ETV Bharat / briefs

হত না বনিবনা, স্ত্রীকে খুনের অভিযোগে গ্রেপ্তার ব্যক্তি - Siliguri

স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুনের অভিযোগ ব্যক্তির বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে শিলিগুড়ির মাটিগাড়া থানা এলাকার কাওয়াখালিতে।

Siliguri
Siliguri
author img

By

Published : Jun 22, 2020, 1:53 AM IST

শিলিগুড়ি, 22 জুন : স্ত্রীকে কুপিয়ে খুনের অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে। ঘটনায় অভিযুক্ত পঙ্কজ সরকারকে গ্রেপ্তার করেছে শিলিগুড়ির মাটিগাড়া থানার পুলিশ।

মাটিগাড়া থানা এলাকার কাওয়াখালির বাসিন্দা পঙ্কজ সরকার। পেশায় ব্যবসায়ী। তাদের দুই সন্তান রয়েছে। যদিও স্বামী-স্ত্রীর মধ্যে বনিবনা ছিল না বলে অভিযোগ মৃতার পরিবারের।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রায়দিনই স্বামী-স্ত্রীর মধ্যে নানা বিষয়ে ঝগড়া হত। শনিবার রাতেও দু'জনের মধ্যে কথা কাটাকাটি হয়। রাগের বশে স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে পঙ্কজ। ঘটনার পর স্থানীয়রা পঙ্কজকে আটকে রেখে পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থানে এসে পঙ্কজকে গ্রেপ্তার করে। পাশাপাশি মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়।

মাটিগাড়া থানার পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে।

শিলিগুড়ি, 22 জুন : স্ত্রীকে কুপিয়ে খুনের অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে। ঘটনায় অভিযুক্ত পঙ্কজ সরকারকে গ্রেপ্তার করেছে শিলিগুড়ির মাটিগাড়া থানার পুলিশ।

মাটিগাড়া থানা এলাকার কাওয়াখালির বাসিন্দা পঙ্কজ সরকার। পেশায় ব্যবসায়ী। তাদের দুই সন্তান রয়েছে। যদিও স্বামী-স্ত্রীর মধ্যে বনিবনা ছিল না বলে অভিযোগ মৃতার পরিবারের।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রায়দিনই স্বামী-স্ত্রীর মধ্যে নানা বিষয়ে ঝগড়া হত। শনিবার রাতেও দু'জনের মধ্যে কথা কাটাকাটি হয়। রাগের বশে স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে পঙ্কজ। ঘটনার পর স্থানীয়রা পঙ্কজকে আটকে রেখে পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থানে এসে পঙ্কজকে গ্রেপ্তার করে। পাশাপাশি মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়।

মাটিগাড়া থানার পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.