ETV Bharat / briefs

দান্তেওয়াড়ায় নিকেশ এক মাওবাদী, উদ্ধার প্রচুর অস্ত্র

পুলিশের ধারণা, গুলির লড়াইয়ে আরও কয়েকজন মাওবাদীর দেহ জঙ্গলে পড়ে রয়েছে

ছবিটি প্রতীকী
author img

By

Published : May 8, 2019, 11:52 AM IST

দান্তেওয়াড়া, 8 মে : দান্তেওয়াড়ায় এক মাওবাদীকে খতম করল নিরাপত্তাবাহিনী । ঘটনাস্থান থেকে একটি ইনসাস রাইফেল, একটি 12 বোর আগ্নেয়াস্ত্র সহ বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার করা হয়েছে ।

আজ ভোর পাঁচটা নাগাদ আরানপুর থানার গন্দেরাস জঙ্গলে ডিস্ট্রিক্ট রিজ়ার্ভ ফোর্স ও স্পেশাল টাস্ক ফোর্সের সঙ্গে মাওবাদীদের গুলির লড়াই শুরু হয় । পরে নিরাপত্তাবাহিনী এক মহিলা মাওবাদীর মৃতদেহ উদ্ধার করে ।

ডেপুটি ইন্সপেক্টর জেনেরাল (অ্যান্টি নকশাল অপারেশন) সুন্দরাজ পি বলেন, "এক মহিলা মাওবাদীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে । আরও কয়েকজন মাওবাদীর দেহ জঙ্গলে পড়ে রয়েছে বলে মনে করা হচ্ছে । তবে, আমরা তাদের দেহ উদ্ধার করতে পারিনি । "

দান্তেওয়াড়া, 8 মে : দান্তেওয়াড়ায় এক মাওবাদীকে খতম করল নিরাপত্তাবাহিনী । ঘটনাস্থান থেকে একটি ইনসাস রাইফেল, একটি 12 বোর আগ্নেয়াস্ত্র সহ বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার করা হয়েছে ।

আজ ভোর পাঁচটা নাগাদ আরানপুর থানার গন্দেরাস জঙ্গলে ডিস্ট্রিক্ট রিজ়ার্ভ ফোর্স ও স্পেশাল টাস্ক ফোর্সের সঙ্গে মাওবাদীদের গুলির লড়াই শুরু হয় । পরে নিরাপত্তাবাহিনী এক মহিলা মাওবাদীর মৃতদেহ উদ্ধার করে ।

ডেপুটি ইন্সপেক্টর জেনেরাল (অ্যান্টি নকশাল অপারেশন) সুন্দরাজ পি বলেন, "এক মহিলা মাওবাদীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে । আরও কয়েকজন মাওবাদীর দেহ জঙ্গলে পড়ে রয়েছে বলে মনে করা হচ্ছে । তবে, আমরা তাদের দেহ উদ্ধার করতে পারিনি । "

Purba Medinipur (West Bengal), May 08 (ANI): The convoy of Bharatiya Janata Party (BJP) leaders Dilip Ghosh and Himanta Biswa Sarma were attacked in West Bengal's Purba Medinipur. BJP has alleged hand of Trinamool Congress in the incident. Dilip Ghosh is the president of BJP's West Bengal unit and Himanta Biswa Sarma is the Finance Minister in Assam government.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.