নয়াদিল্লি, 17 ডিসেম্বর: পাঁচবছরের বিরতির পর সীমান্ত ইস্যুতে ফের বৈঠকে বসছে ভারত-চিন ৷ আর এবার সেই বৈঠক হবে বেজিংয়ে ৷ 18 ডিসেম্বর, বুধবারের 'স্পেশাল রিপ্রেজেন্টেটিভ' বৈঠকে যোগ দিতে চিনে পাড়ি দিচ্ছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল ৷ ভারতে চিনের রাষ্ট্রদূত জু ফেইহং সোশাল মিডিয়ায় এই নিয়ে একটি পোস্টও করেছেন ৷
সংবাদসংস্থা পিটিআইয়ের খবর অনুযায়ী, ফেইহং তাঁর এক্স হ্যান্ডেলে লিখেছেন, "প্রায় পাঁচ বছরের বিরতির পর দুই দেশের মধ্যে ফের একবার স্পেশাল রিপ্রেজেন্টেটিভ আলোচনা হতে চলেছে ৷ 2019 সালের ডিসেম্বর মাসে শেষবার দুই দেশের মধ্যে স্পেশাল রিপ্রেজেন্টেটিভ বৈঠক হয়েছিল ৷ চিন ও ভারতের সহমতে, ওয়াং এবং ডোভাল 18 ডিসেম্বর বেজিংয়ে চিন-ভারতের সীমান্ত ইস্যুতে 23তম স্পেশাল রিপ্রেজেন্টেটিভ বৈঠকে বসবেন ৷"
তবে, এই দ্বিপাক্ষিক আলোচনা প্রসঙ্গে ভারতের তরফে কোনও মন্তব্য করা হয়নি ৷ তবে, দুই দেশের মধ্যে আলোচনার ক্ষেত্র ফের খুলে যায় গত 23 অক্টোবর কাজানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং চিনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে হওয়া বৈঠকের পর ৷ তারপর 5 ডিসেম্বর দুই দেশের মধ্যে কূটনৈতিকস্তরের আলোচনায় আসন্ন স্পেশাল রিপ্রেজেন্টেটিভ আলোচনার প্রস্তুতি শুরু হয় ৷
সেই মতো ভারতের তরফে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল এবং চিনের তরফে তাদের বিদেশমন্ত্রী ওয়াং ই স্পেশাল রিপ্রেজেন্টেটিভ আলোচনায় বসবেন ৷ মূলত, পূর্ব লাদাখ সীমান্ত ইস্যু নিয়ে দুই প্রতিনিধির মধ্যে এই আলোচনা হবে পাঁচ বছর পর ৷
উল্লেখ্য, পূর্ব লাদাখে লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল বা প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় 2020 সালের মে মাস থেকে ভারত-চিন সেনার মধ্যে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয় ৷ যেখানে দুই দেশের সেনার মধ্যে ওই বছরের জুন মাসে ভয়াবহ সংঘাত হয় গালওয়ান উপত্যকায় ৷ যে ঘটনাকে কেন্দ্র করে দুই প্রতিবেশী দেশের মধ্যে টানাপোড়েন চরমে পৌঁছায় ৷ তবে, গত অক্টোবরে মোদি-জিনপিং বৈঠকের পর, সেই পরিস্থিতি অনেকটাই শিথিল হয়েছে ৷ আর তারপরেই প্রকৃত নিয়ন্ত্রণ রেখা নিয়ে আলোচনায় বসছে ভারত ও চিন ৷