ETV Bharat / briefs

অলিম্পিকের প্রস্তুতির মধ্যেও উচ্চমাধ্যমিকে প্রথম বিভাগে উত্তীর্ণ হিমা

অহমিয়ায় লেটার পেয়ে উচ্চমাধ্যমিকে প্রথম বিভাগে পাশ করেছেন হিমা দাস ।

হিমা দাস
author img

By

Published : May 26, 2019, 11:54 AM IST

গুয়াহাটি, 26 মে : উচ্চমাধ্যমিক পরীক্ষায় প্রথম বিভাগে পাশ করলেন অ্যাথলিট হিমা দাস । 500-তে 349 পেয়েছেন তিনি ।

লক্ষ্য টোকিও অলিম্পিক । সেজন্য উচ্চমাধ্যমিক পরীক্ষার এক মাস আগেও তুরস্কে ট্রেনিং করছিলেন হিমা । পরীক্ষার 15 দিন আগে বাড়ি ফিরে প্রস্তুতি শুরু করেন । গতকাল রেজ়াল্ট বের হয় । অহমিয়ায় 84, অ্যাডভাসন্ড অহমিয়ায় 60, রাষ্ট্রবিজ্ঞানে 75, এডুকেশন ও ভূগোলে 67 করে পেয়েছেন হিমা ।

Hima Das
হিমার রেজ়াল্ট

রেজ়াল্টের পর হিমার বাবা রঞ্জিত দাস বলেন, "ট্রেনিং-এ ব্যস্ত থাকা সত্ত্বেও হিমা প্রথম বিভাগে পাশ করেছে । আমরা খুব খুশি । এবার ট্র্যাকে নিজের সেরাটা দেওয়ার সময় হিমার । " যদিও পরীক্ষার আগে হিমার প্রস্তুতি নিয়ে খানিকটা চিন্তিত ছিলেন গুয়াহাটিতে হিমার কোচ নবজিৎ মালাকার । তিনি বলেন, "2020 সালের অলিম্পিকের পর হিমাকে আমরা পরীক্ষা বসার পরামর্শ দিয়েছিলাম । কিন্তু, হিমা বলেছিল, এখন না করলে আরও দেরি হবে । আর শিক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ । "

গুয়াহাটি, 26 মে : উচ্চমাধ্যমিক পরীক্ষায় প্রথম বিভাগে পাশ করলেন অ্যাথলিট হিমা দাস । 500-তে 349 পেয়েছেন তিনি ।

লক্ষ্য টোকিও অলিম্পিক । সেজন্য উচ্চমাধ্যমিক পরীক্ষার এক মাস আগেও তুরস্কে ট্রেনিং করছিলেন হিমা । পরীক্ষার 15 দিন আগে বাড়ি ফিরে প্রস্তুতি শুরু করেন । গতকাল রেজ়াল্ট বের হয় । অহমিয়ায় 84, অ্যাডভাসন্ড অহমিয়ায় 60, রাষ্ট্রবিজ্ঞানে 75, এডুকেশন ও ভূগোলে 67 করে পেয়েছেন হিমা ।

Hima Das
হিমার রেজ়াল্ট

রেজ়াল্টের পর হিমার বাবা রঞ্জিত দাস বলেন, "ট্রেনিং-এ ব্যস্ত থাকা সত্ত্বেও হিমা প্রথম বিভাগে পাশ করেছে । আমরা খুব খুশি । এবার ট্র্যাকে নিজের সেরাটা দেওয়ার সময় হিমার । " যদিও পরীক্ষার আগে হিমার প্রস্তুতি নিয়ে খানিকটা চিন্তিত ছিলেন গুয়াহাটিতে হিমার কোচ নবজিৎ মালাকার । তিনি বলেন, "2020 সালের অলিম্পিকের পর হিমাকে আমরা পরীক্ষা বসার পরামর্শ দিয়েছিলাম । কিন্তু, হিমা বলেছিল, এখন না করলে আরও দেরি হবে । আর শিক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ । "


New Delhi, May 25 (ANI): While addressing National Democratic Alliance (NDA) leaders at the Parliamentary meeting, Bharatiya Janata Party (BJP) president Amit Shah thanked all selected MPs and said, "I thank all the allies and the MPs who have unanimously chosen NDA's leader Narendra Modi as the new Prime Minister of the country." NDA elected Narendra Modi as its leader at the Parliamentary meeting on Saturday.

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.