ETV Bharat / briefs

দক্ষিণ দিনাজপুরের সাংবাদিকরা এবার প্রথম ED ভোট দিলেন - vote

ED ভোট দেওয়ার জন্য দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসনের কাছে সাংবাদিকরা আবেদন জানিয়েছিলেন। প্রশাসন সেই আবেদন মঞ্জুর করেছেন। এবার প্রথম লোকসভা নির্বাচনে জেলার সাংবাদিকরা ED ভোট দিলেন।

ED ভোট দিলেন সাংবাদিক
author img

By

Published : Apr 24, 2019, 5:38 AM IST

Updated : Apr 24, 2019, 6:11 AM IST

বালুরঘাট, ২৩ এপ্রিল: সাধারণ মানুষের কথা তুলে ধরতে ব্যস্ত সংবিধানের চতুর্থস্তম্ভ অর্থাৎ সংবাদমাধ্যম। ভোটের দিনগুলিতে সাংবাদিকরা দিনভর ব্যস্ত থাকেন খবর সংগ্রহের কাজে। ফলে তাঁদের আর ভোট দেওয়া হয় না।

ভিডিয়োয় শুনুন বক্তব্য

তাই দক্ষিণ দিনাজপুর জেলা প্রেস ক্লাব এবং কনফেডারেশন অফ সিকিম অ্যান্ড নর্থ বেঙ্গল জার্নালিস্ট- এর পক্ষ থেকে সাংবাদিকদের ED ভোটের দাবি তোলা হয়। এনিয়ে দক্ষিণ দিনাজপুর জেলা প্রেস ক্লাবের পক্ষ থেকে জেলা প্রশাসনের কাছে আবেদন রাখা হয়। সেই আবেদনে সারা দেয় জেলা প্রশাসন। এর ফলে এবার প্রথম দক্ষিণ দিনাজপুরের সাংবাদিকরা লোকসভা নির্বাচনে ED ভোট দিলেন। গতকাল জেলার ১৩ জন সাংবাদিক ED ভোট দিয়েছেন বলে জেলা প্রশাসন সূত্রে জানা গেছে।

দক্ষিণ দিনাজপুর জেলা প্রেস ক্লাবের সম্পাদক শঙ্কর কুমার রায় বলেন, "ভোটের সময় সাংবাদিকরা খবর সংগ্রহে ব্যস্ত থাকেন। এর ফলে অনেক সময় তাঁরা ভোট দিতে পারেন না। তাই আমরা ED ভোটের দাবি করেছিলাম। আমাদের সেই দাবি প্রশাসন মেনে নিয়েছে। এবার লোকসভা নির্বাচনে বালুরঘাটের জেলা নির্বাচনী আধিকারিক সাংবাদিকদের ED ভোট দেওয়ার ব্যবস্থা করেছেন। আগামী সব নির্বাচনেই যেন সাংবাদিকরা ED ভোট দিতে পারে, সেই দাবিও জানানো হয়েছে।"

বালুরঘাট, ২৩ এপ্রিল: সাধারণ মানুষের কথা তুলে ধরতে ব্যস্ত সংবিধানের চতুর্থস্তম্ভ অর্থাৎ সংবাদমাধ্যম। ভোটের দিনগুলিতে সাংবাদিকরা দিনভর ব্যস্ত থাকেন খবর সংগ্রহের কাজে। ফলে তাঁদের আর ভোট দেওয়া হয় না।

ভিডিয়োয় শুনুন বক্তব্য

তাই দক্ষিণ দিনাজপুর জেলা প্রেস ক্লাব এবং কনফেডারেশন অফ সিকিম অ্যান্ড নর্থ বেঙ্গল জার্নালিস্ট- এর পক্ষ থেকে সাংবাদিকদের ED ভোটের দাবি তোলা হয়। এনিয়ে দক্ষিণ দিনাজপুর জেলা প্রেস ক্লাবের পক্ষ থেকে জেলা প্রশাসনের কাছে আবেদন রাখা হয়। সেই আবেদনে সারা দেয় জেলা প্রশাসন। এর ফলে এবার প্রথম দক্ষিণ দিনাজপুরের সাংবাদিকরা লোকসভা নির্বাচনে ED ভোট দিলেন। গতকাল জেলার ১৩ জন সাংবাদিক ED ভোট দিয়েছেন বলে জেলা প্রশাসন সূত্রে জানা গেছে।

দক্ষিণ দিনাজপুর জেলা প্রেস ক্লাবের সম্পাদক শঙ্কর কুমার রায় বলেন, "ভোটের সময় সাংবাদিকরা খবর সংগ্রহে ব্যস্ত থাকেন। এর ফলে অনেক সময় তাঁরা ভোট দিতে পারেন না। তাই আমরা ED ভোটের দাবি করেছিলাম। আমাদের সেই দাবি প্রশাসন মেনে নিয়েছে। এবার লোকসভা নির্বাচনে বালুরঘাটের জেলা নির্বাচনী আধিকারিক সাংবাদিকদের ED ভোট দেওয়ার ব্যবস্থা করেছেন। আগামী সব নির্বাচনেই যেন সাংবাদিকরা ED ভোট দিতে পারে, সেই দাবিও জানানো হয়েছে।"

Intro:পুলিশ কর্মীর মন্তব্য আরও বেশী করে মোদিকে আনো তাহলে যানজট হবে না, মোদীর সভায় যানজটে নাজেহাল মানুষ।।

বুনিয়াদপুর, ২০ এপ্রিল: বংশীহারীর টাঙন সেতুর উপর টানা দু'ঘন্টা ধরে জ্যামে আটকে থাকা এক ব্যক্তি পুলিশ কর্মীকে সামনে দেখতে পেয়ে জিজ্ঞাসা করল স্যার সামনে এত জ্যাম কেন? নামা না জানা ওই পুলিশ কর্মীর বক্তব্য, আরও বেশী করে মোদিকে আনো। তাহলে জ্যাম হবে না। একেই দীর্ঘক্ষণ ধরে ঠাই রোদে দাড়িয়ে আছে। ওমন কথা শুনে তারা কি আর চুপ করে থাকতে পারে? পুলিশ কর্মীর এমন কথা শুনে দাঁড়িয়ে থাকা বিজেপি কর্মীদের উত্তর তাহলে কি দিদিকে আনতে হত? অবস্থা বেগতিক দেখতেই ঘটনাস্থল থেকে তড়িঘড়ি চলে গেলেন। শনিবার মোদীর সভার চোটে প্রায় সাড়ে তিন ঘন্টা ৫১২ নম্বর জাতীয় সড়ক অবরুদ্ধ হয়ে রইলো। শনিবার বুনিয়াদপুর শহরের নারায়ণপুর মাঠে নিবার্চনী সভা করতে আসেন প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদী। তার জেরেই বুনিয়াদপুর শহর থেকে পার্শ্ববর্তী এলাকায় অবরুদ্ধ হয়ে যায় যান চলাচল। আটকে পরে কয়েকশ যানবাহান সহ অ্যাম্বুলেন্স। পুলিশ কেবল দর্শকের ভূমিকা পালন করে বলে অভিযোগ। সেই সময় কেন্দ্রীয় বাহিনীর হস্তক্ষেপ যান চলাচল স্বাভাবিক হয়।

২০ এপ্রিল নিবার্চনী প্রচারে বুনিয়াদপুরে সভা করতে আসেন প্রধান মন্ত্রী। সেই সভা শুরু আগে থেকে ভির জমাতে শুরু করে কর্মী সমর্থকরা। সভাস্থল থেকে শুরু করে পার্শ্ববর্তী এলাকায় জনস্রোতে ভেসে যায়। যার জেরেই ৫১২ নং জাতীয় সড়ক অবরুদ্ধ হয়ে পড়ে। প্রখর রৌদ্রে নাকাল হয়ে পড়ে কর্মী সমর্থক থেকে সাধারণ মানুষ। অনেকে অসুস্থও হয়ে পড়ে। এদিকে শেষ পর্যন্ত অবরুদ্ধ মুক্ত করতে মাঠে নামে কেন্দ্রীয় বাহিনী। দীর্ঘ সময় পর কেন্দ্রীয় বাহিনীর তৎপরতায় যান চলাচল স্বাভাবিক হলেও যানজট মুক্ত হতে বিকেল গড়িয়ে যায়।

এবিষয়ে বিজেপির সাধারণ সম্পাদক বাপি সরকার জানান, প্রধানমন্ত্রীর সভায় যাতে সাধারণ মানুষ না আসতে পারে তার জন্য পুলিশ বহু গাড়িকে ঢুকতে দেয়নি। ইচ্ছাকৃত ভাবে এটা পুলিশ করেছে। তবে তার পরেও মোদির সভায় লক্ষাধিক মানুষের সমাগম হয়েছে।

অন্য দিকে জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, যানজট হয়েছিল। বংশীহারী থানার আইসি সহ বিশাল পুলিশ বাহিনী গিয়ে যানজট মুক্ত করেন।Body:BuniadpurConclusion:Buniadpur
Last Updated : Apr 24, 2019, 6:11 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.