ETV Bharat / briefs

সন্দেশখালি নিয়ে কেন্দ্রে রিপোর্ট পাঠাবে BJP

BJP-র অভিযোগ, তৃণমূল সন্ত্রাস চালাচ্ছে । তা নিয়ে কেন্দ্রের কাছে তারা রিপোর্ট পাঠাবে ।

প্রতিনিধিদল
author img

By

Published : Jun 7, 2019, 5:52 AM IST

সন্দেশখালি, 7 জুন : ভোটের ফল বেরোনোর পর থেকে রাজনৈতিক হিংসার শিকার সন্দেশখালি । BJP-কে ভোট দেওয়ায় দলীয় কর্মীদের উপর হামলার অভিযোগ ওঠে তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে । গতকাল সেখানে যান তিন BJP সাংসদ সুভাষ সরকার, সৌমিত্র খাঁ ও শান্তনু ঠাকুর। তাঁরা জানান, সন্দেশখালি নিয়ে কেন্দ্রে রিপোর্ট পাঠানো হবে ।

ভোটের ফল বেরোনোর পর সন্দেশখালির শিথলিয়া, খুলনা সহ বেশ কয়েকটি গ্রামের BJP কর্মী-সমর্থকদের উপর হামলার অভিযোগ ওঠে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে । তারপর থেকে বাড়িছাড়া প্রায় 50 জন BJP কর্মী । গতকাল এলাকা পরিদর্শনে যান সুভাষ সরকার, সৌমিত্র খাঁ ও শান্তনু ঠাকুর । কথা বলেন এলাকার BJP কর্মী-সমর্থকদের সঙ্গে ।

সন্দেশখালি নিয়ে কেন্দ্রীয় সরকারের কাছে রিপোর্ট পাঠানো হবে বলে জানান BJP সাংসদরা । সুভাষবাবু বলেন, "রাজ্যজুড়ে সন্ত্রাস চলছে । তৃণমূল ভাবছে, ভোটের পরও সন্ত্রাস করে মানুষকে নিজেদের সঙ্গে রাখতে পারবে । কিন্তু, তা কোনওমতে সম্ভব নয় । তৃণমূল যত সন্ত্রাস করছে, তত মানুষ BJP-র কাছে আসছে । আমরা কেন্দ্রের কাছে রিপোর্ট পাঠাব । "

সন্দেশখালি, 7 জুন : ভোটের ফল বেরোনোর পর থেকে রাজনৈতিক হিংসার শিকার সন্দেশখালি । BJP-কে ভোট দেওয়ায় দলীয় কর্মীদের উপর হামলার অভিযোগ ওঠে তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে । গতকাল সেখানে যান তিন BJP সাংসদ সুভাষ সরকার, সৌমিত্র খাঁ ও শান্তনু ঠাকুর। তাঁরা জানান, সন্দেশখালি নিয়ে কেন্দ্রে রিপোর্ট পাঠানো হবে ।

ভোটের ফল বেরোনোর পর সন্দেশখালির শিথলিয়া, খুলনা সহ বেশ কয়েকটি গ্রামের BJP কর্মী-সমর্থকদের উপর হামলার অভিযোগ ওঠে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে । তারপর থেকে বাড়িছাড়া প্রায় 50 জন BJP কর্মী । গতকাল এলাকা পরিদর্শনে যান সুভাষ সরকার, সৌমিত্র খাঁ ও শান্তনু ঠাকুর । কথা বলেন এলাকার BJP কর্মী-সমর্থকদের সঙ্গে ।

সন্দেশখালি নিয়ে কেন্দ্রীয় সরকারের কাছে রিপোর্ট পাঠানো হবে বলে জানান BJP সাংসদরা । সুভাষবাবু বলেন, "রাজ্যজুড়ে সন্ত্রাস চলছে । তৃণমূল ভাবছে, ভোটের পরও সন্ত্রাস করে মানুষকে নিজেদের সঙ্গে রাখতে পারবে । কিন্তু, তা কোনওমতে সম্ভব নয় । তৃণমূল যত সন্ত্রাস করছে, তত মানুষ BJP-র কাছে আসছে । আমরা কেন্দ্রের কাছে রিপোর্ট পাঠাব । "

sample description

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.