দিল্লি, 23 মে : আমেথি থেকে হেরেছেন । কেরালার ওয়াইনাড থেকে জয় এসেছে । ব্যক্তিগত সাফল্যের হার 50-50 । আর দলের ? দায়িত্ব নিয়েও পারলেন না রাহুল গান্ধি । ফের একবার ব্যর্থ । ব্যর্থতার কাঁটাছেড়া করতে গেলে তাঁর উপর আঁচড় আসবে এটা স্পষ্ট । তবে, হাল ছাড়তে নারাজ । বললেন, "ভালোবাসা দিয়েই মানুষের বিশ্বাস জিতব ।"
আজ দিল্লিতে সাংবাদিক বৈঠক করেন রাহুল গান্ধি । বলেন, "মানুষ চেয়েছে নরেন্দ্র মোদি প্রধানমন্ত্রী হোক । প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানাতে চাই । একজন ভারতীয় হিসেবে তাঁকে আমি শ্রদ্ধা করি । আমাদের মধ্যে ভাবধারার লড়াই । কেউ ঘাবড়াবেন না । ভয় পাবেন না । হারে পিছিয়ে পড়তে নেই ।"
আমেথি থেকে জয়ী হয়েছেন BJP প্রার্থী স্মৃতি ইরানি । গতবার যাকে হারিয়েছিলেন এবার তাঁর কাছেই হার । রাহুল বললেন, "ওঁকে ধন্যবাদ । আশা করব, আমেথির মানুষকে ভালোবাসা দিয়ে ভরিয়ে রাখবেন ।" ভালোবাসার প্রসঙ্গ উঠতেই রাহুল বলেন, "আগেও বলেছি । আবার বলছি । আমি ভালোবাসায় বিশ্বাস করি । এটাই আমার দর্শন । হারকে গ্রহণ করে ভালোবাসা দিয়েই মানুষের বিশ্বাস জিতব ।"