কলকাতা, 24 এপ্রিল: 2005 সাল থেকে কেন্দ্রীয় সরকারের একটি প্রকল্পের অধীনে রাজ্যের বিভিন্ন স্কুলে কম্পিউটার পাঠ্যক্রম চালু হয়েছে। কিন্তু এবার রাজ্যের স্কুলগুলির জন্য নতুন সিলেবাস তৈরির উদ্যোগ নিল রাজ্য সরকার। এজন্য কাজ করছে সিলেবাস কমিটি। সূত্রের খবর, ইতিমধ্যে তৈরি হয়ে গিয়েছে পাঠ্যক্রম। সেই খসড়া পাঠ্যক্রম নিয়ে গতকাল প্রাথমিক বিদ্যালয় সংসদ ও বিভিন্ন বিশেষজ্ঞদের সঙ্গে বৈঠক করল সিলেবাস কমিটি।
সিলেবাস কমিটির চেয়ারম্যান অভীক মজুমদার বলেন, "কাজ চলছে। সিলেবাস তৈরি হচ্ছে।" খসড়া সিলেবাস প্রথম থেকে দশম শ্রেণির জন্য তৈরি করা হয়েছে । কিন্তু কোন স্তরে কীভাবে এই কম্পিউটার শিক্ষা আনা হবে, তা এখনও স্থির করা হয়নি বলে জানিয়েছেন অভীকবাবু।" গতকালের বৈঠকে ছিলেন প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারম্যান মানিক ভট্টাচার্য। তিনি বলেন, "নতুন সিলেবাস তৈরির চেষ্টা করা হচ্ছে। বিভিন্ন বিশেষজ্ঞরা বিষয়টার উপরে কাজ করেছে।"
ICT@School প্রকল্পের অধীনে ক্লাস ফাইভ থেকে টুয়েলভ পর্যন্ত কম্পিউটার শিক্ষার ব্যবস্থা রয়েছে রাজ্যের স্কুলগুলিতে। তারপরেও আলাদা সিলেবাস তৈরির উদ্দেশ্য কী? অভীকবাবু বলেন, "ICT@School খুব স্পোরাডিক। এক এক জায়গায় এক এক রকম ভাবে হয়। আর ICT হচ্ছে অন্য একটা ধরণ। বিষয়টা হল কম্পিউটারকে কীভাবে ব্যবহার করতে হয়। সরকার অন্যভাবে বিষয়টি নিয়ে আসার চেষ্টা করছে। ICT-র সঙ্গে এর কোনও সম্পর্ক নেই। আমাদের প্রথম কাজ সিলেবাস তৈরি। কবে থেকে চালু হবে তা পরে ঠিক হবে।"