ETV Bharat / briefs

ভাতারে আগ্নেয়াস্ত্র-সহ গ্রেপ্তার BJP কর্মী, ছড়ালো রাজনৈতিক উত্তেজনা - তৃণমূল

প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র-সহ ব্যক্তিকে গ্রেপ্তার করাকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তেজনা ছড়াল ভাতারে । ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে একটি লোডেড আগ্নেয়াস্ত্র ।

Bjp worker arrested with arms at bhatar
Bjp worker arrested with arms at bhatar
author img

By

Published : Oct 1, 2020, 4:59 PM IST

ভাতার, 1 অক্টোবর : প্রকাশ্যে অস্ত্র নিয়ে ঘোরার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো পূর্ব বর্ধমানের ভাতারে ।

ধৃতের নাম রাজকিশোর ভট্টাচার্য । বাড়ি ভাতার থানার এরুয়ার গ্রামে । তার কাছ থেকে উদ্ধার হয়েছে একটি লোডেড আগ্নেয়াস্ত্র । পুলিশ হেপাজতের আবেদন জানিয়ে আজ তাকে বর্ধমান আদালতে তোলা হয় ।

ভাতারের তৃণমূল নেতা মানগোবিন্দ অধিকারীর অভিযোগ, ধৃত ব্যক্তি লাল-পদ্ম নামে পরিচিত । আগে CPI(M) করত, এখন BJP করছে । ইতিপূর্বে তার বিরুদ্ধে গ্রামে বোমাবাজি করার অভিযোগও ওঠে । গ্রাম দখল করাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়াচ্ছে BJP ।

যদিও BJP-র পূর্ব বর্ধমান জেলার সহ-সভাপতি প্রবাল রায় জানান, BJP কর্মী রাজকিশোর ভট্টাচার্যকে মিথ্যা অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে । সর্বত্র এভাবেই পুলিশ এবং তৃণমূল যৌথভাবে BJP কর্মীদের ফাঁসাচ্ছে । তবে এভাবে দীর্ঘদিন চলতে পারে না । এর যোগ্য জবাব দেওয়ার সময় এসে গেছে ।

ভাতার, 1 অক্টোবর : প্রকাশ্যে অস্ত্র নিয়ে ঘোরার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো পূর্ব বর্ধমানের ভাতারে ।

ধৃতের নাম রাজকিশোর ভট্টাচার্য । বাড়ি ভাতার থানার এরুয়ার গ্রামে । তার কাছ থেকে উদ্ধার হয়েছে একটি লোডেড আগ্নেয়াস্ত্র । পুলিশ হেপাজতের আবেদন জানিয়ে আজ তাকে বর্ধমান আদালতে তোলা হয় ।

ভাতারের তৃণমূল নেতা মানগোবিন্দ অধিকারীর অভিযোগ, ধৃত ব্যক্তি লাল-পদ্ম নামে পরিচিত । আগে CPI(M) করত, এখন BJP করছে । ইতিপূর্বে তার বিরুদ্ধে গ্রামে বোমাবাজি করার অভিযোগও ওঠে । গ্রাম দখল করাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়াচ্ছে BJP ।

যদিও BJP-র পূর্ব বর্ধমান জেলার সহ-সভাপতি প্রবাল রায় জানান, BJP কর্মী রাজকিশোর ভট্টাচার্যকে মিথ্যা অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে । সর্বত্র এভাবেই পুলিশ এবং তৃণমূল যৌথভাবে BJP কর্মীদের ফাঁসাচ্ছে । তবে এভাবে দীর্ঘদিন চলতে পারে না । এর যোগ্য জবাব দেওয়ার সময় এসে গেছে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.