রায়গঞ্জ, 27 জুন : কৃষকদের বিক্ষোভ 34 নম্বর জাতীয় সড়কে ৷ অবরোধও করা হয় রায়গঞ্জের বারোদুয়ারি সংলগ্ন 34 নম্বর জাতীয় সড়ক ৷ রাস্তা অবরোধের জেরে বন্ধ হয়ে যায় যান চলাচল ৷ দুভোর্গে পড়তে হয় সাধারণ মানুষকেও । বিক্ষোভ সমাবেশে নেতৃত্ব দেন তৃণমূলের রায়গঞ্জ ব্লক সভাপতি মানস ঘোষ । এই ব্লকের অন্য তৃণমূল নেতারাও উপস্থিত ছিলেন ।
তৃণমূলের অবিযোগ, কেন্দ্রীয় সরকারের অপরিকল্পিত লকডাউনে অর্থনৈতিকভাবে বিপর্যস্ত কৃষিজীবীরা । সেই কারণে আজ রায়গঞ্জ ব্লক তৃণমূলের ডাকে বারোদুয়ারিতে সামাজিক দূরত্ব বজায় রেখে কৃষক বিক্ষোভ সমাবেশ হয় । 34 নম্বর জাতীয় সড়কে নিজেদের ফসল ফেলে পথ অবরোধ করা হয় ৷
বিক্ষোভ সমাবেশ থেকে কৃষকদের দাবি, সমস্তরকম কৃষিঋণ মকুব করতে হবে। পাটের সহায়ক মূল্য সাত হাজার টাকা প্রতি কুইন্টাল করতে হবে ৷ পাশাপাশি অবিলম্বে জেলায় সহায়ক মূল্যে ধান কেনা শুরু ও ভুট্টার সহায়ক ঘোষণা করে ভুট্টা ক্রয়কেন্দ্র চালু করার দাবিও জানানো হয় ৷
রায়গঞ্জ ব্লক তৃণমূল সভাপতি মানস ঘোষ অভিযোগ করে বলেন, “কেন্দ্রীয় সরকারের অপরিকল্পিত লকডাউনের জেরে আজ দেশের সমস্ত কৃষক আর্থিকভাবে বিপর্যস্ত । অবিলম্বে দেশের সমস্ত কৃষকদের সব ধরনের কৃষিঋণ কেন্দ্রীয় সরকারকে মকুব করতে হবে।”