ETV Bharat / briefs

মোদিজিকে অভিনন্দন, ভালোবাসা দিয়েই ফিরব : রাহুল

আজ দিল্লিতে সাংবাদিক বৈঠক করেন রাহুল গান্ধি । বলেন, "মানুষ চেয়েছে নরেন্দ্র মোদি প্রধানমন্ত্রী হোক । প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানাতে চাই । একজন ভারতীয় হিসেবে তাঁকে আমি শ্রদ্ধা করি ।

রাহুল গান্ধি
author img

By

Published : May 23, 2019, 6:05 PM IST

দিল্লি, 23 মে : আমেথি থেকে হেরেছেন । কেরালার ওয়াইনাড থেকে জয় এসেছে । ব্যক্তিগত সাফল্যের হার 50-50 । আর দলের ? দায়িত্ব নিয়েও পারলেন না রাহুল গান্ধি । ফের একবার ব্যর্থ । ব্যর্থতার কাঁটাছেড়া করতে গেলে তাঁর উপর আঁচড় আসবে এটা স্পষ্ট । তবে, হাল ছাড়তে নারাজ । বললেন, "ভালোবাসা দিয়েই মানুষের বিশ্বাস জিতব ।"

আজ দিল্লিতে সাংবাদিক বৈঠক করেন রাহুল গান্ধি । বলেন, "মানুষ চেয়েছে নরেন্দ্র মোদি প্রধানমন্ত্রী হোক । প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানাতে চাই । একজন ভারতীয় হিসেবে তাঁকে আমি শ্রদ্ধা করি । আমাদের মধ্যে ভাবধারার লড়াই । কেউ ঘাবড়াবেন না । ভয় পাবেন না । হারে পিছিয়ে পড়তে নেই ।"

আমেথি থেকে জয়ী হয়েছেন BJP প্রার্থী স্মৃতি ইরানি । গতবার যাকে হারিয়েছিলেন এবার তাঁর কাছেই হার । রাহুল বললেন, "ওঁকে ধন্যবাদ । আশা করব, আমেথির মানুষকে ভালোবাসা দিয়ে ভরিয়ে রাখবেন ।" ভালোবাসার প্রসঙ্গ উঠতেই রাহুল বলেন, "আগেও বলেছি । আবার বলছি । আমি ভালোবাসায় বিশ্বাস করি । এটাই আমার দর্শন । হারকে গ্রহণ করে ভালোবাসা দিয়েই মানুষের বিশ্বাস জিতব ।"

দিল্লি, 23 মে : আমেথি থেকে হেরেছেন । কেরালার ওয়াইনাড থেকে জয় এসেছে । ব্যক্তিগত সাফল্যের হার 50-50 । আর দলের ? দায়িত্ব নিয়েও পারলেন না রাহুল গান্ধি । ফের একবার ব্যর্থ । ব্যর্থতার কাঁটাছেড়া করতে গেলে তাঁর উপর আঁচড় আসবে এটা স্পষ্ট । তবে, হাল ছাড়তে নারাজ । বললেন, "ভালোবাসা দিয়েই মানুষের বিশ্বাস জিতব ।"

আজ দিল্লিতে সাংবাদিক বৈঠক করেন রাহুল গান্ধি । বলেন, "মানুষ চেয়েছে নরেন্দ্র মোদি প্রধানমন্ত্রী হোক । প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানাতে চাই । একজন ভারতীয় হিসেবে তাঁকে আমি শ্রদ্ধা করি । আমাদের মধ্যে ভাবধারার লড়াই । কেউ ঘাবড়াবেন না । ভয় পাবেন না । হারে পিছিয়ে পড়তে নেই ।"

আমেথি থেকে জয়ী হয়েছেন BJP প্রার্থী স্মৃতি ইরানি । গতবার যাকে হারিয়েছিলেন এবার তাঁর কাছেই হার । রাহুল বললেন, "ওঁকে ধন্যবাদ । আশা করব, আমেথির মানুষকে ভালোবাসা দিয়ে ভরিয়ে রাখবেন ।" ভালোবাসার প্রসঙ্গ উঠতেই রাহুল বলেন, "আগেও বলেছি । আবার বলছি । আমি ভালোবাসায় বিশ্বাস করি । এটাই আমার দর্শন । হারকে গ্রহণ করে ভালোবাসা দিয়েই মানুষের বিশ্বাস জিতব ।"

Puducherry, May 23 (ANI): Lieutenant Governor of Puducherry Kiran Bedi on Thursday congratulated Prime Minister Narendra Modi for the victory in Lok Sabha elections. She said, "Plenty of congratulation for such a convincing victory. Country like India, more than a billion people need very strong leadership, a stable government with a vision ahead. We all look forward to his leadership now," said Bedi. The LS polls were held in 7 phases from April 11 to May 19 across the country. According to Election Commission of India, 67.11 per cent voters exercised their right to franchise, which is highest turnout in Lok Sabha polls since Independence.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.