ETV Bharat / briefs

গরমে হাঁসফাঁস শহর, কমল ট্র্যাফিক পুলিশের ডিউটির সময় - decision has been taken to reduce the duty time of traffic police

ট্র্যাফিক পুলিশসহ কনস্টেবল, হোম গার্ড, সিভিক ভলান্টিয়রদেরও ডিউটির সময় আটঘণ্টার পরিবর্তে ছয়ঘণ্টা করার সিদ্ধান্ত নেওয়া হল । এছাড়াও তাঁদের গরমের হাত থেকে বাঁচতে একাধিক পরামর্শ দেওয়া হয়েছে ।

কমল ট্র্যাফিক পুলিশের ডিউটির সময়
author img

By

Published : May 11, 2019, 6:14 PM IST

Updated : May 11, 2019, 6:37 PM IST

কলকাতা, 11 মে : ট্র্যাফিক পুলিশের ডিউটির সময় কমানো হল । প্রবল গরমের জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে । লালবাজার সূত্রে খবর, আট ঘণ্টার পরিবর্তে তাঁদের আপাতত ছয় ঘণ্টা ডিউটি করতে হবে ।

প্রবল গরমে হাঁসফাঁস করছে শহর । চিকিৎসকরা শহরবাসীকে রাস্তায় বের না হওয়ার পরামর্শ দিচ্ছেন । কিন্তু শহরকে সচল রাখতে ট্র্যাফিক পুলিশকে কাজ করতে হয় । গরমের জন্য শুধু ট্র্যাফিক পুলিশ নয়, কনস্টেবল, হোমগার্ড, সিভিক ভলান্টিয়র- যারা রাস্তায় দাঁড়িয়ে ডিউটি করেন তাঁদের ডিউটির সময় কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে । এছাড়াও তাঁদের গরমের হাত থেকে বাঁচাতে একাধিক পরামর্শ দেওয়া হয়েছে । ইতিমধ্যেই তাঁদের গ্লুকোজ়, ছাতা ও ORS বিলি করা হয়েছে । তাঁদের পর্যাপ্ত জল খাওয়ার ও ছাতা ব্যবহারের নির্দেশ দেওয়া হয়েছে । যাতে কোনওভাবে ডিহাইড্রেশন না হয় সেদিকে নজর রাখতে বলা হয়েছে ।

এর আগেও গরমে ট্র্যাফিক পুলিশের ডিউটির সময় কমিয়ে দেওয়া হয়েছিল । সেইসময় সুরজিৎ করপুরকায়স্থ পুলিশ কমিশনার ছিলেন । প্রবল গরমে কলকাতা পুলিশের তরফে ফের এই ব্যবস্থা নেওয়া হল ।

কলকাতা, 11 মে : ট্র্যাফিক পুলিশের ডিউটির সময় কমানো হল । প্রবল গরমের জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে । লালবাজার সূত্রে খবর, আট ঘণ্টার পরিবর্তে তাঁদের আপাতত ছয় ঘণ্টা ডিউটি করতে হবে ।

প্রবল গরমে হাঁসফাঁস করছে শহর । চিকিৎসকরা শহরবাসীকে রাস্তায় বের না হওয়ার পরামর্শ দিচ্ছেন । কিন্তু শহরকে সচল রাখতে ট্র্যাফিক পুলিশকে কাজ করতে হয় । গরমের জন্য শুধু ট্র্যাফিক পুলিশ নয়, কনস্টেবল, হোমগার্ড, সিভিক ভলান্টিয়র- যারা রাস্তায় দাঁড়িয়ে ডিউটি করেন তাঁদের ডিউটির সময় কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে । এছাড়াও তাঁদের গরমের হাত থেকে বাঁচাতে একাধিক পরামর্শ দেওয়া হয়েছে । ইতিমধ্যেই তাঁদের গ্লুকোজ়, ছাতা ও ORS বিলি করা হয়েছে । তাঁদের পর্যাপ্ত জল খাওয়ার ও ছাতা ব্যবহারের নির্দেশ দেওয়া হয়েছে । যাতে কোনওভাবে ডিহাইড্রেশন না হয় সেদিকে নজর রাখতে বলা হয়েছে ।

এর আগেও গরমে ট্র্যাফিক পুলিশের ডিউটির সময় কমিয়ে দেওয়া হয়েছিল । সেইসময় সুরজিৎ করপুরকায়স্থ পুলিশ কমিশনার ছিলেন । প্রবল গরমে কলকাতা পুলিশের তরফে ফের এই ব্যবস্থা নেওয়া হল ।

Intro:কলকাতা, ১১ মে: প্রবল গরমে হাঁসফাঁস করছে শহর। তপ্ত দুপুরে শহরবাসীকে রাস্তা এড়িয়ে চলতে পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। কিন্তু ওঁরা কাজ করেন। তপ্ত দুপুরেও দাঁড়িয়ে থাকেন রাস্তায়। শহরকে সচল রাখতে। ওরা ট্রাফিক পুলিশ কর্মী। এবার তাদের প্রতি মানবিক হল কলকাতা পুলিশের কর্তারা। তাদের জন্য হলো একগুচ্ছ সিদ্ধান্ত। কমানো হল ডিউটির সময়।Body:লালবাজার সূত্রে খবর, ইতিমধ্যেই ট্রাফিকের পুলিশকর্মীদের মধ্যে গ্লুকোজ, ছাতা এবং ORS বিলি করা হয়েছে। তাদের ছাতা ব্যবহার করতে নির্দেশ দেওয়া হয়েছে। পর্যাপ্ত জল খাওয়ার জন্য পরামর্শ দেওয়া হয়েছে ট্রাফিক পুলিশের কনস্টেবল, হোমগার্ড এবং সিভিক ভলেন্টিয়ারদের। যাতে কোনোভাবেই ডিহাইড্রেশন না হয় সেদিকে নজর রাখতে বলা হয়েছে। কনস্টেবল হোম গার্ড এবং সিভিক ভলেন্টিয়ার্স যারা ঠায় এক জায়গায় দাঁড়িয়ে থেকে ডিউটি করেন তাদের ডিউটির সময় আধঘন্টা থেকে কমিয়ে 6 ঘন্টা করা হয়েছে বলে লালবাজার সূত্রে খবর।Conclusion:মাঠে নেমে যে পুলিশকর্মীদের ডিউটি করতে হয়, তাঁদের ক্ষেত্রে মানবিক না হলে সার্বিকভাবে পুলিশের মনোভাবের কতখানি বদল হবে, এই প্রশ্ন অনেকদিনের। তবে সংশ্লিষ্ট মহল বলছে ধীরগতিতে হলেও মনোভাবটা বদলাচ্ছে। এর আগেও একবার ট্রাফিক পুলিশের ডিউটি সময় কমিয়ে দেওয়া হয়েছিল। তখন পুলিশ কমিশনার ছিলেন সুরজিৎ কর পুরকায়স্থ। ফের একি ব্যবস্থা নেওয়া হলো পুলিশের পক্ষ থেকে।
Last Updated : May 11, 2019, 6:37 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.