ETV Bharat / bharat

2টি পৃথক পথ দুর্ঘটনায় 12 জনের মৃত্যু, আহত অনেক - ROAD ACCIDENT

গুজরাতের ভাবনগরে বালির ট্রাকের পিছনে বাসের ধাক্কায় 6 জনের মৃত্যু হয়েছে ৷ উত্তরপ্রদেশের আগ্রায় অন্য একটি দুর্ঘটনা চারজনের প্রাণ কেড়েছে ৷

road Accident
প্রতীকী ছবি (ফাইল চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : 3 hours ago

ভাবনগর (গুজরাত), 17 ডিসেম্বর: দাঁড়িয়ে থাকা ট্রাকে প্রাইভেট লাক্সারি বাসের ধাক্কা ৷ ঘটনায় মৃত্যু হয়েছে কমপক্ষে ছ’জনের ৷ আহত হয়েছেন বেশ কয়েকজন ৷ দুর্ঘটনাটি ঘটেছে মঙ্গলবার ভোরে গুজরাতের ভাবনগরের সোমনাথ জাতীয় সড়কে ৷ ঘটনার পর অলং থানার পুলিশ আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গিয়েছে ।

তালাজা সিএইচসি সুপারিনটেনডেন্ট এমবি সাকিয়া ফোনে বলেন, "তালাজার কাছে দুর্ঘটনায় ছয়জনের দেহ উদ্ধার হয়েছে । সাত থেকে আটজন আহত রোগী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে । কিছুজনকে সরকারি হাসপাতালে এবং কয়েকজনকে বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে ।"

road Accident
আগ্রার ঘটনাস্থলে পুলিশ (নিজস্ব ছবি)

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার সোমনাথ জাতীয় সড়কে একটি স্লিপিং কোচ বিলাসবহুল বাস দাঁড়িয়ে থাকা বালির ট্রাকের পিছনে এসে ধাক্কা মারে । সুরাত থেকে উনায় যাচ্ছিল বাসটি ৷ ভোর 5টা 30 মিনিট থেকে 6টার মধ্যে ট্রাপজ গ্রামের কাছে বাইপাস রোডের কাছে দুর্ঘটনাটি ঘটে । আহতদের উদ্ধার করে প্রথমে তালাজা হাসপাতালে নিয়ে যাওয়া হয় । পরে তাঁদের অবস্থার অবনতি হলে অন্য হাসাপাতালে স্থানান্তর করা হয় ৷

আগ্রার যমুনা এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনা

অন্যদিকে সোমবার রাত 1 টায় উত্তর প্রদেশের আগ্রার যমুনা এক্সপ্রেসওয়েতে একটি দুর্ঘটনা ঘটে । সেখানে কন্টেনার ও ট্রাকের মধ্যে সংঘর্ষ হয় । দুর্ঘটনায় চারজনের মৃত্যু হয়েছে । একজন আহত হয়েছেন । তাঁর অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গিয়েছে । পুলিশ ও যমুনা এক্সপ্রেসওয়ে কর্তৃপক্ষের দল ঘটনাস্থলে পৌঁছে তদন্ত করে । নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গিয়েছে এবং বাকিদের শনাক্ত করার চেষ্টা চলছে ।

আগ্রা জেলার খান্দাউলি এলাকায় যমুনা এক্সপ্রেসওয়ের 161 নম্বর কিলোমিটারে দুর্ঘটনাটি ঘটে । খান্দৌলি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাজেশ কুমার চৌহান জানান, একটি কন্টেনার ও একটি ট্রাকের মধ্যে সংঘর্ষ হয় । কেবিনে আটকে পড়েন কন্টেনারের চালক । দুর্ঘটনা দেখে একটি গাড়ি থেমে যায় সাহায্য করতে । গাড়ি থেকে তিনজন নেমে কন্টেনার চালকের অবস্থা জিজ্ঞেস করতে থাকেন ।

কন্টেনারে আটকে পড়া চালককে বের করে আনা হয় । এরপর চালককে নিয়ে রাস্তার ধারের দিকে যাচ্ছিলেন তাঁরা । এই সময় নয়ডার দিকে যাওয়া একটি গাড়ি এসে কন্টেনার চালক-সহ বাকি তিন ব্যক্তিকে পিষে দেয় । দুর্ঘটনাস্থলে চারজনেরই মৃত্যু হয় । সংঘর্ষের পর ওই ঘাতক গাড়িটি নিয়ন্ত্রণের বাইরে গিয়ে উলটে যায় । গাড়ির চালকও আহত হন । খান্দাউলি টোল প্লাজা কর্তৃপক্ষ ও পুলিশ আহতকে আগ্রার এসএন হাসপাতালে ভর্তি করে ।

খান্দাউলি থানার ইনচার্জ জানিয়েছেন, আহত গাড়ির চালক নিউ আগ্রার বাসিন্দা । তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে । কন্টেনার চালককে সাহায্যকারী গাড়ির চালক ছিলেন লনির বাসিন্দা । তাঁর নাম অনিল । তিনি গোরখপুর থেকে ফিরে লনি যাচ্ছিলেন । দুর্ঘটনায় নিহত তাঁর গাড়িতে থাকা আরও দুই যুবকের পরিচয় জানার চেষ্টা চলছে । এ ছাড়া কন্টেনার চালককে শনাক্ত করার চেষ্টা চলছে ।

ভাবনগর (গুজরাত), 17 ডিসেম্বর: দাঁড়িয়ে থাকা ট্রাকে প্রাইভেট লাক্সারি বাসের ধাক্কা ৷ ঘটনায় মৃত্যু হয়েছে কমপক্ষে ছ’জনের ৷ আহত হয়েছেন বেশ কয়েকজন ৷ দুর্ঘটনাটি ঘটেছে মঙ্গলবার ভোরে গুজরাতের ভাবনগরের সোমনাথ জাতীয় সড়কে ৷ ঘটনার পর অলং থানার পুলিশ আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গিয়েছে ।

তালাজা সিএইচসি সুপারিনটেনডেন্ট এমবি সাকিয়া ফোনে বলেন, "তালাজার কাছে দুর্ঘটনায় ছয়জনের দেহ উদ্ধার হয়েছে । সাত থেকে আটজন আহত রোগী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে । কিছুজনকে সরকারি হাসপাতালে এবং কয়েকজনকে বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে ।"

road Accident
আগ্রার ঘটনাস্থলে পুলিশ (নিজস্ব ছবি)

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার সোমনাথ জাতীয় সড়কে একটি স্লিপিং কোচ বিলাসবহুল বাস দাঁড়িয়ে থাকা বালির ট্রাকের পিছনে এসে ধাক্কা মারে । সুরাত থেকে উনায় যাচ্ছিল বাসটি ৷ ভোর 5টা 30 মিনিট থেকে 6টার মধ্যে ট্রাপজ গ্রামের কাছে বাইপাস রোডের কাছে দুর্ঘটনাটি ঘটে । আহতদের উদ্ধার করে প্রথমে তালাজা হাসপাতালে নিয়ে যাওয়া হয় । পরে তাঁদের অবস্থার অবনতি হলে অন্য হাসাপাতালে স্থানান্তর করা হয় ৷

আগ্রার যমুনা এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনা

অন্যদিকে সোমবার রাত 1 টায় উত্তর প্রদেশের আগ্রার যমুনা এক্সপ্রেসওয়েতে একটি দুর্ঘটনা ঘটে । সেখানে কন্টেনার ও ট্রাকের মধ্যে সংঘর্ষ হয় । দুর্ঘটনায় চারজনের মৃত্যু হয়েছে । একজন আহত হয়েছেন । তাঁর অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গিয়েছে । পুলিশ ও যমুনা এক্সপ্রেসওয়ে কর্তৃপক্ষের দল ঘটনাস্থলে পৌঁছে তদন্ত করে । নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গিয়েছে এবং বাকিদের শনাক্ত করার চেষ্টা চলছে ।

আগ্রা জেলার খান্দাউলি এলাকায় যমুনা এক্সপ্রেসওয়ের 161 নম্বর কিলোমিটারে দুর্ঘটনাটি ঘটে । খান্দৌলি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাজেশ কুমার চৌহান জানান, একটি কন্টেনার ও একটি ট্রাকের মধ্যে সংঘর্ষ হয় । কেবিনে আটকে পড়েন কন্টেনারের চালক । দুর্ঘটনা দেখে একটি গাড়ি থেমে যায় সাহায্য করতে । গাড়ি থেকে তিনজন নেমে কন্টেনার চালকের অবস্থা জিজ্ঞেস করতে থাকেন ।

কন্টেনারে আটকে পড়া চালককে বের করে আনা হয় । এরপর চালককে নিয়ে রাস্তার ধারের দিকে যাচ্ছিলেন তাঁরা । এই সময় নয়ডার দিকে যাওয়া একটি গাড়ি এসে কন্টেনার চালক-সহ বাকি তিন ব্যক্তিকে পিষে দেয় । দুর্ঘটনাস্থলে চারজনেরই মৃত্যু হয় । সংঘর্ষের পর ওই ঘাতক গাড়িটি নিয়ন্ত্রণের বাইরে গিয়ে উলটে যায় । গাড়ির চালকও আহত হন । খান্দাউলি টোল প্লাজা কর্তৃপক্ষ ও পুলিশ আহতকে আগ্রার এসএন হাসপাতালে ভর্তি করে ।

খান্দাউলি থানার ইনচার্জ জানিয়েছেন, আহত গাড়ির চালক নিউ আগ্রার বাসিন্দা । তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে । কন্টেনার চালককে সাহায্যকারী গাড়ির চালক ছিলেন লনির বাসিন্দা । তাঁর নাম অনিল । তিনি গোরখপুর থেকে ফিরে লনি যাচ্ছিলেন । দুর্ঘটনায় নিহত তাঁর গাড়িতে থাকা আরও দুই যুবকের পরিচয় জানার চেষ্টা চলছে । এ ছাড়া কন্টেনার চালককে শনাক্ত করার চেষ্টা চলছে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.