কলকাতা, 19 জুন : বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা বণ্টনের ক্ষেত্রে 'কমিশন' নিচ্ছে তৃণমূল কংগ্রেসের লোকজন । অবিলম্বে সেই 'তোলাবাজির টাকা' ফিরিয়ে দেওয়ার নির্দেশ দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় । তাঁর হুঁশিয়ারি, "দলে চোরদের জায়গা নেই ।"
লোকসভা ভোটে রাজ্যে জোর ধাক্কা খেয়েছে তৃণমূল । কলকাতা পৌরনিগমের 53টি ওয়ার্ডে পিছিয়ে তৃণমূল । সেই বিপর্যয়ের পর্যালোচনা করতে গতকাল নজরুল মঞ্চে রাজ্যের সব পৌরসভার তৃণমূল কাউন্সিলর ও চেয়ারম্যানদের সঙ্গে বৈঠক করেন তৃণমূল সুপ্রিমো । কোনও রাখঢাক না করে তিনি সরাসরি লোকসভা নির্বাচনের ফল খারাপের দায় দুর্নীতিগ্রস্ত কাউন্সিলরদের উপর চাপান । কাউন্সিলরদের স্বচ্ছ ভাবমূর্তি না থাকার কারণেই মানুষ তৃণমূলের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে বলে মত মমতার । মমতা স্বীকার করেন, দলের এক শ্রেণীর কাউন্সিলরের অভ্যেস হয়ে গেছে বিভিন্ন সরকারি প্রকল্প থেকে টাকা তোলা । এর জেরে মানুষের মনে বিরূপ মনোভাব তৈরি হয়েছে । তাঁর বক্তব্য, "কিছু কিছু মানুষ (পড়ুন কাউন্সিলর) কাজ করেন না । কাউন্সিলরদের জন্য অনেক বদনাম হয়েছে ।" দুর্নীতিগ্রস্ত কাউন্সিলরদের প্রতি ক্ষোভ উগড়ে মমতা বলেন, "আমি খবর পাচ্ছি কেউ কেউ পুকুর, পার্ক সবকিছু নিজের সম্পত্তি করে ফেলেছে । এদেরকে কোনওভাবেই ছাড়া হবে না ।"
লোকসভা নির্বাচনের পর থেকে তৃণমূল থেকে BJP-তে যাওয়ার ঢল নেমেছে । গতকালও 12 জন কাউন্সিলর গেরুয়া শিবিরে নাম লিখিয়েছেন । এনিয়ে মমতা বলেন, "অর্ধেক লোক সারা বছর কাজ করে না । শুধু বাড়ি আর প্রোমোটিং করে । অডিটে ধরা পড়লেই অন্য রাজনৈতিক দলে চলে যাচ্ছে । ভাবছে অন্য দলে গিয়ে পার পেয়ে যাবে । ওখানে যাওয়া মানেই ফেঁসে গেল ।" এবার থেকে দলে যে শুদ্ধিকরণ অভিযান চলবে তা পরিষ্কার করে দেন মমতা । তিনি বলেন, "চোরদের আর দলে রাখা হবে না । যারা যাওয়ার তাড়াতাড়ি চলে যাক । একজন গেলে আমি 500 জন তৈরি করব । তবু চোরদের দলে রাখব না ।"
ভর্ৎসনার পাশাপাশি কাউন্সিলরদের শোধরানোরও পরামর্শ দেন মমতা । তিনি বলেন, "10টা লোক গালাগালি দিলে গালাগালিটা শুনতে হবে, কখনও কখনও রাজনৈতিক লোকেদের গালাগালি খেতে হয় । তার জন্য কি মহাভারত অশুদ্ধ হয়ে গেছে ? গালাগালি খেলে আপনারা সেখান থেকে শিক্ষা নেবেন । এরজন্য চিন্তা করার কোনও কারণ নেই । এই খবর কেউ মনে রাখবে না । তিনদিন পর ভুলে যাবে ।"