ETV Bharat / briefs

6 মাসে সরকার পড়বে, ফের ভোট দিতে হবে : দিলীপ

2021 সালের বিধানসভা ভোটের আগেই সরকার পড়ে যাবে । আগামী 6 মাসের মধ্যে ভোট হবে ।

দিলীপ ঘোষ
author img

By

Published : Jun 2, 2019, 8:18 PM IST

Updated : Jun 2, 2019, 8:34 PM IST

দুর্গাপুর, 2 জুন : লোকসভা ভোটের ফল বেরোনোর পর থেকেই তৃণমূল কংগ্রেস ছেড়ে BJP-তে যোগের হিড়িক পড়েছে । এমন কী দলত্যাগ রুখতে বৈঠকও করতে হয়েছে তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে । কিন্তু, দলত্যাগের জল্পনাতে ইতি পড়েনি । উলটে আজ সেই গুঞ্জন আরও উসকে দিয়েছেন মুকুল রায় । বলেন, "আমার সঙ্গে কমপক্ষে 40-50 জন বিধায়ক যোগাযোগ রাখছেন ।" রাজনৈতিক মহলের ধারণা, এই ধারা চলতে থাকলে এগিয়ে আসতে পারে রাজ্যের বিধানসভা ভোট । আজ সেই জল্পনাকে উসকে দিলেন BJP-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ । বলেন, "যেভাবে মানুষের আশীর্বাদ, বিশ্বাস বাড়ছে আমার মনে হয় আগামী 6 মাসের মধ্যেই এই সরকার পড়ে যাবে । হয়তো এই বছর শেষ হওয়ার আগে ভোট ঘোষণা হতে পারে ।"

আজ দুর্গাপুরের পাঁচমাথা মোড় থেকে ভিরিঙ্গি মোড় পর্যন্ত বিজয়যাত্রা উৎসব ছিল । সেই কর্মসূচিতে যোগ দেন দিলীপবাবু । পাঁচমাথা মোড়ের সভা থেকে তিনি বলেন, "আমি বলেছিলাম 2019 সালে হাফ ও 2021 সালে সাফ । 2019 সালে প্রায় হাফ হয়ে গেছে । আরও কয়েকটি আসন জিততাম । মারপিট করে ভয় দেখিয়ে নিয়ে নেওয়া হয়েছে । লোকসভা অনুযায়ী, আমরা 129টি বিধানসভায় এগিয়ে রয়েছি । যেভাবে মানুষের আশীর্বাদ, বিশ্বাস বাড়ছে আমার মনে হয় আগামী 6 মাসের মধ্যেই এই সরকার পড়ে যাবে। হয়তো এই বছর শেষ হওয়ার আগে ভোট ঘোষণা হতে পারে । আরও একবার লাইনে দাঁড়িয়ে একবার ভোটাধিকার প্রয়োগ করে পশ্চিমবঙ্গের এই পরিবর্তনের পরিত্রাণকে সফল করার জন্য আপনাদের পরিশ্রম করতে হবে । "

ভিডিয়োয় শুনুন বক্তব্য

দিলীপবাবু দাবি করেন, রাজ্যে ক্ষমতায় থাকার যোগ্যতা নেই তৃণমূলের। তিনি বলেন, "যারা শিশু, বালি, কয়লা, গোরু পাচার বন্ধ করতে পারে না তাদের আর দরকার নেই । যে সরকার মানুষের পেটে ভাত দিতে পারে না, মানুষের গণতান্ত্রিক অধিকার হরণ করে নিয়েছে সেই সরকার আর নয় । "

দুর্গাপুর, 2 জুন : লোকসভা ভোটের ফল বেরোনোর পর থেকেই তৃণমূল কংগ্রেস ছেড়ে BJP-তে যোগের হিড়িক পড়েছে । এমন কী দলত্যাগ রুখতে বৈঠকও করতে হয়েছে তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে । কিন্তু, দলত্যাগের জল্পনাতে ইতি পড়েনি । উলটে আজ সেই গুঞ্জন আরও উসকে দিয়েছেন মুকুল রায় । বলেন, "আমার সঙ্গে কমপক্ষে 40-50 জন বিধায়ক যোগাযোগ রাখছেন ।" রাজনৈতিক মহলের ধারণা, এই ধারা চলতে থাকলে এগিয়ে আসতে পারে রাজ্যের বিধানসভা ভোট । আজ সেই জল্পনাকে উসকে দিলেন BJP-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ । বলেন, "যেভাবে মানুষের আশীর্বাদ, বিশ্বাস বাড়ছে আমার মনে হয় আগামী 6 মাসের মধ্যেই এই সরকার পড়ে যাবে । হয়তো এই বছর শেষ হওয়ার আগে ভোট ঘোষণা হতে পারে ।"

আজ দুর্গাপুরের পাঁচমাথা মোড় থেকে ভিরিঙ্গি মোড় পর্যন্ত বিজয়যাত্রা উৎসব ছিল । সেই কর্মসূচিতে যোগ দেন দিলীপবাবু । পাঁচমাথা মোড়ের সভা থেকে তিনি বলেন, "আমি বলেছিলাম 2019 সালে হাফ ও 2021 সালে সাফ । 2019 সালে প্রায় হাফ হয়ে গেছে । আরও কয়েকটি আসন জিততাম । মারপিট করে ভয় দেখিয়ে নিয়ে নেওয়া হয়েছে । লোকসভা অনুযায়ী, আমরা 129টি বিধানসভায় এগিয়ে রয়েছি । যেভাবে মানুষের আশীর্বাদ, বিশ্বাস বাড়ছে আমার মনে হয় আগামী 6 মাসের মধ্যেই এই সরকার পড়ে যাবে। হয়তো এই বছর শেষ হওয়ার আগে ভোট ঘোষণা হতে পারে । আরও একবার লাইনে দাঁড়িয়ে একবার ভোটাধিকার প্রয়োগ করে পশ্চিমবঙ্গের এই পরিবর্তনের পরিত্রাণকে সফল করার জন্য আপনাদের পরিশ্রম করতে হবে । "

ভিডিয়োয় শুনুন বক্তব্য

দিলীপবাবু দাবি করেন, রাজ্যে ক্ষমতায় থাকার যোগ্যতা নেই তৃণমূলের। তিনি বলেন, "যারা শিশু, বালি, কয়লা, গোরু পাচার বন্ধ করতে পারে না তাদের আর দরকার নেই । যে সরকার মানুষের পেটে ভাত দিতে পারে না, মানুষের গণতান্ত্রিক অধিকার হরণ করে নিয়েছে সেই সরকার আর নয় । "

Intro:""আগামী 6 মাসের মধ্যে এই সরকার পড়ে যাবে। এই বছর শেষ হওয়ার আগেই হয়তো আপনাদেরকে আরও একবার ভোটের লাইনে দাঁড়াতে হবে। এই রাজ্যের পরিবর্তনের পরিত্রাণ আপনাদেরকে করতে হবে""- দুর্গাপুরে বিজয় যাত্রা উৎসবের সামিল হয়ে এমন কথা জানালেন বিজেপির রাজ্য সভাপতি তথা সাংসদ দিলীপ ঘোষ। বর্ধমান- দুর্গাপুর লোকসভা কেন্দ্রে এবার বিজেপি প্রার্থী সুরিন্দর সিং আলুওয়ালিয়া জয়লাভ করেছেন। এতদিন পর্যন্ত দিল্লিতে বিভিন্ন কাজে তারা ব্যস্ত থাকায় দুর্গাপুরে বিজয় যাত্রা উৎসব পালনে বিজেপি সাংসদ এসে উপস্থিত থাকতে পারেননি। আজ দুর্গাপুরের বেনাচিতি পাঁচ মাথা মোড় থেকে ভিরিঙ্গি মোড় পর্যন্ত বিজয় যাত্রা উৎসবের ডাক দেওয়া হয় বিজেপির পক্ষ থেকে। এই বিজয় যাত্রা উৎসবে শামিল হন সাংসদ সুরিন্দর সিং আলুওয়ালিয়া এবং দিলীপ ঘোষ। পাঁচমাথা মোড়ে একটি মঞ্চে প্রথম একটি সভা আয়োজিত হয়। সেই সভামঞ্চে বিজেপির দাবি অনুযায়ী আসানসোল ও দুর্গাপুর এর বিভিন্ন এলাকা থেকে প্রায় ১৭০০ জন তৃণমূল কংগ্রেস কর্মী গেরুয়া শিবিরে যোগ দিলেন। বহু কর্মীর হাতে বিজেপির পতাকা ধরিয়ে দিলেন সুরিন্দর সিং আলুওয়ালিয়া এবং দিলীপ ঘোষ। এরপর এই মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে দিলীপ ঘোষ বলেন আমি প্রথমেই বলেছিলাম ২০১৯ এ হাফ এবং 2021 এ সাফ। বিজেপি লোকসভা নির্বাচনে এই রাজ্যে 18 টি আসন পেয়েছে। আরো কয়েকটি আসন পেয়ে গিয়েছিল। কিন্তু মারধর জুলুমবাজি করে তা আটকে দেওয়া হয়েছে। তবে বন্ধু যেভাবে মানুষের আশীর্বাদ, বিশ্বাস এবং বিজেপির পরিবার বাড়ছে তাতে আগামী 6 মাসের মধ্যেই রাজ্য সরকার পড়ে যাবে। তখন হয়তো আরও এক বার আপনাদেরকে লাইনে দাঁড়াতে হবে। পরিবর্তনের পরিত্রান আপনাদেরকে করতে হবে।। যারা রাজ্যের নারীদেরকে সুরক্ষা দিতে পারে না, যারা শিশু পাচার রুখতে পারে না। যারা কয়লা, বালি, লোহাপাচার রুখতে পারে না, গরু পাচার রুখতে পারে না সেই তৃণমূল কংগ্রেস কে আর দরকার নেই। এই তৃণমূল আর না।"" পাঁচ মাথা মোড় থেকে ভিরিঙ্গি মোড় পর্যন্ত এই বিজয় যাত্রা উৎসবের কয়েক হাজার বিজেপি কর্মী-সমর্থক উপস্থিত ছিলেন। গেরুয়া আবীর মেখে হাতে পদ্ম ফুল নিয়ে ব্যান্ডের তালে তালে বিজেপির মহিলা কর্মীদের খুশিতে নাচতে দেখা গেল। বিজয় যাত্রা উৎসব উপলক্ষে কড়া পুলিশি পাহারা ছিল দীর্ঘ এই 4 কিলোমিটার রাস্তা জুড়ে।Body:কপিConclusion:কপি
Last Updated : Jun 2, 2019, 8:34 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.