ETV Bharat / briefs

মালদায় ক্যানাল থেকে দুই যুবকের মৃতদেহ উদ্ধার - malda medical college and hospital

মালদায় ক্যানাল থেকে দুই যুবকের দেহ উদ্ধার হয় । পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে । তদন্ত করে তাদের পরিচয় জানতে পারে । পেশায় তারা টোটোচালক । বাড়ি মালদা শহরের উত্তর বালুচর এলাকায় ।

পুলিশ দেহ উদ্ধার করছে
author img

By

Published : May 4, 2019, 11:43 PM IST

Updated : May 4, 2019, 11:56 PM IST

মালদা, 4 মে : ক্যানাল থেকে উদ্ধার দুই যুবকের মৃতদেহ । পুরোনো মালদার ডিসকো মোড় সংলগ্ন এলাকার ঘটনা । পুলিশ এসে মৃতদেহ দুটি উদ্ধার করে ।

আজ সকালে স্থানীয় বাসিন্দারা পুরোনো মালদার ডিসকো মোড় সংলগ্ন এলাকায় একটি আমবাগানের ক্যানালে দুই যুবকের মৃতদেহ দেখতে পায় । ঘটনাস্থানে একটি ছুরিও পড়ে থাকতে দেখা যায় । খবর পেয়ে ঘটনাস্থানে আসে মালদা থানার পুলিশ । এলাকায় পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে ঘটনাস্থান থেকে মৃতদেহ নিয়ে যেতে বাধা দেয় স্থানীয় বাসিন্দারা । পরে মালদা থানার পুলিশ মৃতদেহ দুটি উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে পাঠায় । পুলিশ জানিয়েছে মৃতদের নাম কিরণজিৎ চৌধুরি, ওরফে শুভ (21) ও উজ্জ্বল চৌধুরি (19) । তাদের বাাড়ি মালদা শহরের উত্তর বালুচর এলাকায় ।

শুনুন বক্তব্য

স্থানীয় দুই বাসিন্দা সুদীপ মণ্ডল ও জয়ন্ত মণ্ডল বলেন, "এর আগেও এই এলাকায় খুন হয়েছে । মালদা থানার পুলিশ এলাকায় কোনও কাজ করছে না । এলাকায় চুরি-ছিনতাইয়ের মতো ঘটনা বেড়েই চলেছে । অথচ পুলিশ প্রশাসন কোনও পদক্ষেপ নিচ্ছে না । পুলিশ শুধুমাত্র মোটরবাইক ধরছে আর চালান কাটছে ।" DSP শ্যামল মণ্ডল বলেন, "এলাকায় দুই যুবকের মৃতদেহ উদ্ধার হয়েছে । তারা দুজনেই টোটোচালক । কিন্তু তাদের টোটোর কোনো হদিশ পাওয়া যায়নি । টোটো ছিনতাইবাজরাই খুন করেছে বলে মনে করা হচ্ছে ।" স্থানীয় বাসিন্দাদের পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, "এলাকায় প্রায়সই অভিযান চালানো হয় । কয়েকদিন আগেও কয়েকজন দুষ্কৃতীকে গ্রেপ্তার করা হয়েছে ।"

মালদা, 4 মে : ক্যানাল থেকে উদ্ধার দুই যুবকের মৃতদেহ । পুরোনো মালদার ডিসকো মোড় সংলগ্ন এলাকার ঘটনা । পুলিশ এসে মৃতদেহ দুটি উদ্ধার করে ।

আজ সকালে স্থানীয় বাসিন্দারা পুরোনো মালদার ডিসকো মোড় সংলগ্ন এলাকায় একটি আমবাগানের ক্যানালে দুই যুবকের মৃতদেহ দেখতে পায় । ঘটনাস্থানে একটি ছুরিও পড়ে থাকতে দেখা যায় । খবর পেয়ে ঘটনাস্থানে আসে মালদা থানার পুলিশ । এলাকায় পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে ঘটনাস্থান থেকে মৃতদেহ নিয়ে যেতে বাধা দেয় স্থানীয় বাসিন্দারা । পরে মালদা থানার পুলিশ মৃতদেহ দুটি উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে পাঠায় । পুলিশ জানিয়েছে মৃতদের নাম কিরণজিৎ চৌধুরি, ওরফে শুভ (21) ও উজ্জ্বল চৌধুরি (19) । তাদের বাাড়ি মালদা শহরের উত্তর বালুচর এলাকায় ।

শুনুন বক্তব্য

স্থানীয় দুই বাসিন্দা সুদীপ মণ্ডল ও জয়ন্ত মণ্ডল বলেন, "এর আগেও এই এলাকায় খুন হয়েছে । মালদা থানার পুলিশ এলাকায় কোনও কাজ করছে না । এলাকায় চুরি-ছিনতাইয়ের মতো ঘটনা বেড়েই চলেছে । অথচ পুলিশ প্রশাসন কোনও পদক্ষেপ নিচ্ছে না । পুলিশ শুধুমাত্র মোটরবাইক ধরছে আর চালান কাটছে ।" DSP শ্যামল মণ্ডল বলেন, "এলাকায় দুই যুবকের মৃতদেহ উদ্ধার হয়েছে । তারা দুজনেই টোটোচালক । কিন্তু তাদের টোটোর কোনো হদিশ পাওয়া যায়নি । টোটো ছিনতাইবাজরাই খুন করেছে বলে মনে করা হচ্ছে ।" স্থানীয় বাসিন্দাদের পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, "এলাকায় প্রায়সই অভিযান চালানো হয় । কয়েকদিন আগেও কয়েকজন দুষ্কৃতীকে গ্রেপ্তার করা হয়েছে ।"

Intro:Body:উত্তর মালদার চাঁচল বিধানসভা কেন্দ্রের কলিগ্রাম উচ্চ বালিকা বিদ্যালয়ের 173 নম্বর বুথে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ উঠল শাসকদলের বিরুদ্ধে। সেই ঘটনাকে ক্যামেরাবন্দী করতে যান এক বিজেপি কর্মী সাগর রায়। অভিযোগ, সেই সময় তাকে ব্যাপক মারধর করে ধারালো অস্ত্র দিয়ে মাথায় কোপ মারা হয়। ওই বিজেপি কর্মী বর্তমানে চাঁচল মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন।Conclusion:
Last Updated : May 4, 2019, 11:56 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.