ETV Bharat / briefs

সাংবাদিকের ছেলেকে অন্ধ করে খুন নালন্দায় - journalist

নালন্দায় সাংবাদিকের ছেলেকে অন্ধ করে খুন করা হল।

ছবিটি প্রতীকী
author img

By

Published : Apr 15, 2019, 10:19 AM IST

নালন্দা (বিহার), 15 এপ্রিল : নালন্দায় খুন হল এক সাংবাদিকের ছেলে। মৃতের নাম চুন্নু কুমার। প্রাথমিক তদন্তের পর পুলিশ জানিয়েছে, ওই যুবককে গতকাল অন্ধ করার পর খুন করা হয়।

নালন্দার SP নীলেশ কুমার বলেন, "আমরা যখন দেহটি উদ্ধার করি, তখন ছেলেটির চোখ থেকে রক্ত বের হচ্ছিল। কিন্তু শরীরে আর কোনও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের পরই মৃত্যুর কারণ জানা যাবে। ঘটনার তদন্ত চলছে।"

উল্লেখ্য, চুন্নুর বাবা একজন সাংবাদিক। তিনি একটি নামী সংবাদ সংস্থায় কাজ করেন। চুন্নুর সঙ্গে কারও শত্রুতা ছিল কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

নালন্দা (বিহার), 15 এপ্রিল : নালন্দায় খুন হল এক সাংবাদিকের ছেলে। মৃতের নাম চুন্নু কুমার। প্রাথমিক তদন্তের পর পুলিশ জানিয়েছে, ওই যুবককে গতকাল অন্ধ করার পর খুন করা হয়।

নালন্দার SP নীলেশ কুমার বলেন, "আমরা যখন দেহটি উদ্ধার করি, তখন ছেলেটির চোখ থেকে রক্ত বের হচ্ছিল। কিন্তু শরীরে আর কোনও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের পরই মৃত্যুর কারণ জানা যাবে। ঘটনার তদন্ত চলছে।"

উল্লেখ্য, চুন্নুর বাবা একজন সাংবাদিক। তিনি একটি নামী সংবাদ সংস্থায় কাজ করেন। চুন্নুর সঙ্গে কারও শত্রুতা ছিল কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

New Delhi, Apr 15 (ANI): A new research has highlighted the importance of raising awareness about the rising risks of rabies and advised to seek medical treatment on time. People wait an average of 10 days before seeking medical advice following exposure to potentially rabid animals overseas, according to the study. The study was discussed in the meeting ECCMID 2019 and was presented this year at the European Congress of Clinical Microbiology and Infectious Diseases (ECCMID) in Amsterdam, the Netherlands in April, which states that the average delay in seeking treatment following bat exposures in the UK was almost three days.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.