ETV Bharat / briefs

আইনজীবীদের কর্মবিরতিতে থমকে DA মামলা, চিন্তায় সরকারি কর্মচারীরা - SAT

লাগাতার কর্মবিরতিতে থমকে DA মামলা । কবে সেই কর্মবিরতি উঠবে এবং DA মামলার শুনানি হবে তা নিয়ে চিন্তিত সরকারি কর্মচারীরা ।

ফাইল ফোটো
author img

By

Published : May 18, 2019, 10:15 PM IST

কলকাতা, 18 মে : আইনজীবীদের কর্মবিরতির জেরে থেমে রয়েছে DA মামলা । স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইবুনালে (SAT) বাতিল হয়েছে DA মামলার তিনটি গুরুত্বপূর্ণ শুনানি । আইনজীবীদের অনির্দিষ্টকালের এই কর্মবিরতি উঠে আবার কবে DA মামলার শুনানি হবে তার দিকে তাকিয়ে রয়েছেন সরকারি কর্মচারীরা ।

25 এপ্রিল শেষ শুনানি হয়েছিল SAT-এ । তারপর 2 মে, 8 মে ও 15 মে মামলার শুনানির দিন ঠিক হয়েছিল । কিন্তু আইনজীবীদের অনির্দিষ্টিকালের কর্মবিরতির জন্য পরপর সেই তিনটি শুনানি বাতিল হয়েছে । 22 মে DA মামলার আরেকটি শুনানির দিন ঠিক করা হয়েছে । তবে সেদিন শুনানি হবে কি না তা নিয়ে সংশয়ে রয়েছেন রাজ্য সরকারি কর্মচারীরা । DA মামলার মূল আবেদনকারী তথা কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ়ের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় প্রশ্ন তোলেন, "যদি সারা রাজ্যে আপনারা কর্মবিরতি করে থাকেন, তাহলে আপনাদের মামলটা হাইকোর্টে কেন উঠছে । তাহলে সাধারণ মানুষের দোষ কোথায় ।"

25 এপ্রিল হাওড়া আদালতের আইনজীবীদের সঙ্গে পৌরনিগমের কর্মচারীদের সংঘর্ষ হয়েছিল । সেই ঘটনার প্রতিবাদে কর্মবিরতি পালন করছেন আইনজীবীরা । কবে সেই কর্মবিরতি উঠবে এবং DA মামলার শুনানি হবে তা নিয়ে চিন্তিত সরকারি কর্মচারীরা ।

কলকাতা, 18 মে : আইনজীবীদের কর্মবিরতির জেরে থেমে রয়েছে DA মামলা । স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইবুনালে (SAT) বাতিল হয়েছে DA মামলার তিনটি গুরুত্বপূর্ণ শুনানি । আইনজীবীদের অনির্দিষ্টকালের এই কর্মবিরতি উঠে আবার কবে DA মামলার শুনানি হবে তার দিকে তাকিয়ে রয়েছেন সরকারি কর্মচারীরা ।

25 এপ্রিল শেষ শুনানি হয়েছিল SAT-এ । তারপর 2 মে, 8 মে ও 15 মে মামলার শুনানির দিন ঠিক হয়েছিল । কিন্তু আইনজীবীদের অনির্দিষ্টিকালের কর্মবিরতির জন্য পরপর সেই তিনটি শুনানি বাতিল হয়েছে । 22 মে DA মামলার আরেকটি শুনানির দিন ঠিক করা হয়েছে । তবে সেদিন শুনানি হবে কি না তা নিয়ে সংশয়ে রয়েছেন রাজ্য সরকারি কর্মচারীরা । DA মামলার মূল আবেদনকারী তথা কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ়ের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় প্রশ্ন তোলেন, "যদি সারা রাজ্যে আপনারা কর্মবিরতি করে থাকেন, তাহলে আপনাদের মামলটা হাইকোর্টে কেন উঠছে । তাহলে সাধারণ মানুষের দোষ কোথায় ।"

25 এপ্রিল হাওড়া আদালতের আইনজীবীদের সঙ্গে পৌরনিগমের কর্মচারীদের সংঘর্ষ হয়েছিল । সেই ঘটনার প্রতিবাদে কর্মবিরতি পালন করছেন আইনজীবীরা । কবে সেই কর্মবিরতি উঠবে এবং DA মামলার শুনানি হবে তা নিয়ে চিন্তিত সরকারি কর্মচারীরা ।

Intro:কলকাতা, ১৮ মে : উকিলদের লাগাতার কর্মবিরতিতে কারণে থমকে রয়েছে ডি এ মামলা। স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালে বাতিল হয়েছে ডি এ মামলার পর পর তিনটি গুরুত্বপূর্ণ শুনানি। এর ফলে চরম বিড়ম্বনায় পড়েছেন রাজ্য সরকারি কর্মচারীরা। উকিলদের অনির্দিষ্টকালের এই কর্মবিরতি উঠে আবার ডিএ মামলার শুনানি কবে হবে কার্যত সে দিকেই তাঁকিয়ে রয়েছেন সরকারি কর্মচারীদের অধিকাংশ। Body:গত মাসের ২৫ এপ্রিল ডি এ মামলার শেষ শুনানি হয়েছিল স্ট্রেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালে । তার পর থেকে মামলার পর পর তিনটি গুরুত্বপূর্ণ শুনানির দিন ধার্য হয়। এগুলি হল যথাক্রমে, ২ মে, ৮ মে এবং ১৫ মে । উকিলদের কর্মবিরতি চলার কারণে পর পর তিনটি শুনানি বাতিল হয়। আগামী ২২ মে ফের ডিএ মামলার শুনানি হওয়ার কথা রয়েছে। তবে সেটি আদৌ হবে কিনা তা নিয়ে রীতিমতো সংশয়ে রয়েছেন রাজ্য সরকারি কর্মচারীরা। আগামী সপ্তাহে উকিলদের কর্মবিরতি ওঠার কথা রয়েছে। যদি ওই সময়ের মধ্যে কর্মবিরতি না ওঠে, তাহলে আবারও বাতিল হবে শুনানি। রাজ্য সরকারি কর্মচারীরা চাইছেন না, কোনরকম ভাবে তাঁদের মামলা ঝুলে থাকুক। ডি এ মামলার মূল আবেদনকারী তথা স্টেট গভর্নমেন্ট অফ কনফেডারেশন এমপ্লয়ীজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় প্রশ্ন তোলেন, 'কর্মবিরতির কারণে সমস্ত মামলা যদি ঝুলে থাকে তাহলে উকিলদের নিজেদের মামলা কোর্টে উঠছে কেন ? আগে মোট ৭২ দিন সময় নষ্ট হয়েছে। এবারে লাগাতার কর্ম বিরতির কারণে আরও দিন নষ্ট হচ্ছে। সামনের শুনানির দিনটির দিকেই তাঁকিয়ে রয়েছি আমরা।'Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.