ETV Bharat / briefs

নারদকাণ্ডে আবার তলব মির্জ়াকে

বর্ধমানের প্রাক্তন পুলিশ সুপার এইচ এম এস মির্জ়াকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করল CBI ।

নারদকাণ্ডে মির্জ়াকে তলব করল CBI
author img

By

Published : Jun 5, 2019, 12:18 PM IST

Updated : Jun 5, 2019, 8:33 PM IST

কলকাতা, 5 জুন : সারদার পর এবার নারদ । ED-র পর এবার সক্রিয় হল CBI । আবার তলব করা হল এস এম এইচ মির্জ়াকে । বর্ধমানের প্রাক্তন পুলিশ সুপার মির্জ়া নারদ মামলায় অন্যতম অভিযুক্ত । তাঁকে আগামীকাল নিজাম প্যালেসে তলব করা হয়েছে বলে CBI সূত্রে খবর ।

2014 সালের লোকসভা নির্বাচনের আগে ফাঁদ পাতেন ম্যাথু স্যামুয়েল । অভিযোগ, সেই ফাঁদে পা দেন মির্জ়া । স্টিং অপারেশনের ফুটেজে দেখা যায় , হাফপ্যান্ট পরে আছেন তিনি । আড্ডার ভঙ্গিতে চলছে কথা । নানা তথ্য দিচ্ছেন তৃণমূল সম্পর্কেও । দাবি করছেন, বাংলার শাসকদলের হয়ে টাকা তোলেন তিনি । এমন কী দলের হয়ে কত টাকা তুলেছেন সেটাও উল্লেখ করতে ভোলেননি । ফুটেজে দেখা যায়, হাতে টাকাও নিচ্ছেন তিনি । টাকার বিনিময়ে ব্যবসায়িক সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দেন ওই IPS অফিসার । পরে অবশ্য মির্জ়া দাবি করেন, তাঁকে ফাঁসানো হয়েছে । তিনি টাকা নেননি ।

এই ঘটনা নিয়ে 2017 সালে তাঁকে জেরা করেছিল CBI । কিন্তু আরও নতুন কয়েকটি বিষয় উঠে এসেছে বলে CBI সূত্রে খবর । আর তাই তাঁকে ফের জেরার প্রয়োজন বলে দাবি তদন্তকারীদের । আগামীকাল তিনি নিজ়াম প্যালেসে হাজির হন কি না সেটাই এখন দেখার ।

কলকাতা, 5 জুন : সারদার পর এবার নারদ । ED-র পর এবার সক্রিয় হল CBI । আবার তলব করা হল এস এম এইচ মির্জ়াকে । বর্ধমানের প্রাক্তন পুলিশ সুপার মির্জ়া নারদ মামলায় অন্যতম অভিযুক্ত । তাঁকে আগামীকাল নিজাম প্যালেসে তলব করা হয়েছে বলে CBI সূত্রে খবর ।

2014 সালের লোকসভা নির্বাচনের আগে ফাঁদ পাতেন ম্যাথু স্যামুয়েল । অভিযোগ, সেই ফাঁদে পা দেন মির্জ়া । স্টিং অপারেশনের ফুটেজে দেখা যায় , হাফপ্যান্ট পরে আছেন তিনি । আড্ডার ভঙ্গিতে চলছে কথা । নানা তথ্য দিচ্ছেন তৃণমূল সম্পর্কেও । দাবি করছেন, বাংলার শাসকদলের হয়ে টাকা তোলেন তিনি । এমন কী দলের হয়ে কত টাকা তুলেছেন সেটাও উল্লেখ করতে ভোলেননি । ফুটেজে দেখা যায়, হাতে টাকাও নিচ্ছেন তিনি । টাকার বিনিময়ে ব্যবসায়িক সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দেন ওই IPS অফিসার । পরে অবশ্য মির্জ়া দাবি করেন, তাঁকে ফাঁসানো হয়েছে । তিনি টাকা নেননি ।

এই ঘটনা নিয়ে 2017 সালে তাঁকে জেরা করেছিল CBI । কিন্তু আরও নতুন কয়েকটি বিষয় উঠে এসেছে বলে CBI সূত্রে খবর । আর তাই তাঁকে ফের জেরার প্রয়োজন বলে দাবি তদন্তকারীদের । আগামীকাল তিনি নিজ়াম প্যালেসে হাজির হন কি না সেটাই এখন দেখার ।

Bhopal (Madhya Pradesh), Jun 05 (ANI): People celebrated Eid-ul-Fitr with great zest and zeal across the country on Wednesday. Devotees offered namaz during the occasion. Meanwhile, Chief Minister of Madhya Pradesh Kamal Nath along with Indian National Congress (INC) leader Digvijaya Singh and actor Raza Murad attended the Eidgah festival in Bhopal. Eid-ul-Fitr is celebrated to mark the end of holy month of Ramadan.
Last Updated : Jun 5, 2019, 8:33 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.