ETV Bharat / briefs

বাকড়ায় BJP-কর্মীদের মারধর - cadre

স্থানীয় মহিলাদের অভিযোগ, তাঁদের দিকে ইট-পাটকেল ছোড়ে তৃণমূল কংগ্রেস সমর্থকরা । মারধরও করা হয় । পূর্ব পরিকল্পিত ভাবেই আক্রমণ চালানো হয়েছে । পঞ্চায়েত প্রধানের কাছে অভিযোগ জানানো হলেও তিনি কোনও ব্যবস্থা নেননি ।

আক্রান্ত BJP কর্মীরা
author img

By

Published : Jun 24, 2019, 2:33 PM IST

হাওড়া, 24 জুন : একাধিক BJP কর্মীকে মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে । ঘটনাটি হাওড়ার বাকড়া এলাকার । স্থানীয় দু'জন ব্যক্তির মধ্যে ঝামেলাকে কেন্দ্র করে সমস্যার সূত্রপাত। অভিযোগ, তৃণমূলের কয়েকজন স্থানীয় নেতা ও বাকড়া পঞ্চায়েতের প্রধান সেই ঝামেলায় হস্তক্ষেপ করে । মারধর করা হয় কয়েকজনকে । তারা প্রত্যেকেই এলাকায় BJP কর্মী বলে পরিচিত । ঘটনায় জখম হন কয়েকজন। তারা BJP-তে যোগ দিয়েছেন বলেই এই আক্রমণ বলে অভিযোগ আক্রান্তদের । যদিও পালটা পার্টি অফিস ভাঙচুরের অভিযোগ এনেছে তৃণমূল ।

এলাকার এক BJP সমর্থক কাকন দে বলেন, "গতরাতে একটি ছোটো ব্যাপার নিয়ে কথাকাটাকাটি হয় একজন ছেলের সঙ্গে । ওই ছেলেটিকে ব্যাপক মারধর করা হয় । আমরা তখন এখানে ছিলাম । দু'তিনজন ছেলে এসে ওকে আবার মারধর করে । আমরা এখানে এসে ওকে ডাক্তারের কাছে নিয়ে যাই । ফিরে এসে এখানে ঝামেলা মিটমাটের আলোচনা করি । হঠাৎ দেখি তৃণমূলের কর্মী-সমর্থকরা এমনকী প্রধানও এসে আমাদের সঙ্গে একটা ঝামেলা বাধানোর চেষ্টা করে । আমরা সেই ঝামেলা এখানে মেটানোর চেষ্টা করছিলাম । ওরা প্রচণ্ডভাবে ঠেলাঠেলি করে । আস্তে আস্তে ঝামেলা মিটেও যাচ্ছিল । হঠাৎ করে আবার 300-400 ছেলে এসে আমাদের মারতে শুরু করে । ইট, পাথর ছুড়তে শুরু করে । আমরা আত্মরক্ষার জন্য এদিক ওদিক পালানোর চেষ্টা করি । কিন্তু পালাতে পারিনি । আমার মাথায় আঘাত করে, বেধড়ক মেরেছে । আরও অনেকে আহত হয়েছেন । মহিলাদের শ্লীলতাহানির চেষ্টা করা হয়েছে ।" কারা মেরেছে? সেই প্রশ্নের উত্তরে তিনি বলেন, "তৃণমূলের কর্মী-সমর্থকরাই আমাদের মারধর করেছে । তৃণমূলের নেতারা কোনও প্রতিবাদ করেনি । আটকাবার চেষ্টাও করেনি । আমরা আগে CPI(M)-এর সমর্থক ছিলাম । এখন আমরা সদ্য BJP-তে যোগ দিয়েছি । সেইটাই তৃণমূলের কর্মী-সমর্থকদের রাগ । ওই জন্যই আমাদের মারধর করা হল ।"

স্থানীয় মহিলাদের অভিযোগ, তাঁদের দিকে ইট-পাটকেল ছোড়ে তৃণমূল কংগ্রেস সমর্থকরা । মারধরও করা হয় । পূর্ব পরিকল্পিত ভাবেই আক্রমণ চালানো হয়েছে । পঞ্চায়েত প্রধানের কাছে অভিযোগ জানানো হলেও তিনি কোনও ব্যবস্থা নেননি । দু'দিন ছাড়া ছাড়া ওরা ঝামেলা করছে । পাড়াকে ঠাণ্ডা রাখতে দিচ্ছে না । ছোটো ছোটো ছেলেদের লেলিয়ে দিচ্ছে। দিনরাত হুমকি দিচ্ছে । প্রধান রঞ্জন পালও আমাদের হুমকি দিয়েছে ।

এই বিষয়ে তৃণমূলের যুবনেতা অজয়কুমার সিংয়ের বক্তব্য, "তৃণমূল কংগ্রেস কোথাও কখনও কোনওদিন হামলা করে না । হামলাকে মদতও দেয় না । পশ্চিমবঙ্গে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে আমাদের নেত্রী ডাক দিয়েছেন । আমরা সেই শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যেই আছি । আমারা এসব অন্যায় অত্যাচারের সঙ্গে কোনওদিনই জড়িত নয় । আমরা দেখতে পাচ্ছি পূর্ব পরিকল্পিতভাবে আমাদের কর্মীদের উপর আক্রমণ করা হচ্ছে । অতীতে যখন বাম ক্ষমতায় ছিল তখন আমাদের কর্মীদের উপর আক্রমণ করা হত । কোথাও বলা যাবে না আমরা BJP নেতা অথবা CPI(M) নেতার উপর অত্যাচার করেছি । কিন্তু গতকাল কোনও কিছু বুঝে ওঠার আগেই আমাদের পার্টি অফিসে আক্রমণ করা হয়েছে । সেই প্রসঙ্গে আমাদের দলের সভাপতি রঞ্জন পাল গেছিলেন সেখানকার CPI(M) নেতাকে জিজ্ঞেস করতে । কেন হঠাৎ করে পার্টি অফিসে আক্রমণ চালানো হল তা জানতে চান তিনি । ওই CPI(M) নেতা জানান তিনি বিষয়টি জানেন না । তিনি জানান যাঁরাই করে থাকুক তাঁর ওখানকার কোনও সমর্থক যদি এই কাজ করে থাকে তবে তা খুবই নিন্দনীয় । অন্যায় কাজ ।" এছাড়াও এলাকার কয়েকজন মহিলাকে নিগ্রহের অভিযোগ উঠেছে । সেই বিষয়ে তিনি বলেন, "CCTV ফুটেজ চেক করে নেওয়া হোক । এরকম কোনও প্রমাণ নেই । যদি একটা নারীর উপরও অত্যাচার হয় তবে আমাদের যা শাস্তি দেওয়া হবে মেনে নেব ।"

হাওড়া, 24 জুন : একাধিক BJP কর্মীকে মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে । ঘটনাটি হাওড়ার বাকড়া এলাকার । স্থানীয় দু'জন ব্যক্তির মধ্যে ঝামেলাকে কেন্দ্র করে সমস্যার সূত্রপাত। অভিযোগ, তৃণমূলের কয়েকজন স্থানীয় নেতা ও বাকড়া পঞ্চায়েতের প্রধান সেই ঝামেলায় হস্তক্ষেপ করে । মারধর করা হয় কয়েকজনকে । তারা প্রত্যেকেই এলাকায় BJP কর্মী বলে পরিচিত । ঘটনায় জখম হন কয়েকজন। তারা BJP-তে যোগ দিয়েছেন বলেই এই আক্রমণ বলে অভিযোগ আক্রান্তদের । যদিও পালটা পার্টি অফিস ভাঙচুরের অভিযোগ এনেছে তৃণমূল ।

এলাকার এক BJP সমর্থক কাকন দে বলেন, "গতরাতে একটি ছোটো ব্যাপার নিয়ে কথাকাটাকাটি হয় একজন ছেলের সঙ্গে । ওই ছেলেটিকে ব্যাপক মারধর করা হয় । আমরা তখন এখানে ছিলাম । দু'তিনজন ছেলে এসে ওকে আবার মারধর করে । আমরা এখানে এসে ওকে ডাক্তারের কাছে নিয়ে যাই । ফিরে এসে এখানে ঝামেলা মিটমাটের আলোচনা করি । হঠাৎ দেখি তৃণমূলের কর্মী-সমর্থকরা এমনকী প্রধানও এসে আমাদের সঙ্গে একটা ঝামেলা বাধানোর চেষ্টা করে । আমরা সেই ঝামেলা এখানে মেটানোর চেষ্টা করছিলাম । ওরা প্রচণ্ডভাবে ঠেলাঠেলি করে । আস্তে আস্তে ঝামেলা মিটেও যাচ্ছিল । হঠাৎ করে আবার 300-400 ছেলে এসে আমাদের মারতে শুরু করে । ইট, পাথর ছুড়তে শুরু করে । আমরা আত্মরক্ষার জন্য এদিক ওদিক পালানোর চেষ্টা করি । কিন্তু পালাতে পারিনি । আমার মাথায় আঘাত করে, বেধড়ক মেরেছে । আরও অনেকে আহত হয়েছেন । মহিলাদের শ্লীলতাহানির চেষ্টা করা হয়েছে ।" কারা মেরেছে? সেই প্রশ্নের উত্তরে তিনি বলেন, "তৃণমূলের কর্মী-সমর্থকরাই আমাদের মারধর করেছে । তৃণমূলের নেতারা কোনও প্রতিবাদ করেনি । আটকাবার চেষ্টাও করেনি । আমরা আগে CPI(M)-এর সমর্থক ছিলাম । এখন আমরা সদ্য BJP-তে যোগ দিয়েছি । সেইটাই তৃণমূলের কর্মী-সমর্থকদের রাগ । ওই জন্যই আমাদের মারধর করা হল ।"

স্থানীয় মহিলাদের অভিযোগ, তাঁদের দিকে ইট-পাটকেল ছোড়ে তৃণমূল কংগ্রেস সমর্থকরা । মারধরও করা হয় । পূর্ব পরিকল্পিত ভাবেই আক্রমণ চালানো হয়েছে । পঞ্চায়েত প্রধানের কাছে অভিযোগ জানানো হলেও তিনি কোনও ব্যবস্থা নেননি । দু'দিন ছাড়া ছাড়া ওরা ঝামেলা করছে । পাড়াকে ঠাণ্ডা রাখতে দিচ্ছে না । ছোটো ছোটো ছেলেদের লেলিয়ে দিচ্ছে। দিনরাত হুমকি দিচ্ছে । প্রধান রঞ্জন পালও আমাদের হুমকি দিয়েছে ।

এই বিষয়ে তৃণমূলের যুবনেতা অজয়কুমার সিংয়ের বক্তব্য, "তৃণমূল কংগ্রেস কোথাও কখনও কোনওদিন হামলা করে না । হামলাকে মদতও দেয় না । পশ্চিমবঙ্গে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে আমাদের নেত্রী ডাক দিয়েছেন । আমরা সেই শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যেই আছি । আমারা এসব অন্যায় অত্যাচারের সঙ্গে কোনওদিনই জড়িত নয় । আমরা দেখতে পাচ্ছি পূর্ব পরিকল্পিতভাবে আমাদের কর্মীদের উপর আক্রমণ করা হচ্ছে । অতীতে যখন বাম ক্ষমতায় ছিল তখন আমাদের কর্মীদের উপর আক্রমণ করা হত । কোথাও বলা যাবে না আমরা BJP নেতা অথবা CPI(M) নেতার উপর অত্যাচার করেছি । কিন্তু গতকাল কোনও কিছু বুঝে ওঠার আগেই আমাদের পার্টি অফিসে আক্রমণ করা হয়েছে । সেই প্রসঙ্গে আমাদের দলের সভাপতি রঞ্জন পাল গেছিলেন সেখানকার CPI(M) নেতাকে জিজ্ঞেস করতে । কেন হঠাৎ করে পার্টি অফিসে আক্রমণ চালানো হল তা জানতে চান তিনি । ওই CPI(M) নেতা জানান তিনি বিষয়টি জানেন না । তিনি জানান যাঁরাই করে থাকুক তাঁর ওখানকার কোনও সমর্থক যদি এই কাজ করে থাকে তবে তা খুবই নিন্দনীয় । অন্যায় কাজ ।" এছাড়াও এলাকার কয়েকজন মহিলাকে নিগ্রহের অভিযোগ উঠেছে । সেই বিষয়ে তিনি বলেন, "CCTV ফুটেজ চেক করে নেওয়া হোক । এরকম কোনও প্রমাণ নেই । যদি একটা নারীর উপরও অত্যাচার হয় তবে আমাদের যা শাস্তি দেওয়া হবে মেনে নেব ।"

Intro:একাধিক বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে হাওড়ার বাকড়ার। দুজন ব্যক্তির মধ্যে ঝামেলাকে কেন্দ্র করে সমস্যার সূত্রপাত। অভিযোগ, তৃণমূলের কিছু স্থানীয় নেতা ও বাকরা পঞ্চায়েতের প্রধান সেই ঝামেলায় হস্তক্ষেপ করে। মারধর করে কয়েকজনকে। তারা প্রত্যেকেই বিজেপি কর্মী বলে পরিচিত। ঘটনায় আহত হন বেশ কয়েকজন।তারা বিজেপিতে যোগ দিয়েছেন বলেই এই আক্রমণ বলে অভিযোগ আক্রান্তদের।পাল্টা পার্টি অফিস ভাঙচুরের অভিযোগ এনেছে তৃণমূলBody:GConclusion:

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.