ETV Bharat / briefs

বংশীহারীতে টাকা ফেরতের দাবিতে কাউন্সিলরের বাড়ি ঘেরাও - councilor

2017 সালে বুনিয়াদপুরে বন্যা হয়েছিল । সেই সময় বন্যায় ক্ষতিগ্রস্তদের সাহায্যের জন্য গ্রামের প্রত্যেকটি বাড়ি থেকে 100 টাকা করে তোলা হয় । এলাকাবাসীর অভিযোগ, সেই টাকার বেশিরভাগ ক্ষতিগ্রস্তদের কাছে পৌঁছায়নি । এই অভিযোগে আজ 5 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের বাড়ি ঘেরাও করে এলাকাবাসী ।

বংশীহারীতে টাকা ফেরতের দাবিতে কাউন্সিলরের বাড়ি ঘেরাও
author img

By

Published : Jun 26, 2019, 11:32 PM IST

বংশীহারী, 26 জুন : ত্রাণের টাকা তুলে বন্যায় ক্ষতিগ্রস্তদের না দেওয়ার অভিযোগ উঠল বুনিয়াদপুর পৌরসভার 5 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আয়েশা খাতুনের বিরুদ্ধে । এই অভিযোগে আজ স্থানীয় বাসিন্দাদের একাংশ কাউন্সিলরের বাড়ি ঘেরাও করে । পরে বংশীহারী থানার পুলিশ ঘটনাস্থানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ।

2017 সালে বুনিয়াদপুরে বন্যা হয়েছিল । সেই সময় বন্যায় ক্ষতিগ্রস্তদের সাহায্যের জন্য গ্রামের প্রত্যেকটি বাড়ি থেকে 100 টাকা করে তোলা হয় । এলাকাবাসীর অভিযোগ, সেই টাকার বেশিরভাগ ক্ষতিগ্রস্তদের কাছে পৌঁছায়নি । এই অভিযোগে আজ 5 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের বাড়ি ঘেরাও করে এলাকাবাসী ।

স্থানীয় বাসিন্দা প্রকাশ হালদার বলেন, "ত্রাণের টাকা আত্মসাৎ করা ছাড়াও আয়েশা খাতুনের বিরুদ্ধে ঘর পাইয়ে দেওয়ার নামে টাকা তোলার অভিযোগ রয়েছে । সেই টাকাও ফেরতের দাবি জানাচ্ছি । "

আয়েশা খাতুন বলেন, "পৌরসভা এলাকার লোকজন স্বেচ্ছায় 100 টাকা করে দিয়েছিল । আমি চেয়ারম্যান ও মহকুমা শাসকের কাছে জানতে চাইব কী কারণে গ্রামবাসীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আবাস প্রকল্পের টাকা ঢুকছে না । যাতে টাকা ঢোকে সেই ব্যবস্থা করব ।"

বংশীহারী, 26 জুন : ত্রাণের টাকা তুলে বন্যায় ক্ষতিগ্রস্তদের না দেওয়ার অভিযোগ উঠল বুনিয়াদপুর পৌরসভার 5 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আয়েশা খাতুনের বিরুদ্ধে । এই অভিযোগে আজ স্থানীয় বাসিন্দাদের একাংশ কাউন্সিলরের বাড়ি ঘেরাও করে । পরে বংশীহারী থানার পুলিশ ঘটনাস্থানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ।

2017 সালে বুনিয়াদপুরে বন্যা হয়েছিল । সেই সময় বন্যায় ক্ষতিগ্রস্তদের সাহায্যের জন্য গ্রামের প্রত্যেকটি বাড়ি থেকে 100 টাকা করে তোলা হয় । এলাকাবাসীর অভিযোগ, সেই টাকার বেশিরভাগ ক্ষতিগ্রস্তদের কাছে পৌঁছায়নি । এই অভিযোগে আজ 5 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের বাড়ি ঘেরাও করে এলাকাবাসী ।

স্থানীয় বাসিন্দা প্রকাশ হালদার বলেন, "ত্রাণের টাকা আত্মসাৎ করা ছাড়াও আয়েশা খাতুনের বিরুদ্ধে ঘর পাইয়ে দেওয়ার নামে টাকা তোলার অভিযোগ রয়েছে । সেই টাকাও ফেরতের দাবি জানাচ্ছি । "

আয়েশা খাতুন বলেন, "পৌরসভা এলাকার লোকজন স্বেচ্ছায় 100 টাকা করে দিয়েছিল । আমি চেয়ারম্যান ও মহকুমা শাসকের কাছে জানতে চাইব কী কারণে গ্রামবাসীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আবাস প্রকল্পের টাকা ঢুকছে না । যাতে টাকা ঢোকে সেই ব্যবস্থা করব ।"


Haridwar (Uttarakhand), Jun 26 (ANI): Defence Minister Rajnath Singh, Uttar Pradesh CM Yogi Adityanath and Uttarakhand Chief Minister Trivendra Singh Rawat paid last respects to spiritual guru and Padma Bhushan recipient Swami Satyamitranand Giri in Uttarakhand's Haridwar. He passed away yesterday morning.

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.