ETV Bharat / briefs

কুশমণ্ডিতে গ্রেপ্তার ভুয়ো চিকিৎসক

এলাকায় কলকাতার নাম করা স্ত্রীরোগ বিশেষজ্ঞ বলে নিজেকে পরিচয় দিয়েছিল । কয়েকদিন আগেই তার চিকিৎসায় গ্রামবাসীদের সন্দেহ হয় । গতকাল গ্রামবাসীরা তার কাছে ডাক্তারি পাশের প্রমাণের নথিপত্র দেখতে চায় । আবু কাগজ দেখাতে অস্বীকার করে । গ্রামবাসীদের একাংশের অভিযোগ, আবুর চিকিৎসায় অনেকের মৃত্যু হয়েছে আগে । এরপরই তাদের সন্দেহ হয়েছিল । গতকাল আবু গ্রামে চিকিৎসা করতে এলে তাকে ধরে জেরা করতে থাকে গ্রামবাসীরা ।

সেই ভুয়ো চিকিৎসক
author img

By

Published : Jun 20, 2019, 11:30 PM IST

কুশমণ্ডি, 20 জুন : ভুয়ো চিকিৎসক । এই অভিযোগে এক ব্যক্তিকে পুলিশের হাতে তুলে দিল গ্রামবাসী । ওই ব্যক্তির নাম আবু বাসের মল্লিক । কুশমণ্ডি ব্লকের মানিকোর এলাকার ঘটনা । গতকাল সন্ধ্যাবেলায় এলাকার একটি ক্লাবে ওই চিকিৎসককে পুলিশের হাতে তুলে দেয় স্থানীয়রা ।

আবু, মানিকোর এলাকার একটি ক্লাব প্রাঙ্গণে বসত চিকিৎসা করার জন্য । হুগলিতে তার বাড়ি । একটি মারুতি গাড়ি নিয়ে চিকিৎসা করতে আসত । এলাকায় কলকাতার নাম করা স্ত্রীরোগ বিশেষজ্ঞ বলে নিজেকে পরিচয় দিয়েছিল । কয়েকদিন আগেই তার চিকিৎসায় গ্রামবাসীদের সন্দেহ হয় । গতকাল গ্রামবাসীরা তার কাছে ডাক্তারি পাশের প্রমাণের নথিপত্র দেখতে চায় । আবু কাগজ দেখাতে অস্বীকার করে । গ্রামবাসীদের একাংশের অভিযোগ, আবুর চিকিৎসায় অনেকের মৃত্যু হয়েছে আগে । এরপরই তাদের সন্দেহ হয়েছিল । গতকাল আবু গ্রামে চিকিৎসা করতে এলে তাকে ধরে জেরা করতে থাকে গ্রামবাসীরা । তার ডাক্তারি পাশের শংসাপত্রের প্রমাণ দেখতে চাওয়া হয় । কিন্তু তা দেখাতে না পারার পর খবর দেওয়া হয় কুশমুণ্ডি থানায় । আবু এবং তার গাড়ির চালক প্রশান্ত কোলেকে গ্রেপ্তার করা হয়েছে । বাজেয়াপ্ত করা হয় তার গাড়িটিও । এছাড়াও আবুর কাছ থেকে তার নাম ও (BHMS ) ডিগ্রি লেখা একটি প্যাড উদ্ধার করা হয়েছে । আজ ওই দু'জনকে গঙ্গারামপুর মহকুমা আদালতে তোলা হয় ।


গঙ্গারামপুর মহকুমা পুলিশ আধিকারিক জানান, কুশমণ্ডি থানা এলাকা থেকে ভুয়ো পরিচিত এক ডাক্তারকে এলাকাবাসী আটক করে রেখেছিল । তাকে গ্রেপ্তার করা হয় । ওই ব্যক্তিকে জেরা করে জানা গেছে, তার বাড়ি হুগলি এলাকায় । সারা রাজ্য ভুয়ো ডাক্তারি করে বেড়ায় সে । তার কোনও ডাক্তারি ডিগ্রি নেই বলে স্বীকার করেছে । ওই ব্যক্তি দ্বিতীয়বারের চেষ্টায় উচ্চমাধ্যমিক পাশ করে ভুয়ো ডাক্তারি শুরু করে । নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করা হয়েছে । আবু এবং তার গাড়ির চালকে ৫ দিনের পুলিশি হেপাজতের নির্দেশ দিয়েছে গঙ্গারামপুর মহকুমা আদালত । তার ভুয়ো ডাক্তারি ব্যবসার সঙ্গে আর কেউ যুক্ত আছে কি না সেই বিষয়ও জিজ্ঞাসাবাদ চলছে ।

কুশমণ্ডি, 20 জুন : ভুয়ো চিকিৎসক । এই অভিযোগে এক ব্যক্তিকে পুলিশের হাতে তুলে দিল গ্রামবাসী । ওই ব্যক্তির নাম আবু বাসের মল্লিক । কুশমণ্ডি ব্লকের মানিকোর এলাকার ঘটনা । গতকাল সন্ধ্যাবেলায় এলাকার একটি ক্লাবে ওই চিকিৎসককে পুলিশের হাতে তুলে দেয় স্থানীয়রা ।

আবু, মানিকোর এলাকার একটি ক্লাব প্রাঙ্গণে বসত চিকিৎসা করার জন্য । হুগলিতে তার বাড়ি । একটি মারুতি গাড়ি নিয়ে চিকিৎসা করতে আসত । এলাকায় কলকাতার নাম করা স্ত্রীরোগ বিশেষজ্ঞ বলে নিজেকে পরিচয় দিয়েছিল । কয়েকদিন আগেই তার চিকিৎসায় গ্রামবাসীদের সন্দেহ হয় । গতকাল গ্রামবাসীরা তার কাছে ডাক্তারি পাশের প্রমাণের নথিপত্র দেখতে চায় । আবু কাগজ দেখাতে অস্বীকার করে । গ্রামবাসীদের একাংশের অভিযোগ, আবুর চিকিৎসায় অনেকের মৃত্যু হয়েছে আগে । এরপরই তাদের সন্দেহ হয়েছিল । গতকাল আবু গ্রামে চিকিৎসা করতে এলে তাকে ধরে জেরা করতে থাকে গ্রামবাসীরা । তার ডাক্তারি পাশের শংসাপত্রের প্রমাণ দেখতে চাওয়া হয় । কিন্তু তা দেখাতে না পারার পর খবর দেওয়া হয় কুশমুণ্ডি থানায় । আবু এবং তার গাড়ির চালক প্রশান্ত কোলেকে গ্রেপ্তার করা হয়েছে । বাজেয়াপ্ত করা হয় তার গাড়িটিও । এছাড়াও আবুর কাছ থেকে তার নাম ও (BHMS ) ডিগ্রি লেখা একটি প্যাড উদ্ধার করা হয়েছে । আজ ওই দু'জনকে গঙ্গারামপুর মহকুমা আদালতে তোলা হয় ।


গঙ্গারামপুর মহকুমা পুলিশ আধিকারিক জানান, কুশমণ্ডি থানা এলাকা থেকে ভুয়ো পরিচিত এক ডাক্তারকে এলাকাবাসী আটক করে রেখেছিল । তাকে গ্রেপ্তার করা হয় । ওই ব্যক্তিকে জেরা করে জানা গেছে, তার বাড়ি হুগলি এলাকায় । সারা রাজ্য ভুয়ো ডাক্তারি করে বেড়ায় সে । তার কোনও ডাক্তারি ডিগ্রি নেই বলে স্বীকার করেছে । ওই ব্যক্তি দ্বিতীয়বারের চেষ্টায় উচ্চমাধ্যমিক পাশ করে ভুয়ো ডাক্তারি শুরু করে । নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করা হয়েছে । আবু এবং তার গাড়ির চালকে ৫ দিনের পুলিশি হেপাজতের নির্দেশ দিয়েছে গঙ্গারামপুর মহকুমা আদালত । তার ভুয়ো ডাক্তারি ব্যবসার সঙ্গে আর কেউ যুক্ত আছে কি না সেই বিষয়ও জিজ্ঞাসাবাদ চলছে ।

Intro:গ্রাম বাসীদের উদ্যোগে ধরা পড়লো ভুয়ো ডাক্তার ।।

কুশমন্ডি : 20 জুন ;-কুশমন্ডি ব্লকের মানিকোর এলাকার একটি ক্লাবে বুধবার সন্ধ্যায় ভুয়ো চিকিৎসক কে পুলিশের হাতে ধরিয়ে দিল গ্রামবাসীরা ।জানা যায় আবু বাসের মল্লিক কলকাতা শহরের হুগলি জেলা থেকে মানিকোর এলাকার একটি ক্লাব প্রাঙ্গনে বসে চিকিৎসা করার জন্য ।এই ভুয়ো চিকিৎসক বসার জন্য গ্রামবাসীদের সন্দেহ হয় ।গ্রামবাসীরা সেইভুয়ো চিকিৎসকের কাছে তার কাগজ পত্র দেখতে চাইলে সেই চিকিৎসক কাগজপত্র দেখতে অস্বীকার করে ।গ্রামবাসীদের একাংশ চাই এই সমস্ত ভুয়ো চিকিৎসক যেন এইভাবে বিভিন্ন গ্রামে গঞ্জে চিকিৎসার নামে মানুষকে না মারে ।
সেই কারণে গ্রামবাসীরা কুশমন্ডি থানায় খবর দিলে থানার পুলিশ এসে সেই ভুয়ো চিকিৎসক সহ তার একটি মরুটি গাড়ি এবং গাড়ির চালক প্রশান্ত কোলে 49,কে আটক করে ।বৃহস্পতিবার এই ভুয়ো চিকিৎসক সহ তার গাড়ির চালক কে গঙ্গারামপুর মহকুমা আদালতে তোলা হবে ।

এই বিষয়ে স্থানীয় বাসিন্দা গিরিশ সরকার জানান আমাদের গ্রামে একজন ভুয়ো চিকিৎসক কে পুলিশ ধরে নিয়ে গেছে ।এই সমস্ত ভুয়ো চিকিৎসকের শাস্তিরদাবী জানাচ্ছি ।

এই বিষয়ে কুশমন্ডি থানার ভারপ্রাপ্ত আধিকারিক মানবেন্দ্র সাহা জানান আমরা মানিকোর এলাকা থেকে এখনও ভুয়ো চিকিৎসক কে ধরেছি ।আমরা এই চিকিৎসক কে 7 দিনের রিমান্ডের জন্য চাওয়া হয়েছে ।





Body:গ্রাম বাসীদের উদ্যোগে ধরা পড়লো ভুয়ো ডাক্তার ।।

কুশমন্ডি : 20 জুন ;-কুশমন্ডি ব্লকের মানিকোর এলাকার একটি ক্লাবে বুধবার সন্ধ্যায় ভুয়ো চিকিৎসক কে পুলিশের হাতে ধরিয়ে দিল গ্রামবাসীরা ।জানা যায় আবু বাসের মল্লিক কলকাতা শহরের হুগলি জেলা থেকে মানিকোর এলাকার একটি ক্লাব প্রাঙ্গনে বসে চিকিৎসা করার জন্য ।এই ভুয়ো চিকিৎসক বসার জন্য গ্রামবাসীদের সন্দেহ হয় ।গ্রামবাসীরা সেইভুয়ো চিকিৎসকের কাছে তার কাগজ পত্র দেখতে চাইলে সেই চিকিৎসক কাগজপত্র দেখতে অস্বীকার করে ।গ্রামবাসীদের একাংশ চাই এই সমস্ত ভুয়ো চিকিৎসক যেন এইভাবে বিভিন্ন গ্রামে গঞ্জে চিকিৎসার নামে মানুষকে না মারে ।
সেই কারণে গ্রামবাসীরা কুশমন্ডি থানায় খবর দিলে থানার পুলিশ এসে সেই ভুয়ো চিকিৎসক সহ তার একটি মরুটি গাড়ি এবং গাড়ির চালক প্রশান্ত কোলে 49,কে আটক করে ।বৃহস্পতিবার এই ভুয়ো চিকিৎসক সহ তার গাড়ির চালক কে গঙ্গারামপুর মহকুমা আদালতে তোলা হবে ।

এই বিষয়ে স্থানীয় বাসিন্দা গিরিশ সরকার জানান আমাদের গ্রামে একজন ভুয়ো চিকিৎসক কে পুলিশ ধরে নিয়ে গেছে ।এই সমস্ত ভুয়ো চিকিৎসকের শাস্তিরদাবী জানাচ্ছি ।

এই বিষয়ে কুশমন্ডি থানার ভারপ্রাপ্ত আধিকারিক মানবেন্দ্র সাহা জানান আমরা মানিকোর এলাকা থেকে এখনও ভুয়ো চিকিৎসক কে ধরেছি ।আমরা এই চিকিৎসক কে 7 দিনের রিমান্ডের জন্য চাওয়া হয়েছে ।





Conclusion:গ্রাম বাসীদের উদ্যোগে ধরা পড়লো ভুয়ো ডাক্তার ।।

কুশমন্ডি : 20 জুন ;-কুশমন্ডি ব্লকের মানিকোর এলাকার একটি ক্লাবে বুধবার সন্ধ্যায় ভুয়ো চিকিৎসক কে পুলিশের হাতে ধরিয়ে দিল গ্রামবাসীরা ।জানা যায় আবু বাসের মল্লিক কলকাতা শহরের হুগলি জেলা থেকে মানিকোর এলাকার একটি ক্লাব প্রাঙ্গনে বসে চিকিৎসা করার জন্য ।এই ভুয়ো চিকিৎসক বসার জন্য গ্রামবাসীদের সন্দেহ হয় ।গ্রামবাসীরা সেইভুয়ো চিকিৎসকের কাছে তার কাগজ পত্র দেখতে চাইলে সেই চিকিৎসক কাগজপত্র দেখতে অস্বীকার করে ।গ্রামবাসীদের একাংশ চাই এই সমস্ত ভুয়ো চিকিৎসক যেন এইভাবে বিভিন্ন গ্রামে গঞ্জে চিকিৎসার নামে মানুষকে না মারে ।
সেই কারণে গ্রামবাসীরা কুশমন্ডি থানায় খবর দিলে থানার পুলিশ এসে সেই ভুয়ো চিকিৎসক সহ তার একটি মরুটি গাড়ি এবং গাড়ির চালক প্রশান্ত কোলে 49,কে আটক করে ।বৃহস্পতিবার এই ভুয়ো চিকিৎসক সহ তার গাড়ির চালক কে গঙ্গারামপুর মহকুমা আদালতে তোলা হবে ।

এই বিষয়ে স্থানীয় বাসিন্দা গিরিশ সরকার জানান আমাদের গ্রামে একজন ভুয়ো চিকিৎসক কে পুলিশ ধরে নিয়ে গেছে ।এই সমস্ত ভুয়ো চিকিৎসকের শাস্তিরদাবী জানাচ্ছি ।

এই বিষয়ে কুশমন্ডি থানার ভারপ্রাপ্ত আধিকারিক মানবেন্দ্র সাহা জানান আমরা মানিকোর এলাকা থেকে এখনও ভুয়ো চিকিৎসক কে ধরেছি ।আমরা এই চিকিৎসক কে 7 দিনের রিমান্ডের জন্য চাওয়া হয়েছে ।


For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.