ETV Bharat / briefs

বিয়েতে থাকে না পাত্র, বরযাত্রী নিয়ে হাজির হয় বোন

গুজরাতের সুরখেদা, সানাদা ও আম্বাল গ্রামে বিয়ের এই অদ্ভুত প্রথা চালু আছে । যেখানে বরের শারীরিক উপস্থিতি ছাড়াই বিয়ে হয় । বিয়ের সাজে বরের অবিবাহিত বোন বরযাত্রী নিয়ে কনের বাড়িতে যান ।

বরযাত্রী নিয়ে হাজির হয় বোন
author img

By

Published : May 27, 2019, 12:04 PM IST

Updated : May 27, 2019, 3:33 PM IST

গান্ধিনগর, 27 মে : আশ্চর্য বিয়ে ! নিজের বিয়েতে উপস্থিত থাকেন না বর । তাঁর বদলে কনের বাড়িতে বরযাত্রী নিয়ে যান বরের অবিবাহিত বোন অথবা পরিবারের অন্য কোনও অবিবাহিত মেয়ে । সিঁদুরদান থেকে শুরু করে সমস্ত আচার অনুষ্ঠান তিনিই সম্পন্ন করেন । বিয়ে করে কনেকে নিয়ে আসেন বাড়িতে । বাড়িতেই সেরওয়ানি, সাফা পরে তলোয়ার হাতে তাঁদের জন্য অপেক্ষা করেন বর ।

গুজরাতের সুরখেদা, সানাদা ও আম্বাল গ্রামে বিয়ের এই অদ্ভুত প্রথা চালু আছে । যেখানে বরের শারীরিক উপস্থিতি ছাড়াই বিয়ে হয় । বিয়ের সাজে বরের অবিবাহিত বোন বরযাত্রী নিয়ে কনের বাড়িতে যান । তিনি সিঁদুরদান, সাত পাক সহ বিয়ের একাধিক আচার-অনুষ্ঠান সম্পন্ন করে কনেকে বাড়িতে নিয়ে আসেন । অপরদিকে, বর নিজের বাড়িতে তাঁর মায়ের সঙ্গে থাকেন ।

দেখুন ভিডিয়ো

সুরখেদা গ্রামের এক বাসিন্দা জানান, গুজরাতের তিনটি গ্রামে বিয়ের অনুষ্ঠানের এই ঐতিহ্য চালু আছে । গ্রামের মানুষের বিশ্বাস, এই নিয়ম-নীতি মেনে বিয়ে না করলে বিবাহিত জীবনে অশান্তি হয়, এমন কী বিয়ে ভেঙেও যেতে পারে । এক পণ্ডিতের মতে, এই নিয়ম-নীতি উপজাতি সংস্কৃতির এক অনন্য ঐতিহ্য বহন করে চলেছে । গুজরাতের এই তিনটি গ্রামের ইষ্ট দেবতাকে সম্মান জানাতেই বর নিজের বিয়েতে উপস্থিত থাকেন না ।

গান্ধিনগর, 27 মে : আশ্চর্য বিয়ে ! নিজের বিয়েতে উপস্থিত থাকেন না বর । তাঁর বদলে কনের বাড়িতে বরযাত্রী নিয়ে যান বরের অবিবাহিত বোন অথবা পরিবারের অন্য কোনও অবিবাহিত মেয়ে । সিঁদুরদান থেকে শুরু করে সমস্ত আচার অনুষ্ঠান তিনিই সম্পন্ন করেন । বিয়ে করে কনেকে নিয়ে আসেন বাড়িতে । বাড়িতেই সেরওয়ানি, সাফা পরে তলোয়ার হাতে তাঁদের জন্য অপেক্ষা করেন বর ।

গুজরাতের সুরখেদা, সানাদা ও আম্বাল গ্রামে বিয়ের এই অদ্ভুত প্রথা চালু আছে । যেখানে বরের শারীরিক উপস্থিতি ছাড়াই বিয়ে হয় । বিয়ের সাজে বরের অবিবাহিত বোন বরযাত্রী নিয়ে কনের বাড়িতে যান । তিনি সিঁদুরদান, সাত পাক সহ বিয়ের একাধিক আচার-অনুষ্ঠান সম্পন্ন করে কনেকে বাড়িতে নিয়ে আসেন । অপরদিকে, বর নিজের বাড়িতে তাঁর মায়ের সঙ্গে থাকেন ।

দেখুন ভিডিয়ো

সুরখেদা গ্রামের এক বাসিন্দা জানান, গুজরাতের তিনটি গ্রামে বিয়ের অনুষ্ঠানের এই ঐতিহ্য চালু আছে । গ্রামের মানুষের বিশ্বাস, এই নিয়ম-নীতি মেনে বিয়ে না করলে বিবাহিত জীবনে অশান্তি হয়, এমন কী বিয়ে ভেঙেও যেতে পারে । এক পণ্ডিতের মতে, এই নিয়ম-নীতি উপজাতি সংস্কৃতির এক অনন্য ঐতিহ্য বহন করে চলেছে । গুজরাতের এই তিনটি গ্রামের ইষ্ট দেবতাকে সম্মান জানাতেই বর নিজের বিয়েতে উপস্থিত থাকেন না ।

Hyderabad, May 27 (ANI): Hyderabad based NGO 'Serve Needy' founder Gowtham Kumar on Sunday has achieved Universal Book of Records for serving food to more than 1000 people in a single day at three different places. First, he has served food at Gandhi Hospital, then at Rajendra Nagar and finally at Amma Nanna orphanage home in Choutuppal. While speaking to ANI, he said, "Our main motto is to inspire people and bring everyone together to work for a cause because it's everyone social responsibility." The award was presented by Universal Book of record Indian representative KV Ramana Rao and Telangana representative TM Srilatha.
Last Updated : May 27, 2019, 3:33 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.