvuCmsOCmluCmvuCmqOCm
vuCmr+CmvCDgpqzgpr/gppzgpqrgp4HgprAg4KaP4KawIDMwJSDgpqzgp4fg
ppXgpr7gprAg4Kav4KeB4Kas4KaV4Kam4KeH4KawIOCmmuCmvuCmleCmsOCm
v+CmsCDgpqzgp43gpq/gpqzgprjgp43gpqXgpr4g4KaV4Kaw4KeHIOCmpOCm
vuCmueCmsuCnh+CmhyDgpqTgpr/gpqjgpr8g4Kas4Ka/4Kac4KeH4Kaq4Ka/
4Kak4KeHIOCmr+Cni+Cml+CmpuCmvuCmqCDgppXgprDgpqzgp4fgpqjgpaQg
4Ka24KeB4Kat4KeN4Kaw4Ka+4KaC4Ka24KeB4KawIOCmj+CmhyDgpqzgppXg
p43gpqTgpqzgp43gpq/gp4cg4Kaw4Ka+4Kac4KeN4KavIOCmsOCmvuCmnOCm
qOCngOCmpOCmv+CmpOCnhyDgprDgp4DgpqTgpr/gpq7gpqTgp4sg4Ka24KeL
4Kaw4KaX4KeL4KayIOCmquCmoeCmvOCnhyDgpq/gpr7gpq/gprzgpaQg4Kak
4Ka+4Ka54Kay4KeHIOCmleCmvyDgprbgp4Hgpq3gp43gprDgpr7gpoLgprbg
p4Eg4Kaw4Ka+4Kav4Ka8IOCmrOCmv+CmnOCnh+CmquCmv+CmpOCnhyDgpq/g
p4vgppfgpqbgpr7gpqgg4KaV4Kaw4Ka+4KawIOCmtuCngeCmp+CngSDgprjg
pq7gpq/gprzgp4fgprAg4KaF4Kaq4KeH4KaV4KeN4Ka34Ka+PyDgppXgp4fg
pqjgpqjgpr4g4Ka24KeB4Kat4KeN4Kaw4Ka+4KaC4Ka24KeB4KawIOCmj+Cm
hyDgpqzgppXgp43gpqTgpqzgp43gpq/gp4fgprAg4Ka44Kau4Kaw4KeN4Kal
4KaoIOCmleCmsOCnhyDgpqTgp4PgpqPgpq7gp4LgprIg4Kas4Ka/4Kan4Ka+
4Kav4Ka84KaVIOCmtuCngeCmreCnjeCmsOCmvuCmguCmtuCngSDgpqrgpr7g
prbgp4cg4Kam4Ka+4KaB4Kah4Ka84Ka/4Kav4Ka84KeH4Kab4KeH4KaoIOCm
rOCnjeCmr+CmvuCmsOCmvuCmleCmquCngeCmsCDgprLgp4vgppXgprjgpq3g
pr4g4KaV4KeH4Kao4KeN4Kam4KeN4Kaw4KeH4KawIOCmrOCmv+CmnOCnh+Cm
quCmvyDgpqrgp43gprDgpr7gprDgp43gpqXgp4Ag4KaF4Kaw4KeN4Kac4KeB
4KaoIOCmuOCmv+CmgiDgpo/gpqzgpoIg4Kas4Ka/4Kac4KeH4Kaq4Ka/IOCm
qOCnh+CmpOCmviDgpq7gp4HgppXgp4HgprIg4Kaw4Ka+4Kav4Ka84KWkIOCm
heCmsOCnjeCmnOCngeCmqCDgprjgpr/gpoIg4Kac4Ka+4Kao4Ka+4KaoIOCm
tuCngeCmreCnjeCmsOCmvuCmguCmtuCngSDgprDgpr7gpq/gprwg4KaW4KeB
4KasIOCmreCmvuCmsuCniyDgppXgpqXgpr4g4Kas4Kay4KeH4Kab4KeH4Kao
LCDgpqTgpr7gprAg4KaV4Kal4Ka+4KawIOCmr+CnjOCmleCnjeCmpOCmv+Cm
leCmpOCmviDgpobgppvgp4cg4Kav4Kal4KeH4Ka34KeN4Kaf4KaH4KWkIOCm
r+Cnh+CmluCmvuCmqOCnhyDgpo/gpocg4Ka44Kau4Ka44KeN4KakIOCmrOCm
oeCmvCDgppXgpr7gprDgppbgpr7gpqjgpr4g4Kal4Ka+4KaV4KeHIOCmuOCn
h+CmluCmvuCmqOCnhyDgprjgp43gpqzgpr7gpq3gpr7gpqzgpr/gppXgpq3g
pr7gpqzgp4cg4KaG4Kaw4KeN4Kal4Ka44Ka+4Kau4Ka+4Kac4Ka/4KaVIOCm
quCmsOCmv+CmuOCnjeCmpeCmv+CmpOCmvyDgpqzgpqbgprLgp4cg4Kav4Ka+
4Kav4Ka8LCDgpqzgp4fgppXgpr7gprAg4Kav4KeB4Kas4KaV4Kam4KeH4Kaw
IOCmmuCmvuCmleCmsOCmvyDgprngpq/gprzgpaQg4Kak4Ka+4KawIOCmnOCm
vuCmr+CmvOCml+CmvuCmr+CmvCDgpobgpq7gpr8g4Kal4Ka+4KaV4Kay4KeH
IOCmhuCmruCmv+CmkyDgpqTgpr7gpocg4KaV4Kaw4Kak4Ka+4Kau4KWkIOCm
leCmvuCmsOCmoyDgpq7gpq7gpqTgpr4g4Kas4KeN4Kav4Ka+4Kao4Ka+4Kaw
4KeN4Kac4Ka/IOCmj+CmluCmvuCmqOCnhyDgpqjgpr7gpp/gppUg4KaV4Kaw
4KeHIOCmtuCmv+CmsuCmvuCmqOCnjeCmr+CmvuCmuCDgppXgprDgp4cg4KaX
4KeH4Kab4KeH4Kao4KWkIOCmquCmsOCmrOCmsOCnjeCmpOCngOCmleCmvuCm
suCnhyDgpqbgp4Dgpqjgp4fgprYg4Kak4KeN4Kaw4Ka/4Kas4KeH4Kam4KeA
IOCmsOCnh+CmsuCmruCmqOCnjeCmpOCnjeCmsOCngCDgprngppPgpq/gprzg
pr7gprAg4Kaq4Kaw4KaTIOCmpOCmv+CmqOCmvyDgppMg4KaV4Ka/4Kab4KeB
IOCmleCmsOCnh+CmqOCmqOCmv+ClpCDgpqvgprLgp4cg4Ka24KeB4Kat4KeN
4Kaw4Ka+4KaC4Ka24KeB4KawIOCmpuCmvuCmrOCmvyDgpoXgpqTgp43gpq/g
pqjgp43gpqQg4Kav4KeB4KaV4KeN4Kak4Ka/4Kav4KeB4KaV4KeN4KakIOCm
rOCmsuCnhyDgpqTgpr/gpqjgpr8g4Kac4Ka+4Kao4Ka+4Kao4KWk4KaF4Kaw
4KeN4Kac4KeB4KaoIOCmuOCmv+CmgiDgpobgprDgppMg4Kas4Kay4KeH4Kao
IOCmsuCni+CmleCmuOCmreCmviDgpqjgpr/gprDgp43gpqzgpr7gpprgpqjg
p4cg4Kac4Ka/4Kak4KeHIOCmquCnjeCmsOCmp+CmvuCmqOCmruCmqOCnjeCm
pOCnjeCmsOCngOCmsCDgpqbgp4Pgprfgp43gpp/gpr8g4KaG4KaV4Kaw4KeN
4Ka34KajIOCmleCmsOCnhyDgpo/gpocg4KaV4Ka+4Kaw4KaW4Ka+4Kao4Ka+
IOCmpOCniOCmsOCmvyDgppXgprDgpr4g4Ka54Kas4KeH4KWkIOCmheCmqOCn
jeCmr+CmpuCmv+CmleCnhyDgprbgp4Hgpq3gp43gprDgpr7gpoLgprbgp4Eg
4Kaw4Ka+4Kav4Ka84KeH4KawIOCmquCmv+CmpOCmviDgpqTgpqXgpr4g4Kas
4Ka/4Kac4KeH4Kaq4Ka/4KawIOCmleCnh+CmqOCnjeCmpuCnjeCmsOCngOCm
r+CmvCDgpqjgp4fgpqTgpr4g4Kau4KeB4KaV4KeB4KayIOCmsOCmvuCmr+Cm
vCDgpqzgprLgp4fgpqgg4Ka24KeB4Kat4KeN4Kaw4Ka+4KaC4Ka24KeBIOCm
r+CmpeCnh+Cmt+CnjeCmnyDgpqrgprDgpr/gpqPgpqQg4KaP4Kas4KaCIOCm
quCnjeCmsOCmvuCmquCnjeCmpOCmrOCmr+CmvOCmuOCnjeCmleClpCDgppPg
prAg4KaV4Kal4Ka+4KawIOCmieCmpOCnjeCmpOCmsCDgpo/gppXgpq7gpr7g
pqTgp43gprAg4Ka24KeB4Kat4KeN4Kaw4Ka+4KaC4Ka24KeB4KaHIOCmpuCm
v+CmpOCnhyDgpqrgpr7gprDgpqzgp4fgpaQg4KaP4Kab4Ka+4Kah4Ka84Ka+
4KaTIOCmtuCngeCmreCnjeCmsOCmvuCmguCmtuCngSDgprDgpr7gpq/gprwg
4KaP4KawIOCmrOCmv+CmnOCnh+CmquCmv+CmpOCnhyDgpq/gp4vgppfgpqbg
pr7gpqgg4KaV4Kaw4Ka+IOCmquCnjeCmsOCmuOCmmeCnjeCml+CnhyDgpq7g
p4HgppXgp4HgprLgpqzgpr7gpqzgp4Eg4Kas4Kay4KeH4KaoIOCmtuCngeCm
p+CngSDgprbgp4Hgpq3gp43gprDgpr7gpoLgprbgp4Eg4Kao4Kav4Ka8IOCm
uOCmvuCmsOCmviDgpqrgprbgp43gpprgpr/gpq7gpqzgppngp43gppfgp4cg
4KaP4KaV4Ka24KeLIOCmnOCmqOCnh+CmsCDgpqzgp4fgprbgp4Ag4Kas4Ka/
4Kan4Ka+4Kav4Ka84KaVIOCmhuCmruCmvuCmpuCnh+CmsCDgprjgpr7gpqXg
p4cg4Kav4KeL4KaX4Ka+4Kav4KeL4KaXIOCmleCmsOCmm+Cnh+ClpCDgpqTg
pr7gprDgpr4g4Ka44KaV4Kay4KeH4KaHIOCmr+CnhyDgppXgp4vgpqjgpqbg
pr/gpqgg4Kas4Ka/4Kac4KeH4Kaq4Ka/4Kak4KeHIOCmr+Cni+Cml+CmpuCm
vuCmqCDgppXgprDgpqTgp4cg4Kaq4Ka+4Kaw4KeH4KWkIOCmpOCmrOCnhyDg
pqTgpr4g4Kat4KeL4Kaf4KeH4KawIOCmhuCml+Cnh+CmhyDgprngpqzgp4cg
4Kas4Kay4KeHIOCmpOCmv+CmqOCmvyDgppzgpr7gpqjgpr7gpqjgpaQg4Ka4
4KasIOCmruCmv+CmsuCmv+Cmr+CmvOCnhyDgprLgp4vgppXgprjgpq3gpr4g
4Kao4Ka/4Kaw4KeN4Kas4Ka+4Kaa4Kao4KeH4KawIOCmhuCml+CnhyDgprDg
pr7gppzgp43gpq/gp4cg4Kam4KayIOCmrOCmpuCmsuCnh+CmsCDgpqrgpr7g
prLgpr7gpq/gprwg4Ka24KeH4Ka3IOCmquCmsOCnjeCmr+CmqOCnjeCmpCDg
ppXgpr7gprAg4Kam4KayIOCmreCmvuCmsOCngCDgprngpq/gprwg4Ka44KeH
4Kaf4Ka+4KaHIOCmj+CmluCmqCDgpqbgp4fgppbgpr7gprDgpaQ=
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.