ETV Bharat / briefs

নোটিশ ছাড়াই বাতিল পরীক্ষা, বিক্ষোভ অভিভাবকদের

আগাম নোটিশ ছাড়াই ষষ্ঠ ও অষ্টম শ্রেণির শারীরশিক্ষা ও কর্মশিক্ষার পরীক্ষা বাতিল হওয়ায় স্কুলের গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখালেন অভিভাবকরা ।

বিক্ষোভ অভিভাবকদের
author img

By

Published : May 4, 2019, 11:08 PM IST

Updated : May 4, 2019, 11:59 PM IST

শিলিগুড়ি, 4 মে : আগাম কোনও নোটিশ ছাড়াই ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণি অবধি শারীরশিক্ষা ও কর্মশিক্ষার পরীক্ষা বাতিল করা হয়েছে । তাই স্কুলের গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখালেন অভিভাবক সহ ছাত্ররা । শিলিগুড়ি বয়েজ় হাইস্কুলের ঘটনা । অন্যদিকে, ঘূর্ণিঝড় ফণী ও গরমের ছুটিকে কেন্দ্র করে একটানা দু'মাস স্কুল বন্ধ রাখার প্রতিবাদে আজ জেলা বিদ্যালয় পরিদর্শকের কার্যালয়েও বিক্ষোভ দেখান তারা । শিলিগুড়ি থানার পুলিশ ঘটনাস্থানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ।

শুনুন বক্তব্য়

পূর্ব নির্ধারিত সূচি অনুসারে আজ শিলিগুড়ি বয়েজ় হাইস্কুলের ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণির ছাত্রদের কর্মশিক্ষা ও শারীরশিক্ষা পরীক্ষা ছিল । স্কুলের তরফে পরীক্ষা বাতিলের আগাম কোনও নির্দেশিকা জারি হয়নি । অন্যদিকে, ফণীর জেরে সমস্ত স্কুলগুলি বন্ধ রাখার নির্দেশিকা থাকলেও এই স্কুলটি অবশ্য আজ খোলা ছিল । যদিও স্কুলের তরফে বেলার দিকে একটি নোটিশ ঝোলানো হয় । তাতে উল্লেখ করা হয়েছে, "ওড়িশা ও বাংলায় ফণীর প্রলয় দাপটে নিহতদের সম্মান জানাতে আজ ও আগামীকালের সমস্ত পরীক্ষা বাতিল করা হল ।"

সুব্রত রায় নামে এক অভিভাবক বলেন, "কোনও নোটিশ ছাড়াই পরীক্ষা বাতিল করা হয়েছে । আগাম কোনও কিছু না জানিয়ে এইভাবে পরীক্ষা বাতিল করা উচিত হয়নি । রাজ্য শিক্ষা দপ্তর আমাদের ছেলেদের ভবিষ্যৎ নিয়ে ছেলেখেলা করছে । অন্যদিকে, ফণী ও গরমের ছুটিকে সামনে রেখে দুই মাস ছুটি ঘোষণা করেছে শিক্ষা দপ্তর । কিন্তু একটানা দুই মাস কেন তা বুঝে উঠতে পারছি না । এটা কখনই মেনে নেওয়া যায় না । যদি দু'মাসের ছুটির নির্দেশিকা বাতিল না হয় তাহলে জেলা স্কুল পরিদর্শকের অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখাব ।" অন্যদিকে, এই বিষয়ে শিলিগুড়ি বয়েজ় হাইস্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ক্ষিতিশ বর্মা বলেন, "আমরা যেভাবে নির্দেশিকা পেয়েছি সেভাবেই কাজ করছি । আপাতত সরকারি নিয়ম মেনে দুই মাস বন্ধ থাকবে স্কুল । দুই মাস বাদেই বাতিল হওয়া এই পরীক্ষার দিন স্থির হবে ।"

শিলিগুড়ি, 4 মে : আগাম কোনও নোটিশ ছাড়াই ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণি অবধি শারীরশিক্ষা ও কর্মশিক্ষার পরীক্ষা বাতিল করা হয়েছে । তাই স্কুলের গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখালেন অভিভাবক সহ ছাত্ররা । শিলিগুড়ি বয়েজ় হাইস্কুলের ঘটনা । অন্যদিকে, ঘূর্ণিঝড় ফণী ও গরমের ছুটিকে কেন্দ্র করে একটানা দু'মাস স্কুল বন্ধ রাখার প্রতিবাদে আজ জেলা বিদ্যালয় পরিদর্শকের কার্যালয়েও বিক্ষোভ দেখান তারা । শিলিগুড়ি থানার পুলিশ ঘটনাস্থানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ।

শুনুন বক্তব্য়

পূর্ব নির্ধারিত সূচি অনুসারে আজ শিলিগুড়ি বয়েজ় হাইস্কুলের ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণির ছাত্রদের কর্মশিক্ষা ও শারীরশিক্ষা পরীক্ষা ছিল । স্কুলের তরফে পরীক্ষা বাতিলের আগাম কোনও নির্দেশিকা জারি হয়নি । অন্যদিকে, ফণীর জেরে সমস্ত স্কুলগুলি বন্ধ রাখার নির্দেশিকা থাকলেও এই স্কুলটি অবশ্য আজ খোলা ছিল । যদিও স্কুলের তরফে বেলার দিকে একটি নোটিশ ঝোলানো হয় । তাতে উল্লেখ করা হয়েছে, "ওড়িশা ও বাংলায় ফণীর প্রলয় দাপটে নিহতদের সম্মান জানাতে আজ ও আগামীকালের সমস্ত পরীক্ষা বাতিল করা হল ।"

সুব্রত রায় নামে এক অভিভাবক বলেন, "কোনও নোটিশ ছাড়াই পরীক্ষা বাতিল করা হয়েছে । আগাম কোনও কিছু না জানিয়ে এইভাবে পরীক্ষা বাতিল করা উচিত হয়নি । রাজ্য শিক্ষা দপ্তর আমাদের ছেলেদের ভবিষ্যৎ নিয়ে ছেলেখেলা করছে । অন্যদিকে, ফণী ও গরমের ছুটিকে সামনে রেখে দুই মাস ছুটি ঘোষণা করেছে শিক্ষা দপ্তর । কিন্তু একটানা দুই মাস কেন তা বুঝে উঠতে পারছি না । এটা কখনই মেনে নেওয়া যায় না । যদি দু'মাসের ছুটির নির্দেশিকা বাতিল না হয় তাহলে জেলা স্কুল পরিদর্শকের অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখাব ।" অন্যদিকে, এই বিষয়ে শিলিগুড়ি বয়েজ় হাইস্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ক্ষিতিশ বর্মা বলেন, "আমরা যেভাবে নির্দেশিকা পেয়েছি সেভাবেই কাজ করছি । আপাতত সরকারি নিয়ম মেনে দুই মাস বন্ধ থাকবে স্কুল । দুই মাস বাদেই বাতিল হওয়া এই পরীক্ষার দিন স্থির হবে ।"

Intro:আবাসিকদের জোড়ালো কান্নায় গেট ভেঙ্গে হোমে ঢুকল স্থানীয়রা, পুলিশে অভিযোগ জানাল হোম কতৃপক্ষ!

শিলিগুড়ি, ২০ এপ্রিলঃ আজ সন্ধ্যেবেলা আচমকাই হোমের দুই আবাসিক কান্না জুড়ে দেয়৷ এরপর একে একে বাকীরাও তাদের সঙ্গ দিতে শুরু করে। ঘটনায় স্থানীয়রা দিকবিদিকশুন্য হয়ে সদর গেট ভেঙ্গে বলপূর্বক হোমের ভেতরে ঢুকে পড়েন। ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ায় হাকিমপাড়া এলাকায় সিনির হোম চত্বরে। পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে মোতায়েন হয় পুলিশ।

জানা গিয়েছে, এদিন সন্ধ্যে আড়ে আটটার পর ওই হোমের আবাসিকেরা আচমকাই হোমের উপরতলায় উঠে জালানা খুলে কান্নাকাটি জুড়ে দেন। চিৎকার করে জানাতে থাকে তাদের বলপূর্বক আটকে রাখা হয়েছে। তাদের বাড়ি যেতে দেওয়া হচ্ছে না। হোমের তরফে তাদের অত্যাচার করা হয়। এরই সাথে চলে বাঁধ ভাঙ্গা কান্না। আবাসিকদের কান্নায় হতচকিত হয়ে ওঠেন স্থানীয়রা। এরপরেই স্থানীয়রা একজোট হয়ে হোমের সদর গেট ভেঙ্গে ভেতরে ঢুকে হইহুল্লোড় জুড়ে দেন। এরপরেই হোমের তরফে পুলিশে খবর দেওয়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে ওই এলাকায় নাইট প্রেট্রোলিং এর ব্যবস্থা করা হয়।

হোমের একাংশ আবাসিকরা জানান তাদের ওপর অত্যাচার করা হয়েছে৷ তাদের জোর করে আটকে রাখা হয়েছে।

যদিও এবিষয়ে ওই হোমের প্রজেক্ট কো অর্ডিনেটর দেবযানী দে ভৌমিক বলেন, এদিন এক মেয়ে অসুস্থ হয়ে পড়ায় তাকে আমরা হাসপাতালে নিয়ে যাই। এরপরেই নেপালের দুই মেয়ে কান্না জুড়ে দেয়। তাদের সাথে আরও কিছু মেয়ে কান্না করতে থাকে। অন্যদিকে, এদিন সন্ধ্যের সময় এক নাবালিকের মা এক গাড়ি লোক নিয়ে দেখা করতে আসে মেয়ের সাথে। তাদের ফিরয়ে দেওয়া হলেও পরে তারা গেট ভাংচুর করে। তাদের সাথে জুড়ে গিয়েছিল কিছু স্থানীয়রা। আমরা বিষয়টি পুলিশে জানাব। তিনি আরও বলেন কাউকে জোর করে আটকানো হয় না। সবটাই নিয়ম মেনে হয়। সরকারীভাবে নির্দেশিকা এলে আমরা মেয়েদের তাদের পরিবারের হাতে তুলে দেই।

Body:.Conclusion:.
Last Updated : May 4, 2019, 11:59 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.