কলকাতা, 17 এপ্রিল : বাংলার 42টি আসনের মধ্যে 30টিতে জিতবে। BJP-র তরফে এই দাবি করা হয়েছে। এই প্রসঙ্গে ডেরেক ও'ব্রায়েন বলেন, "BJP আগে দাবি করেছিল তারা 42টি আসনের মধ্যে 50টিতে জিতবে। BJP জানতই না বাংলায় কতগুলি আসন রয়েছে। BJP-কে স্বপ্ন দেখতে দিন। বাংলার মানুষ তৃণমূল কংগ্রেস ও মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে আছেন। 23 মে আমরা দেখব এই মানুষগুলো কোথায় লুকোয়।"
প্রসঙ্গত, দার্জিলিঙের BJP প্রার্থী রাজু সিং বিস্তা বলেছিলেন, "আমাদের সর্বভারতীয় সভাপতি অমিত শাহর বিশ্বাস, এবার বাংলায় 50টির বেশি আসন পাবে BJP।" তাঁর এই মন্তব্যের ভিডিয়ো ভাইরাল হওয়ার পর হাসির রোল পড়ে যায়। রাজনৈতিক নেতাদের টিপ্পনি, রাজ্যের লোকসভা আসন সংখ্যাই যিনি জানেন না, তিনি আবার দার্জিলিঙে জেতার স্বপ্ন দেখছেন!
BJP দাবি করেছে, তারা বাংলায় 42টি আসনের মধ্যে 30টিতে জিতবে। এই প্রসঙ্গেই ডেরেক ও'ব্রায়েন নাম না করে রাজু সিং বিস্তার প্রসঙ্গ টেনে আনেন।