ETV Bharat / briefs

নিয়ন্ত্রণ হারিয়ে তৃণমূলের মিছিলে লরি, মৃত 1

নিয়ন্ত্রণ হারিয়ে তৃণমূলের মিছিলে ঢুকে পড়ল লরি । লরির ধাক্কায় মৃত এক তৃণমূল কর্মী ।

দুর্ঘটনাস্থানের ছবি
author img

By

Published : May 10, 2019, 3:25 PM IST

বেলদা, 10 মে : পশ্চিম মেদিনীপুরের কুলিগেড়িয়াতে তৃণমূলের মিছিলে নিয়ন্ত্রণ হারিয়ে ঢুকে পড়ল লরি । এর ফলে ঘটনাস্থানেই মৃত্যু হয় এক তৃণমূল কর্মীর । আহত প্রায় 20 জন ।

পশ্চিম মেদিনীপুর ও ঘাটাল লোকসভাকেন্দ্রে 12 মে ষষ্ঠ দফার নির্বাচন । তাই আজ সকালে খড়গপুর- ভুবনেশ্বর 60 নম্বর জাতীয় সড়কে শেষ মূহূর্তের নির্বাচনী প্রচারে বেরিয়েছিলেন তৃণমূল কর্মীরা । মিছিল চলাকালীন একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে মিছিলে ঢুকে পড়ে বলে জানায় স্থানীয়রা । এর ফলে ঘটনাস্থানেই একজন মারা যান । আহত হয় প্রায় 20 জন । স্থানীয়দের সাহায্যে আহতদের বেলদা গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় । একটি মোটরবাইক সহ প্রায় 15 টি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে ।

এক তৃণমূল কর্মীর অভিযোগ, "যে লরিটি মিছিলে ঢুকে পড়ে তাতে BJP-র পতাকা ছিল । BJP এই কাজ করেছে ।" এই ঘটনার পর 60 নম্বর জাতীয় সড়কে ঘণ্টাখানেকের জন্য অবরোধ চলে ।

বেলদা, 10 মে : পশ্চিম মেদিনীপুরের কুলিগেড়িয়াতে তৃণমূলের মিছিলে নিয়ন্ত্রণ হারিয়ে ঢুকে পড়ল লরি । এর ফলে ঘটনাস্থানেই মৃত্যু হয় এক তৃণমূল কর্মীর । আহত প্রায় 20 জন ।

পশ্চিম মেদিনীপুর ও ঘাটাল লোকসভাকেন্দ্রে 12 মে ষষ্ঠ দফার নির্বাচন । তাই আজ সকালে খড়গপুর- ভুবনেশ্বর 60 নম্বর জাতীয় সড়কে শেষ মূহূর্তের নির্বাচনী প্রচারে বেরিয়েছিলেন তৃণমূল কর্মীরা । মিছিল চলাকালীন একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে মিছিলে ঢুকে পড়ে বলে জানায় স্থানীয়রা । এর ফলে ঘটনাস্থানেই একজন মারা যান । আহত হয় প্রায় 20 জন । স্থানীয়দের সাহায্যে আহতদের বেলদা গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় । একটি মোটরবাইক সহ প্রায় 15 টি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে ।

এক তৃণমূল কর্মীর অভিযোগ, "যে লরিটি মিছিলে ঢুকে পড়ে তাতে BJP-র পতাকা ছিল । BJP এই কাজ করেছে ।" এই ঘটনার পর 60 নম্বর জাতীয় সড়কে ঘণ্টাখানেকের জন্য অবরোধ চলে ।

পশ্চিম মেদিনীপুরের কুলিগেড়িয়াত তৃণমূলের মিছিল এর উপর চড়লো লরি আর, তাতেই ঘটলো ভয়াবহ পথ দূর্ঘটনা।একই সাথে দূর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ৯টি গাড়ি সহ একটি মোটর বাইক। দূর্ঘটনায় মৃত্যু হয়েছে একজন, আহত হয়েছে বেশ কয়েকজন। সাধারণ মানুষের দাবি তৃণমূলের মিছিল চলাকালীন রাস্তা বন্ধ থাকার পর পূর্বপরিকল্পিত ভাবে প্রায় এক কিলোমিটার দূর থেকে ধাক্কা মারে। জখম হয় এক তৃণমূল কর্মী।ঘটনার জেরে খড়্গপুর-ভুবনেশ্বর জাতীয় সড়ক ঘণ্টা খানেকের জন্য অবরুদ্ধ হয়ে পড়ে। স্থানীয়দের চেষ্টায় তাদের বেলদা গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়। বলা যায় যে ষষ্ঠ দফায় নির্বাচনে পশ্চিম মেদিনীপুর লোকসভা ও ঘাটাল লোকসভা সহ প্রত্যন্ত জঙ্গলমহলের নির্বাচন সংঘটিত হবে, এই নির্বাচনের আজকে ছিল শেষ দিন প্রচারের l সব রাজনৈতিক দল তার নিজ নিজ ও এজেন্ডা নিয়ে প্রচার শুরু করে দেয় সকাল থেকে l এই দিন কুলিগেড়িয়াতে সকালে মিছিলের আয়োজন আয়োজন করেছিল তৃণমূল l কিন্তু মিছিল কিছুটা এগোতেই ভরা মিছিলে একটি লরি স্পিড গতিতে ঢুকে পড়ে l তৃণমূলের অভিযোগ লরিটিতে বিজেপির পতাকা থাকায় এই কাজ বিজেপি করেছে l
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.