কোচি, 10 জুলাই : কেরালা সোনাপাচার কাণ্ডে UAE দূতাবাসের প্রাক্তন মহিলা কর্মী স্বপ্না সুরেশ-সহ ধৃতদের বিরুদ্ধে দেশদ্রোহীতার মামলা দায়ের করা হয়েছে UAPA আইনের অধীনে ।
অভিযুক্ত স্বপ্না সুরেশ সোনার চোরাচালানে সরাসরি যুক্ত ছিলেন । স্বপ্না সুরেশের জামিনের আবেদনের বিরোধিতা করতে গিয়ে কেরালা হাইকোর্টে জানালেন NIA-এর আইনজীবী। তাঁর অভিযোগ, প্রাক্তন দূতাবাস কর্মী ওই মহিলা কূটনৈতিক কাগজপত্র সাজাতেন। তাই তাঁকে নিজেদের হেপাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা খুব জরুরি। বিচারপতি অশোক মেনন, জামিনের আবেদনের উপর মঙ্গলবার পর্যন্ত স্থগিতাদেশ দেন ।
প্রসঙ্গত, তিরুবনন্তপুরম আন্তর্জাতিক বিমানবন্দরে সোনা উদ্ধারের ঘটনায় গতকাল স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে NIA-কে তদন্তভার তুলে দেওয়া হয় ।
এর আগে বৃহস্পতিবার কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি দেন। রাজ্যের রাজধানীর বিমানবন্দরে কোটি কোটি টাকার সোনা বাজেয়াপ্ত হওয়ার ঘটনায় কেন্দ্রের হস্তক্ষেপ চান তিনি।
উদ্ধার হওয়া ৩০ কিলো সোনা পণ্যবাহী বিমানে আসা" কূটনৈতিক ব্যাগেজ "থেকে আটক করা হয়েছিল।