ETV Bharat / sports

আকাশদীপ-বুমরার ব্যাটে গাব্বায় ফলো-অন এড়াল ভারত - BORDER GAVASKAR TROPHY

টেল-এন্ডারদের ব্যাটে কাটল ফলো-অনের আশঙ্কা ৷ গাব্বায় ভারত লজ্জা এড়াল বঙ্গ ক্রিকেটারের ব্যাটে ৷ অর্ধশতরান এল রাহুল-জাদেজার ৷

INDIA VS AUSTRALIA THIRD TEST
আউট হয়ে ফিরছেন রোহিত (AP Photo)
author img

By ETV Bharat Sports Team

Published : Dec 17, 2024, 2:07 PM IST

ব্রিসবেন, 17 ডিসেম্বর: টপ-অর্ডারের ব্যাটিং ব্যর্থতা খানিক ঘুচিয়ে টেল-এন্ডারদের ব্যাটে ব্রিসবেনে ফলো-অন এড়াল ভারত ৷ অন্তিম উইকেটে আকাশদীপ এবং জসপ্রীত বুমরার ব্যাটে লজ্জা দূর হল সফরকারী দলের ৷ চতুর্থদিনও দফায়-দফায় ম্যাচে বিঘ্ন ঘটাল বৃষ্টি ৷ তারই মাঝে কেএল রাহুল এবং রবীন্দ্র জাজেদার ব্যাটে কিছুটা লড়াই করে ভারত ৷ তা সত্ত্বেও ফলো-অনের আশঙ্কা চেপে বসেছিল ভারতীয় শিবিরে ৷ সহঅধিনায়ক বুমরাকে সঙ্গে নিয়ে দশম উইকেটের জুটিতে যা দূর করলেন বঙ্গ ক্রিকেটার আকাশদীপ ৷

বারংবার বৃষ্টির কারণে মন্দ আলোর জেরে সময়ের আগে শেষ হল চতুর্থদিনেরও খেলা ৷ চার উইকেটে 51 রান নিয়ে দিন শুরু করা ভারতীয় দল ফলো-অন এড়াতেই শেষ হয়ে এদিনের খেলা ৷ দিনের শেষে ভারতের রান 9 উইকেট হারিয়ে 252 ৷ অর্থাৎ, অস্ট্রেলিয়ার চেয়ে প্রথম ইনিংসে এখনও 193 রানে পিছিয়ে সফরকারী দল ৷

76 বছর পর ক্যাঙারুর দেশে ফলো-অনের ভ্রূকুটি নিয়ে শুরু করা ভারত চতুর্থদিন প্রথমেই অধিনায়ক রোহিত শর্মার উইকেট হারায় ৷ 10 রানে প্যাট কামিন্সের বলে উইকেটের পিছনে ধরা পড়েন ভারত অধিনায়ক ৷ সবমিলিয়ে মুম্বইকরের খারাপ ফর্ম অব্যাহত ৷ তবে ষষ্ঠ উইকেটে নীতিশ কুমার রেড্ডিকে সঙ্গে নিয়ে ভারতকে লড়াইয়ে রাখেন রাহুল ৷ অর্ধশতরান পূর্ণ করে শতরানের দিকে ভালোই এগোচ্ছিলেন দক্ষিণী ব্যাটার ৷ কিন্তু 84 রানে স্লিপে স্টিভ স্মিথের দুর্ধর্ষ ক্যাচে সাজঘরে ফিরতে হয় তাঁকে ৷ ষষ্ঠ উইকেট জুটিতে যোগ হয় 67 রান ৷

এরপর গাব্বায় বৃষ্টির লুকোচরির মাঝে অর্ধশতরান পূর্ণ করেন রবীন্দ্র জাদেজাও ৷ তাঁর 77 রানের ইনিংসে ফলো-অনের আশঙ্কা খানিকটা এড়ানো গেলেও পুরোপুরি দূর হয়নি ৷ দলীয় 213 রানে মাথায় আউট হন জাদেজা ৷ নবম উইকেটের পতনে তখন ভারতের ফলো-অন নিশ্চিত বলেই ধরে নিয়েছিলেন অধিকাংশ ৷ কিন্তু আশঙ্কা দূর করে দেন বুমরা ও আকাশদীপ ৷ সময়োপযোগী ব্য়াটিংয়ে অজি শিবিরকে হতাশ করে ফলো-অনের লজ্জা থেকে দলকে বের করে আনেন দু'জনে ৷ দিনের শেষে 31 বলে 27 রানে অপরাজিত আকাশদীপ ৷ বুমরা অপরাজিত 10 রানে ৷

অবিভক্ত দশম উইকেটে এখনও পর্যন্ত এসেছে 39 রান ৷ যা পরিস্থিতি তাতে বুধবার অন্তিমদিন ম্যাচের ফয়সালা হওয়া কঠিন বলেই মনে হচ্ছে ৷ যার নেপথ্যে বৃষ্টির অবশ্যই একটা বড় কারণ ৷ এদিনও খেলা হল 57.5 ওভার ৷ এখন দেখার বৃষ্টি বিঘ্ন না-ঘটালে পঞ্চমদিন গাব্বা টেস্টের ফয়সালা সম্ভব হয় কি না ৷

আরও পড়ুন:

ব্রিসবেন, 17 ডিসেম্বর: টপ-অর্ডারের ব্যাটিং ব্যর্থতা খানিক ঘুচিয়ে টেল-এন্ডারদের ব্যাটে ব্রিসবেনে ফলো-অন এড়াল ভারত ৷ অন্তিম উইকেটে আকাশদীপ এবং জসপ্রীত বুমরার ব্যাটে লজ্জা দূর হল সফরকারী দলের ৷ চতুর্থদিনও দফায়-দফায় ম্যাচে বিঘ্ন ঘটাল বৃষ্টি ৷ তারই মাঝে কেএল রাহুল এবং রবীন্দ্র জাজেদার ব্যাটে কিছুটা লড়াই করে ভারত ৷ তা সত্ত্বেও ফলো-অনের আশঙ্কা চেপে বসেছিল ভারতীয় শিবিরে ৷ সহঅধিনায়ক বুমরাকে সঙ্গে নিয়ে দশম উইকেটের জুটিতে যা দূর করলেন বঙ্গ ক্রিকেটার আকাশদীপ ৷

বারংবার বৃষ্টির কারণে মন্দ আলোর জেরে সময়ের আগে শেষ হল চতুর্থদিনেরও খেলা ৷ চার উইকেটে 51 রান নিয়ে দিন শুরু করা ভারতীয় দল ফলো-অন এড়াতেই শেষ হয়ে এদিনের খেলা ৷ দিনের শেষে ভারতের রান 9 উইকেট হারিয়ে 252 ৷ অর্থাৎ, অস্ট্রেলিয়ার চেয়ে প্রথম ইনিংসে এখনও 193 রানে পিছিয়ে সফরকারী দল ৷

76 বছর পর ক্যাঙারুর দেশে ফলো-অনের ভ্রূকুটি নিয়ে শুরু করা ভারত চতুর্থদিন প্রথমেই অধিনায়ক রোহিত শর্মার উইকেট হারায় ৷ 10 রানে প্যাট কামিন্সের বলে উইকেটের পিছনে ধরা পড়েন ভারত অধিনায়ক ৷ সবমিলিয়ে মুম্বইকরের খারাপ ফর্ম অব্যাহত ৷ তবে ষষ্ঠ উইকেটে নীতিশ কুমার রেড্ডিকে সঙ্গে নিয়ে ভারতকে লড়াইয়ে রাখেন রাহুল ৷ অর্ধশতরান পূর্ণ করে শতরানের দিকে ভালোই এগোচ্ছিলেন দক্ষিণী ব্যাটার ৷ কিন্তু 84 রানে স্লিপে স্টিভ স্মিথের দুর্ধর্ষ ক্যাচে সাজঘরে ফিরতে হয় তাঁকে ৷ ষষ্ঠ উইকেট জুটিতে যোগ হয় 67 রান ৷

এরপর গাব্বায় বৃষ্টির লুকোচরির মাঝে অর্ধশতরান পূর্ণ করেন রবীন্দ্র জাদেজাও ৷ তাঁর 77 রানের ইনিংসে ফলো-অনের আশঙ্কা খানিকটা এড়ানো গেলেও পুরোপুরি দূর হয়নি ৷ দলীয় 213 রানে মাথায় আউট হন জাদেজা ৷ নবম উইকেটের পতনে তখন ভারতের ফলো-অন নিশ্চিত বলেই ধরে নিয়েছিলেন অধিকাংশ ৷ কিন্তু আশঙ্কা দূর করে দেন বুমরা ও আকাশদীপ ৷ সময়োপযোগী ব্য়াটিংয়ে অজি শিবিরকে হতাশ করে ফলো-অনের লজ্জা থেকে দলকে বের করে আনেন দু'জনে ৷ দিনের শেষে 31 বলে 27 রানে অপরাজিত আকাশদীপ ৷ বুমরা অপরাজিত 10 রানে ৷

অবিভক্ত দশম উইকেটে এখনও পর্যন্ত এসেছে 39 রান ৷ যা পরিস্থিতি তাতে বুধবার অন্তিমদিন ম্যাচের ফয়সালা হওয়া কঠিন বলেই মনে হচ্ছে ৷ যার নেপথ্যে বৃষ্টির অবশ্যই একটা বড় কারণ ৷ এদিনও খেলা হল 57.5 ওভার ৷ এখন দেখার বৃষ্টি বিঘ্ন না-ঘটালে পঞ্চমদিন গাব্বা টেস্টের ফয়সালা সম্ভব হয় কি না ৷

আরও পড়ুন:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.