ETV Bharat / briefs

তোলাবাজির টাকা ফেরত দিন, কর্মীদের নির্দেশ মমতার - Lok Sabha Election

লোকসভা নির্বাচনের ফল খারাপের দায় দুর্নীতিগ্রস্ত কাউন্সিলরদের উপর চাপান মমতা বন্দ্যোপাধ্যায় । বলেন, "কিছু কিছু মানুষ (পড়ুন কাউন্সিলর) কাজ করেন না । কাউন্সিলরদের জন্য অনেক বদনাম হয়েছে ।"

মমতা বন্দ্যোপাধ্যায়
author img

By

Published : Jun 19, 2019, 8:42 AM IST

কলকাতা, 19 জুন : বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা বণ্টনের ক্ষেত্রে 'কমিশন' নিচ্ছে তৃণমূল কংগ্রেসের লোকজন । অবিলম্বে সেই 'তোলাবাজির টাকা' ফিরিয়ে দেওয়ার নির্দেশ দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় । তাঁর হুঁশিয়ারি, "দলে চোরদের জায়গা নেই ।"

লোকসভা ভোটে রাজ্যে জোর ধাক্কা খেয়েছে তৃণমূল । কলকাতা পৌরনিগমের 53টি ওয়ার্ডে পিছিয়ে তৃণমূল । সেই বিপর্যয়ের পর্যালোচনা করতে গতকাল নজরুল মঞ্চে রাজ্যের সব পৌরসভার তৃণমূল কাউন্সিলর ও চেয়ারম্যানদের সঙ্গে বৈঠক করেন তৃণমূল সুপ্রিমো । কোনও রাখঢাক না করে তিনি সরাসরি লোকসভা নির্বাচনের ফল খারাপের দায় দুর্নীতিগ্রস্ত কাউন্সিলরদের উপর চাপান । কাউন্সিলরদের স্বচ্ছ ভাবমূর্তি না থাকার কারণেই মানুষ তৃণমূলের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে বলে মত মমতার । মমতা স্বীকার করেন, দলের এক শ্রেণীর কাউন্সিলরের অভ্যেস হয়ে গেছে বিভিন্ন সরকারি প্রকল্প থেকে টাকা তোলা । এর জেরে মানুষের মনে বিরূপ মনোভাব তৈরি হয়েছে । তাঁর বক্তব্য, "কিছু কিছু মানুষ (পড়ুন কাউন্সিলর) কাজ করেন না । কাউন্সিলরদের জন্য অনেক বদনাম হয়েছে ।" দুর্নীতিগ্রস্ত কাউন্সিলরদের প্রতি ক্ষোভ উগড়ে মমতা বলেন, "আমি খবর পাচ্ছি কেউ কেউ পুকুর, পার্ক সবকিছু নিজের সম্পত্তি করে ফেলেছে । এদেরকে কোনওভাবেই ছাড়া হবে না ।"

লোকসভা নির্বাচনের পর থেকে তৃণমূল থেকে BJP-তে যাওয়ার ঢল নেমেছে । গতকালও 12 জন কাউন্সিলর গেরুয়া শিবিরে নাম লিখিয়েছেন । এনিয়ে মমতা বলেন, "অর্ধেক লোক সারা বছর কাজ করে না । শুধু বাড়ি আর প্রোমোটিং করে । অডিটে ধরা পড়লেই অন্য রাজনৈতিক দলে চলে যাচ্ছে । ভাবছে অন্য দলে গিয়ে পার পেয়ে যাবে । ওখানে যাওয়া মানেই ফেঁসে গেল ।" এবার থেকে দলে যে শুদ্ধিকরণ অভিযান চলবে তা পরিষ্কার করে দেন মমতা । তিনি বলেন, "চোরদের আর দলে রাখা হবে না । যারা যাওয়ার তাড়াতাড়ি চলে যাক । একজন গেলে আমি 500 জন তৈরি করব । তবু চোরদের দলে রাখব না ।"

ভর্ৎসনার পাশাপাশি কাউন্সিলরদের শোধরানোরও পরামর্শ দেন মমতা । তিনি বলেন, "10টা লোক গালাগালি দিলে গালাগালিটা শুনতে হবে, কখনও কখনও রাজনৈতিক লোকেদের গালাগালি খেতে হয় । তার জন্য কি মহাভারত অশুদ্ধ হয়ে গেছে ? গালাগালি খেলে আপনারা সেখান থেকে শিক্ষা নেবেন । এরজন্য চিন্তা করার কোনও কারণ নেই । এই খবর কেউ মনে রাখবে না । তিনদিন পর ভুলে যাবে ।"

কলকাতা, 19 জুন : বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা বণ্টনের ক্ষেত্রে 'কমিশন' নিচ্ছে তৃণমূল কংগ্রেসের লোকজন । অবিলম্বে সেই 'তোলাবাজির টাকা' ফিরিয়ে দেওয়ার নির্দেশ দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় । তাঁর হুঁশিয়ারি, "দলে চোরদের জায়গা নেই ।"

লোকসভা ভোটে রাজ্যে জোর ধাক্কা খেয়েছে তৃণমূল । কলকাতা পৌরনিগমের 53টি ওয়ার্ডে পিছিয়ে তৃণমূল । সেই বিপর্যয়ের পর্যালোচনা করতে গতকাল নজরুল মঞ্চে রাজ্যের সব পৌরসভার তৃণমূল কাউন্সিলর ও চেয়ারম্যানদের সঙ্গে বৈঠক করেন তৃণমূল সুপ্রিমো । কোনও রাখঢাক না করে তিনি সরাসরি লোকসভা নির্বাচনের ফল খারাপের দায় দুর্নীতিগ্রস্ত কাউন্সিলরদের উপর চাপান । কাউন্সিলরদের স্বচ্ছ ভাবমূর্তি না থাকার কারণেই মানুষ তৃণমূলের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে বলে মত মমতার । মমতা স্বীকার করেন, দলের এক শ্রেণীর কাউন্সিলরের অভ্যেস হয়ে গেছে বিভিন্ন সরকারি প্রকল্প থেকে টাকা তোলা । এর জেরে মানুষের মনে বিরূপ মনোভাব তৈরি হয়েছে । তাঁর বক্তব্য, "কিছু কিছু মানুষ (পড়ুন কাউন্সিলর) কাজ করেন না । কাউন্সিলরদের জন্য অনেক বদনাম হয়েছে ।" দুর্নীতিগ্রস্ত কাউন্সিলরদের প্রতি ক্ষোভ উগড়ে মমতা বলেন, "আমি খবর পাচ্ছি কেউ কেউ পুকুর, পার্ক সবকিছু নিজের সম্পত্তি করে ফেলেছে । এদেরকে কোনওভাবেই ছাড়া হবে না ।"

লোকসভা নির্বাচনের পর থেকে তৃণমূল থেকে BJP-তে যাওয়ার ঢল নেমেছে । গতকালও 12 জন কাউন্সিলর গেরুয়া শিবিরে নাম লিখিয়েছেন । এনিয়ে মমতা বলেন, "অর্ধেক লোক সারা বছর কাজ করে না । শুধু বাড়ি আর প্রোমোটিং করে । অডিটে ধরা পড়লেই অন্য রাজনৈতিক দলে চলে যাচ্ছে । ভাবছে অন্য দলে গিয়ে পার পেয়ে যাবে । ওখানে যাওয়া মানেই ফেঁসে গেল ।" এবার থেকে দলে যে শুদ্ধিকরণ অভিযান চলবে তা পরিষ্কার করে দেন মমতা । তিনি বলেন, "চোরদের আর দলে রাখা হবে না । যারা যাওয়ার তাড়াতাড়ি চলে যাক । একজন গেলে আমি 500 জন তৈরি করব । তবু চোরদের দলে রাখব না ।"

ভর্ৎসনার পাশাপাশি কাউন্সিলরদের শোধরানোরও পরামর্শ দেন মমতা । তিনি বলেন, "10টা লোক গালাগালি দিলে গালাগালিটা শুনতে হবে, কখনও কখনও রাজনৈতিক লোকেদের গালাগালি খেতে হয় । তার জন্য কি মহাভারত অশুদ্ধ হয়ে গেছে ? গালাগালি খেলে আপনারা সেখান থেকে শিক্ষা নেবেন । এরজন্য চিন্তা করার কোনও কারণ নেই । এই খবর কেউ মনে রাখবে না । তিনদিন পর ভুলে যাবে ।"

Intro:'চোরেদের দলে রাখব না'

দলীয় কাউন্সিলরদের বৈঠকে শুদ্ধিকরণের বার্তা মমতার



কলকাতা, ১৮ জুন : 'চোরদের আর দলে রাখা হবে না। যাঁরা যাওয়ার তাড়াতাড়ি চলে যান । একজন গেলে আমি ৫০০ জন তৈরি করব । তবু চোরদের দলে রাখবো না।' আজ নজরুল মঞ্চে দলীয় কাউন্সিলর ও চেয়ারম্যানদের বৈঠকে ঠিক এভাবেই শুদ্ধিকরণের বার্তা দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। রীতিমতো ক্ষোভের সঙ্গে তিনি বললেন, 'আমি খবর পাচ্ছি কেউ কেউ পুকুর, পার্ক সবকিছু নিজের সম্পত্তি করে ফেলেছে। এদেরকে কোনও ভাবেই ছাড়া হবে না।

Body:

আজ নজরুল মঞ্চে রাজ্যের সমস্ত পুরসভার তৃণমূল কাউন্সিলর এবং চেয়ারম্যানদের সঙ্গে বৈঠক করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় সহ দলের শীর্ষ নেতারা । বৈঠক থেকে কার্যত দলীয় কাউন্সিলরদের কড়া বার্তা দিলেন নেত্রী । সদ‍্য লোকসভা নির্বাচনের ফল খারাপ হওয়ার দায় দুর্নীতিগ্রস্ত কাউন্সিলরদের ওপরে চাপালেন তিনি। তাঁদের স্বচ্ছ ভাবমূর্তি না থাকার কারণে এমন অবস্থা তৈরি হয়েছে বলে প্রকারান্তে বুঝিয়ে দিলেন মমতা। তিনি বললেন, 'অর্ধেক লোক সারা বছর কাজ করে না। শুধু বাড়ি আর প্রোমোটিং করে। অডিটে ধরা পড়লেই অন্য রাজনৈতিক দলে চলে যাচ্ছে তাঁরা। ভাবছে অন‍্য দলে গিয়ে পার পেয়ে যাবে। ওখানে যাওয়া মানেই ফেঁসে গেলেন।' দলত্যাগীদের যাতে আর ফিরিয়ে নেওয়া না হয়, সে বিষয়ে দলের শীর্ষ নেতাদের কড়া বার্তা দেন মমতা। ফিরহাদ হাকিম এবং সুব্রত বক্সীকে এ ব্যাপারে দায়িত্ব দেন। মমতা বলেন, 'যারা চলে যাচ্ছে, তারা আবার হাতে পায়ে ধরে যেন ফিরতে না পারে । জাস্ট স্টপ ইট। তবে দলের পুরনো কর্মীরা যদি ফিরতে চায়, তাদের দলে নেওয়ার ব‍্যবস্থা করতে হবে।' প্রসঙ্গত, নির্বাচনে ভরাডুবির পর থেকেই তৃণমূলে পুরনো দিনের গুরুত্ব বেড়েছে বলেই মনে করছে রাজনৈতিক মহল। কিছুদিন আগে কুণাল ঘোষ কালীঘাটের বাড়ি গিয়ে তৃণমূল নেত্রীর সঙ্গে দেখা করেছেন। পাশাপাশি, যোগাযোগ হচ্ছে পুরনো দলছুট হওয়া অনেক নেতা-কর্মীর সঙ্গেও। তবে দলের অসৎ নেতাদের যে তিনি রেয়াত করবেন না, আজ স্পষ্টভাবেই জানিয়ে দিলেন তিনি। দলের ভাবমূর্তি ফেরাতে প্রত্যেক জেলার সঙ্গে আলাদা আলাদা বৈঠক শুরু করেছেন দলনেত্রী। কিছুদিন আগে তৃণমূল ভবনে হুগলি জেলার নেতাদের সঙ্গে সাংগঠনিক বৈঠক করেছেন তিনি। আগামী ২১ জুন নদীয়া জেলার নেতাদের সঙ্গে বৈঠকের কথা ঘোষণা করলেন তৃণমূল সুপ্রিমো।


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.