ETV Bharat / briefs

চলতি মাসেই শুরু হচ্ছে কালীঘাট স্কাইওয়াকের কাজ - Dakhineswar skywalk

দক্ষিণেশ্বর স্কাইওয়াকের পর এবার রাজ্য সরকারের প্রস্তাবিত কালীঘাট স্কাইওয়াকের কাজ শুরু হতে চলেছে । শ্যামাপ্রসাদ মুখার্জি রোড থেকে কালীঘাট মন্দির পর্যন্ত হবে স্কাইওয়াকটি । 450 মিটার লম্বা ও 10.5 মিটার চওড়া স্কাইওয়াকটিতে থাকবে ছয়টি এস্কেলেটর ।

চলতি মাসেই শুরু হচ্ছে কালীঘাট স্কাইওয়াকের কাজ
author img

By

Published : Jun 11, 2019, 10:36 PM IST

Updated : Jun 11, 2019, 10:45 PM IST

কলকাতা, 11 জুন : কালীঘাট মন্দিরে স্কাইওয়াক তৈরির কাজ চলতি মাসেই শুরু হতে চলেছে । কলকাতা পৌরনিগমের মেয়র পারিষদের বৈঠকে আজ এই নিয়ে সিদ্ধান্ত হয় । 2020 সালের মধ্যে কাজ শেষের সময়সীমা ধার্য করা হয়েছে ।

দক্ষিণেশ্বর স্কাইওয়াকের পর এবার রাজ্য সরকারের প্রস্তাবিত কালীঘাট স্কাইওয়াকের কাজ শুরু হতে চলেছে । শ্যামাপ্রসাদ মুখার্জি রোড থেকে কালীঘাট মন্দির পর্যন্ত হবে স্কাইওয়াকটি । 450 মিটার লম্বা ও 10.5 মিটার চওড়া স্কাইওয়াকটিতে থাকবে ছয়টি এস্কেলেটর । যার জন্য ইতিমধ্যেই 125 কোটি টাকা ধার্য করা হয়েছে । 2020 সালের মধ্যে কাজ শেষ করা হবে বলে বৈঠকের পর জানিয়েছেন মেয়র ।

ভিডিয়োয় শুনুন বক্তব্য

কলকাতা পৌরনিগমের সদর দপ্তরে মেয়র পারিষদদের বৈঠকে আজ উপস্থিত ছিলেন মেয়র ফিরহাদ হাকিম, মেয়র পারিষদ দেবাশিস কুমার সহ সমস্ত মেয়র পারিষদ । বৈঠক শেষে সিদ্ধান্ত হয় মঙ্গলবার মহম্মদ আলি পার্কের কাজ দেখতে যাবেন মেয়র । তারপর যাদবপুরে যাবেন ৷ সেখানে সম্প্রতি জন্ডিসে একাধিক বাসিন্দা আক্রান্ত হয়েছেন ৷

কলকাতা, 11 জুন : কালীঘাট মন্দিরে স্কাইওয়াক তৈরির কাজ চলতি মাসেই শুরু হতে চলেছে । কলকাতা পৌরনিগমের মেয়র পারিষদের বৈঠকে আজ এই নিয়ে সিদ্ধান্ত হয় । 2020 সালের মধ্যে কাজ শেষের সময়সীমা ধার্য করা হয়েছে ।

দক্ষিণেশ্বর স্কাইওয়াকের পর এবার রাজ্য সরকারের প্রস্তাবিত কালীঘাট স্কাইওয়াকের কাজ শুরু হতে চলেছে । শ্যামাপ্রসাদ মুখার্জি রোড থেকে কালীঘাট মন্দির পর্যন্ত হবে স্কাইওয়াকটি । 450 মিটার লম্বা ও 10.5 মিটার চওড়া স্কাইওয়াকটিতে থাকবে ছয়টি এস্কেলেটর । যার জন্য ইতিমধ্যেই 125 কোটি টাকা ধার্য করা হয়েছে । 2020 সালের মধ্যে কাজ শেষ করা হবে বলে বৈঠকের পর জানিয়েছেন মেয়র ।

ভিডিয়োয় শুনুন বক্তব্য

কলকাতা পৌরনিগমের সদর দপ্তরে মেয়র পারিষদদের বৈঠকে আজ উপস্থিত ছিলেন মেয়র ফিরহাদ হাকিম, মেয়র পারিষদ দেবাশিস কুমার সহ সমস্ত মেয়র পারিষদ । বৈঠক শেষে সিদ্ধান্ত হয় মঙ্গলবার মহম্মদ আলি পার্কের কাজ দেখতে যাবেন মেয়র । তারপর যাদবপুরে যাবেন ৷ সেখানে সম্প্রতি জন্ডিসে একাধিক বাসিন্দা আক্রান্ত হয়েছেন ৷

Intro:মেয়র তথা পুরো নগর উন্নয়নমন্ত্রী ফের তোপ দাগলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে। প্রধানমন্ত্রী তৃণমূলকে কটাক্ষ করায় ক্রুদ্ধ মেয়র ফিরহাদ হাকিম বলেন যে চোর তার চোখে সবাইকেই চোর বলে মনে হয়। দেশে আওয়াজ উঠেছে চৌকিদার কি যেন হয়। দেশের প্রধানমন্ত্রী মিসাইল পাঠিয়ে স্যাটেলাইট ধংস করার ক্ষমতা রাখেন অথচ পাকিস্তান থেকে জঙ্গি বিস্ফোরক নিয়ে ঢুকে সেনা কনভয়ে বিস্ফোরণ ঘটায় ।এতগুলো জাওয়ানের প্রাণ কেড়ে নিয়েছে উনি স্যাটেলাইট দিয়ে দেখতে পেলেন না। এইভাবে মোদীকে কটাক্ষ করলেন পুর নগরোন্নয়ন উন্নয়নমন্ত্রী।


Body:ফিরাত বলেন এখানেই যাচ্ছে প্রশ্ন দেশবাসীর মনে তাহলে কি এতগুলো সেবা জাওয়ানেরনের প্রাণ বিনিময় নির্বাচনের বৈতরণী বেরোতে চাইছে বিজেপি সরকার। তিনি বলেন শান্তিপূর্ণ আসামকে অশান্ত করে রেখেছে প্রধানমন্ত্রী। এনআরসির মাধ্যমে আসামে বসবাস কারী ভারতীয় নাগরিকদের তিনি আসাম ছাড়া করতে চাইছেন। এই রাজ‍্যে যদি মানুষকে মোদিজি ও তার লোকজন যদি দেশছাড়া করার মতলব করেন বিভাজনের রাজনীতি করতে চান তবে তার ঠ্যাং ভেঙে দেওয়া হবে বললেন ফিরহাদ হাকিম।


Conclusion:প্রধানমন্ত্রী ছিলেন চাওয়ালা এখন হয়েছেন চৌকিদার'। উনি প্রতিশ্রুতি দিয়েছিলেন দেশের মানুষকে প্রত্যেকের একাউন্টে 15 লক্ষ টাকা দেবেন, প্রতিশ্রুতি দিয়েছিলেন দু কোটি মানুষের চাকরি দেবেন। আগে সেই প্রতিশ্রুতির হিসাবটা দিন পরে তিনি বিরোধীদের সমালোচনা করবেন বললেন ফিরহাদ হাকিম।
Last Updated : Jun 11, 2019, 10:45 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.