কলকাতা, 6 জুন : এবছর মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের সময় 2020 সালের মাধ্যমিক পরীক্ষার রুটিন ঘোষণা করেনি পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ । অবশেষে আজ 2020 সালের মাধ্যমিক পরীক্ষার রুটিন দেওয়া হল । রুটিন অনুযায়ী, 2020 সালের 18 ফেব্রুয়ারি শুরু হতে চলেছে মাধ্যমিক পরীক্ষা । শেষ হবে 27 ফেব্রুয়ারি।
2020 সালের মাধ্যমিক পরীক্ষার রুটিন :
18 ফেব্রুয়ারি - প্রথম ভাষা
19 ফেব্রুয়ারি - দ্বিতীয় ভাষা
20 ফেব্রুয়ারি - ভূগোল
22 ফেব্রুয়ারি - ইতিহাস
24 ফেব্রুয়ারি - অঙ্ক
25 ফেব্রুয়ারি - ভৌত বিজ্ঞান
26 ফেব্রুয়ারি - জীবন বিজ্ঞান
27 ফেব্রুয়ারি - ঐচ্ছিক বিষয়
রুটিনের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, 2020 সালের মাধ্যমিক পরীক্ষা প্রতিদিন 11টা 45 মিনিট থেকে শুরু হবে । চলবে দুপুর 3টে পর্যন্ত। প্রথম 15 মিনিট শুধু প্রশ্নপত্র দেখার জন্য দেওয়া হবে। ফিজ়িকাল এডুকেশন, সোশাল সার্ভিস ও ওয়ার্ক এডুকেশন বিষয়ের পরীক্ষার দিন পরে জানিয়ে দেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে ।