ETV Bharat / briefs

লিন-নারিনের ঝোড়ো ব্যাটিং, রাজস্থান বধ KKR-র - game

রাজস্থান রয়্যালসকে 8 উইকেটে হারাল KKR। 14 ওভারের আগেই আট উইকেটে ম্যাচ জিতে নেয় নাইট টিম। গতকাল রাজস্থানের সাওয়াই মানসিং স্টেডিয়ামে ছিল ম্যাচ।

নারিন ও লিন
author img

By

Published : Apr 8, 2019, 1:28 AM IST

Updated : Apr 8, 2019, 2:45 AM IST

জয়পুর, 8 এপ্রিল: 140 রান তাড়া করতে নেমে নারিন ও ক্রিস লিনের ঝোড়ো ব্যাটিংয়ের দাপটে 14 ওভারের আগেই 8 উইকেটে ম্যাচ জিতে নিল KKR। KKR-এর হয়ে ক্রিস লিন হাফ সেঞ্চুরি করেন। তাঁকে যোগ্য সঙ্গত দেন নারিন। অপরাজিত ছিলেন শুভমন গিল ও রবিন উথাপ্পা।

প্রথমবার IPL খেলতে নামা ইংল্যান্ডের হ্যারি গার্নির দাপটে 139 রান করে রাজস্থান। রাজস্থানের হয়ে সর্বোচ্চ 73 রানে অপরাজিত ছিলেন স্টিভ স্মিথ। 4 ওভারে 25 রান দিয়ে 2 উইকেট নেন হ্যারি। ম্যান অফ দ্য ম্যাচ তিনিই। এই জয়ের সঙ্গে IPL-র টেবলে শীর্ষে পৌঁছে গেল KKR। 5 ম্যাচের মধ্যে চারটিতেই জয় পেল নাইটরা।

জয়পুর, 8 এপ্রিল: 140 রান তাড়া করতে নেমে নারিন ও ক্রিস লিনের ঝোড়ো ব্যাটিংয়ের দাপটে 14 ওভারের আগেই 8 উইকেটে ম্যাচ জিতে নিল KKR। KKR-এর হয়ে ক্রিস লিন হাফ সেঞ্চুরি করেন। তাঁকে যোগ্য সঙ্গত দেন নারিন। অপরাজিত ছিলেন শুভমন গিল ও রবিন উথাপ্পা।

প্রথমবার IPL খেলতে নামা ইংল্যান্ডের হ্যারি গার্নির দাপটে 139 রান করে রাজস্থান। রাজস্থানের হয়ে সর্বোচ্চ 73 রানে অপরাজিত ছিলেন স্টিভ স্মিথ। 4 ওভারে 25 রান দিয়ে 2 উইকেট নেন হ্যারি। ম্যান অফ দ্য ম্যাচ তিনিই। এই জয়ের সঙ্গে IPL-র টেবলে শীর্ষে পৌঁছে গেল KKR। 5 ম্যাচের মধ্যে চারটিতেই জয় পেল নাইটরা।

Bengaluru (Karnataka), Apr 07 (ANI): Delhi Capitals defeated Royal Challengers Bangalore by 4 wickets in the 12th edition of the Indian Premier League (IPL) at the M Chinnaswamy Stadium in Bengaluru on Sunday. While addressing the press conference, All-Rounder Moeen Ali said, "I think they bowl well and we needed a good partnership in upfront. We gave wickets at the end. We making same mistakes almost in every game and dropping catches and giving wickets you can't afford to do in the IPL." Delhi Capitals next takes on Kolkata Knight Riders on April 12 where as Royal Challengers Bangalore will face King XI Punjab on April 13.
Last Updated : Apr 8, 2019, 2:45 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.