ETV Bharat / briefs

গাড়িতে যুবতির শ্লীলতাহানির অভিযোগ, ধাওয়া করে ধরা হল 4 জনকে

চলন্ত ম্যাটাডোরে এক যুবতির শ্লীলতাহানির অভিযোগ 7 যুবকের বিরুদ্ধে। তাদের মধ্যে 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে। 3 জন পলাতক। তাদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।

অভিযুক্ত
author img

By

Published : May 11, 2019, 7:52 PM IST

মালবাজার, 11 মে: চলন্ত ম্যাটাডোরে এক যুবতির শ্লীলতাহানির অভিযোগ উঠল ৭ যুবকের বিরুদ্ধে। আজ মালবাজার থেকে ডামডিম যাওয়ার পথে ওই যুবতির শ্লীলতাহানি করা হয় বলে অভিযোগ। ওই যুবতি বাগরাকোট গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দা। এই ঘটনায় স্থানীয়দের হাতে ধরা পড়ে 4 জন। তাদের নাম বিশ্বজিৎ রায় (২০), প্রসেনজিৎ রায়(২২), অমল মুর্মু (২০) ও শান্তনু মাজি (২০)। বাকি 3 জন পলাতক। যুবকদের বাড়ি মেটেলি ব্লকের শালবাড়ি গ্রামে।

আজ মালবাজারের একটি কম্পিউটার সেন্টারে প্রশিক্ষণ নিতে এসেছিল ওই যুবতি। প্রতিদিনের মতো প্রশিক্ষণ শেষে মালবাজার বাসস্ট্যান্ড থেকে একটি ম্যাটাডোরে ওঠে। ওই গাড়িতে আরও 4 যুবক ছিল। মালবাজার থেকে ডামডিম যাওয়ার পথে আরও 3 যুবক ওঠে। অভিযোগ, ওই 7 যুবক ম্যাটাডোরে যুবতির উপর চড়াও হয়। যুবতি গাড়ির চালকের সাহায্য চাইলেও কোনও সাহায্য মেলেনি। বাধ্য হয়ে সে গাড়ি থেকে রাস্তায় নেমে কাঁদতে শুরু করে। সেই সময় এলাকার পরিচিত এক গাড়ির চালককে দেখতে পায় ওই যুবতি। যুবতিকে সঙ্গে নিয়ে ওই চালক গাড়িটিকে ধাওয়া করে। ওদলাবাড়িতে সেই গাড়িটিকে ধরে ফেলে তারা। তখন 3জন পালিয়ে যায় কিন্তু বাকি 4 জনকে ধরে ফেলে স্থানীয় বাসিন্দারা। তাদের মারধর করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

যদিও ওই 4 যুবক অভিযোগ অস্বীকার করেছে।
মাল থানার OC শান্তা শীল জানান, 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি 3 জনের খোঁজ চলছে।

মালবাজার, 11 মে: চলন্ত ম্যাটাডোরে এক যুবতির শ্লীলতাহানির অভিযোগ উঠল ৭ যুবকের বিরুদ্ধে। আজ মালবাজার থেকে ডামডিম যাওয়ার পথে ওই যুবতির শ্লীলতাহানি করা হয় বলে অভিযোগ। ওই যুবতি বাগরাকোট গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দা। এই ঘটনায় স্থানীয়দের হাতে ধরা পড়ে 4 জন। তাদের নাম বিশ্বজিৎ রায় (২০), প্রসেনজিৎ রায়(২২), অমল মুর্মু (২০) ও শান্তনু মাজি (২০)। বাকি 3 জন পলাতক। যুবকদের বাড়ি মেটেলি ব্লকের শালবাড়ি গ্রামে।

আজ মালবাজারের একটি কম্পিউটার সেন্টারে প্রশিক্ষণ নিতে এসেছিল ওই যুবতি। প্রতিদিনের মতো প্রশিক্ষণ শেষে মালবাজার বাসস্ট্যান্ড থেকে একটি ম্যাটাডোরে ওঠে। ওই গাড়িতে আরও 4 যুবক ছিল। মালবাজার থেকে ডামডিম যাওয়ার পথে আরও 3 যুবক ওঠে। অভিযোগ, ওই 7 যুবক ম্যাটাডোরে যুবতির উপর চড়াও হয়। যুবতি গাড়ির চালকের সাহায্য চাইলেও কোনও সাহায্য মেলেনি। বাধ্য হয়ে সে গাড়ি থেকে রাস্তায় নেমে কাঁদতে শুরু করে। সেই সময় এলাকার পরিচিত এক গাড়ির চালককে দেখতে পায় ওই যুবতি। যুবতিকে সঙ্গে নিয়ে ওই চালক গাড়িটিকে ধাওয়া করে। ওদলাবাড়িতে সেই গাড়িটিকে ধরে ফেলে তারা। তখন 3জন পালিয়ে যায় কিন্তু বাকি 4 জনকে ধরে ফেলে স্থানীয় বাসিন্দারা। তাদের মারধর করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

যদিও ওই 4 যুবক অভিযোগ অস্বীকার করেছে।
মাল থানার OC শান্তা শীল জানান, 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি 3 জনের খোঁজ চলছে।

Intro:nullBody:চলন্ত যাত্রীবাহি ম্যাটাডোরে ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগ ৭ যুবকের বিরুদ্ধে।ঘটনাটি শনিবার দুপুরে মালবাজার থেকে ডামডিম যাওয়ার পথে। রাস্তায় কোনোক্রমে নেমে গিয়ে পরিচিত অপর ম্যাটাডোর চালকের সহযোগিতায় পিছু ধাওয়া করে আটক অভিযুক্তরা। ওদলাবাড়ি এলাকায় আটক করে গাড়িতে থাকা চার যুবককে মারধর করে পুলিশের হাতে তুলে দিল।
জানা যায়, ঐ যুবতী বাগরাকোট গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দা।মালবাজার শহরে একটি কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রে প্রশিক্ষণ নিতে আসে। প্রশিক্ষণ শেষে মালবাজার বাসস্ট্যান্ডের থেকে একটি যাত্রী বাহী ম্যাটাডোর ভ্যানে ওঠে।সেই সময় ঐ গাড়িতে আরও ৪ জন যুবক ছিল। মালবাজার শহর থেকে ডামডিম যাওয়ার জাতীয় সড়কে স্থানীয় এক পেট্রোল পাম্প থেকে আরও তিন সেই ম্যাজিক ভ্যানে ওঠে।
সুযোগ বুঝে ওই ৭ যুবক যুবতীর উপর চরাও হয় বলে অভিযোগ। ঐ যুবতী সেই সময় যুবতী গাড়ির ড্রাইভারের সাহায্য চাইলে কোনো সাহায্য মেলেনি। বাধ্য হয়ে ঐ যুবতী গাড়ি থেকে রাস্তায় নেমে পড়ে কাদতে শুরু করে।সেই সময় মেয়েটি এলাকার পরিচিতএক গাড়ি চালককে দেখতে পায়।মেয়েটিকে সঙ্গে নিয়ে সেই গাড়ি চালক ম্যাজিক গাড়িকে ধাওয়া করে ওদলাবাড়িতে গিয়ে সেই ম্যাজিক গাড়িকে আটক করে।সেই সুযোগে তিন জন পালিয়ে যায়। বাকি ৪ জনকে ধরে ফেলে। স্থানীয় লোকজন ঘটনা শুনে ওই চার যুবককে খমারধর দিয়ে পুলিশের হাতে তুলে দেয়। ধৃত ৪ জনের নাম বিশ্বজিৎ রায় (২০)প্রসেনজিৎ রায়(২২) অমল মুর্মু (২০) ও সান্তুনু মাজি (২০)। তাদের বাড়ি মেটেলি ব্লকের শালবাড়ি গ্রামে। যদিও এই চার যুবক অভিযোগ অস্বীকার করেছে। 
মাল থানার ওসি শান্তা শীল জানান, যুবতীর অভিযোগক্রমে ওই চার যুবকের সাথে গাড়ির চালক  ছবিলাল শা সোনারকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি তিনজনের খোজ চলছে। 
Conclusion:null

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.