ETV Bharat / briefs

দ্বিতীয় দফার ভোট শান্তিপূর্ণ হবে : বিবেক দুবে - vivek dubey

পরিস্থিতি খতিয়ে দেখতে জলপাইগুড়ি গেলেন স্পেশাল পুলিশ অবজ়ারভার বিবেক দুবে। তিনি বলেন, "কেন্দ্রীয় বাহিনী প্রয়োজনে ভোটারদের বাড়ি থেকে বুথে নিয়ে যাবে। শান্তিপূর্ণ ভোট হবে।"

বিবেক দুবে
author img

By

Published : Apr 17, 2019, 7:43 PM IST

জলপাইগুড়ি, 17 এপ্রিল : স্পেশাল পুলিশ অবজ়ারভার বিবেক দুবে আজ ভোটের পরিস্থিতি দেখতে জলপাইগুড়ি গেলেন। আগামীকাল জলপাইগুড়ি, দার্জিলিং ও রায়গঞ্জ কেন্দ্রে নির্বাচন। তার আগে আজ জলপাইগুড়িতে ভোটের পরিস্থিতি দেখলেন স্পেশাল পুলিশ অবজ়ারভার।

তিনি বলেন, "পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ডে শান্তিপূর্ণ ভোট করার জন্য এসেছি। এই ভোট মহামেলা। অনেক ফোর্স এসেছে। তিনটি লোকসভা কেন্দ্রের জন্য মোট ১৯৪ কম্পানি কেন্দ্রীয় বাহিনী এসেছে। জলপাইগুড়িতে ৮০ শতাংশ বুথে কেন্দ্রীয় বাহিনী থাকছে। ২০ শতাংশ বুথে থাকবে রাজ্য পুলিশ। সেন্ট্রাল ফোর্স মোবাইল প্যাট্রোলিং করবে। কোনও সমস্যা হলে ঘটনাস্থানে অবজ়ারভার যাবেন। এছাড়াও বিভিন্ন বুথে CCTV লাগানো হচ্ছে। আমি সবাইকে উৎসাহিত করতে এসেছি। আজ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সাথে কথা বলেছি। তাঁরা নিজেদের সমস্যার কথা জানিয়েছেন।"

দ্বিতীয় দফার নির্বাচনে রাজ্যে ৫৩৯০টি বুথ আছে। তিনটি কেন্দ্র মিলিয়ে মোট ১৮৬৮টি স্পর্শকাতর বুথ রয়েছে। উত্তর দিনাজপুরে থাকছে ৬৪ কম্পানি কেন্দ্রীয় বাহিনী। জলপাইগুড়ি জেলায় ৪৪ কম্পানি ছাড়াও মেখলিগঞ্জে থাকছে ৮ কম্পানি। জলপাইগুড়িতে রিজ়ার্ভ রয়েছে ৯ কম্পানি কেন্দ্রীয় বাহিনী। কালিম্পঙে ৯ কম্পানি, শিলিগুড়িতে ২৯ কম্পানি এবং দার্জিলিঙে ৩১ কম্পানি কেন্দ্রীয় বাহিনী থাকছে। জলপাইগুড়িতে ১৫১১ বুথে সেন্ট্রাল ফোর্স থাকবে। CCTV থাকছে ১৬৯ বুথে।

স্পেশাল পুলিশ অবজ়ারভার বিবেক দুবে বলেন, "জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রে ৯ কম্পানি কেন্দ্রীয় বাহিনী মোবাইল প্যাট্রোলিং করবে। প্রয়োজনে তাঁরা ভোটারদের বাড়ি থেকে বুথে নিয়ে যাবে। কোনও অসুবিধা নেই। শান্তিপূর্ণ ভোট হবে।"

জলপাইগুড়ি, 17 এপ্রিল : স্পেশাল পুলিশ অবজ়ারভার বিবেক দুবে আজ ভোটের পরিস্থিতি দেখতে জলপাইগুড়ি গেলেন। আগামীকাল জলপাইগুড়ি, দার্জিলিং ও রায়গঞ্জ কেন্দ্রে নির্বাচন। তার আগে আজ জলপাইগুড়িতে ভোটের পরিস্থিতি দেখলেন স্পেশাল পুলিশ অবজ়ারভার।

তিনি বলেন, "পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ডে শান্তিপূর্ণ ভোট করার জন্য এসেছি। এই ভোট মহামেলা। অনেক ফোর্স এসেছে। তিনটি লোকসভা কেন্দ্রের জন্য মোট ১৯৪ কম্পানি কেন্দ্রীয় বাহিনী এসেছে। জলপাইগুড়িতে ৮০ শতাংশ বুথে কেন্দ্রীয় বাহিনী থাকছে। ২০ শতাংশ বুথে থাকবে রাজ্য পুলিশ। সেন্ট্রাল ফোর্স মোবাইল প্যাট্রোলিং করবে। কোনও সমস্যা হলে ঘটনাস্থানে অবজ়ারভার যাবেন। এছাড়াও বিভিন্ন বুথে CCTV লাগানো হচ্ছে। আমি সবাইকে উৎসাহিত করতে এসেছি। আজ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সাথে কথা বলেছি। তাঁরা নিজেদের সমস্যার কথা জানিয়েছেন।"

দ্বিতীয় দফার নির্বাচনে রাজ্যে ৫৩৯০টি বুথ আছে। তিনটি কেন্দ্র মিলিয়ে মোট ১৮৬৮টি স্পর্শকাতর বুথ রয়েছে। উত্তর দিনাজপুরে থাকছে ৬৪ কম্পানি কেন্দ্রীয় বাহিনী। জলপাইগুড়ি জেলায় ৪৪ কম্পানি ছাড়াও মেখলিগঞ্জে থাকছে ৮ কম্পানি। জলপাইগুড়িতে রিজ়ার্ভ রয়েছে ৯ কম্পানি কেন্দ্রীয় বাহিনী। কালিম্পঙে ৯ কম্পানি, শিলিগুড়িতে ২৯ কম্পানি এবং দার্জিলিঙে ৩১ কম্পানি কেন্দ্রীয় বাহিনী থাকছে। জলপাইগুড়িতে ১৫১১ বুথে সেন্ট্রাল ফোর্স থাকবে। CCTV থাকছে ১৬৯ বুথে।

স্পেশাল পুলিশ অবজ়ারভার বিবেক দুবে বলেন, "জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রে ৯ কম্পানি কেন্দ্রীয় বাহিনী মোবাইল প্যাট্রোলিং করবে। প্রয়োজনে তাঁরা ভোটারদের বাড়ি থেকে বুথে নিয়ে যাবে। কোনও অসুবিধা নেই। শান্তিপূর্ণ ভোট হবে।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.