ETV Bharat / briefs

BJP 30 আসন জয়ের স্বপ্ন দেখছে, দেখতে দিন : ডেরেক - election

ডেরেক ও'ব্রায়েন নাম না করে রাজু সিং বিস্তার প্রসঙ্গ টেনে বলেন, "BJP আগে দাবি করেছিল তারা 42 টি আসনের মধ্যে 50 টিতে জিতবে। BJP জানতই না বাংলায় কতগুলি আসন রয়েছে।"

ডেরেক ও'ব্রায়েন
author img

By

Published : Apr 17, 2019, 5:18 PM IST

Updated : Apr 17, 2019, 5:32 PM IST

কলকাতা, 17 এপ্রিল : বাংলার 42টি আসনের মধ্যে 30টিতে জিতবে। BJP-র তরফে এই দাবি করা হয়েছে। এই প্রসঙ্গে ডেরেক ও'ব্রায়েন বলেন, "BJP আগে দাবি করেছিল তারা 42টি আসনের মধ্যে 50টিতে জিতবে। BJP জানতই না বাংলায় কতগুলি আসন রয়েছে। BJP-কে স্বপ্ন দেখতে দিন। বাংলার মানুষ তৃণমূল কংগ্রেস ও মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে আছেন। 23 মে আমরা দেখব এই মানুষগুলো কোথায় লুকোয়।"

প্রসঙ্গত, দার্জিলিঙের BJP প্রার্থী রাজু সিং বিস্তা বলেছিলেন, "আমাদের সর্বভারতীয় সভাপতি অমিত শাহর বিশ্বাস, এবার বাংলায় 50টির বেশি আসন পাবে BJP।" তাঁর এই মন্তব্যের ভিডিয়ো ভাইরাল হওয়ার পর হাসির রোল পড়ে যায়। রাজনৈতিক নেতাদের টিপ্পনি, রাজ্যের লোকসভা আসন সংখ্যাই যিনি জানেন না, তিনি আবার দার্জিলিঙে জেতার স্বপ্ন দেখছেন!

BJP দাবি করেছে, তারা বাংলায় 42টি আসনের মধ্যে 30টিতে জিতবে। এই প্রসঙ্গেই ডেরেক ও'ব্রায়েন নাম না করে রাজু সিং বিস্তার প্রসঙ্গ টেনে আনেন।

কলকাতা, 17 এপ্রিল : বাংলার 42টি আসনের মধ্যে 30টিতে জিতবে। BJP-র তরফে এই দাবি করা হয়েছে। এই প্রসঙ্গে ডেরেক ও'ব্রায়েন বলেন, "BJP আগে দাবি করেছিল তারা 42টি আসনের মধ্যে 50টিতে জিতবে। BJP জানতই না বাংলায় কতগুলি আসন রয়েছে। BJP-কে স্বপ্ন দেখতে দিন। বাংলার মানুষ তৃণমূল কংগ্রেস ও মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে আছেন। 23 মে আমরা দেখব এই মানুষগুলো কোথায় লুকোয়।"

প্রসঙ্গত, দার্জিলিঙের BJP প্রার্থী রাজু সিং বিস্তা বলেছিলেন, "আমাদের সর্বভারতীয় সভাপতি অমিত শাহর বিশ্বাস, এবার বাংলায় 50টির বেশি আসন পাবে BJP।" তাঁর এই মন্তব্যের ভিডিয়ো ভাইরাল হওয়ার পর হাসির রোল পড়ে যায়। রাজনৈতিক নেতাদের টিপ্পনি, রাজ্যের লোকসভা আসন সংখ্যাই যিনি জানেন না, তিনি আবার দার্জিলিঙে জেতার স্বপ্ন দেখছেন!

BJP দাবি করেছে, তারা বাংলায় 42টি আসনের মধ্যে 30টিতে জিতবে। এই প্রসঙ্গেই ডেরেক ও'ব্রায়েন নাম না করে রাজু সিং বিস্তার প্রসঙ্গ টেনে আনেন।

Intro:
17-04-19

সুজয় ঘোষ, কলকাতা



কলকাতাঃ লোকসভা নির্বাচণের প্রচারে কাল রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। কাল বৃহস্পতিবার দমদম, উলুবেড়িয়া, আসানসোল, মালদা উত্তর ও মালদহ দক্ষিণে মিলিয়ে মোট ৫টি জনসভা করবেন তিনি। বিজেপি সূত্রে এই খবর জানা গিয়েছে। লোকসভা নির্বাচণের প্রচারে তার প্রথম রাজ্য সফর।


বিজেপি সূত্রে জানা গিয়েছে, দিল্লি থেকে তার রাজ্য সফরের বিষয়ে লিখিত চিঠি রাজ্য দপ্তরে এসেছে। প্রথমে সকাল ১১ টায় দমদম লোকসভা কেন্দ্রে জনসভা করবেন। এর পর উলুবেড়িয়া লোকসভা কেন্দ্রে জয় বন্দ্যোপাধ্যায় এর সমর্থনে জনসভার প্রচার সেরে তিনি হেলিকপ্টারে প্রথমে আসানসোল। সেখানে জনসভা সেরে তিনি মালদায় পৌচ্ছাবেন। সেখানে মালদা উত্তর ও দক্ষিণ লোকসভা কেন্দ্রে জনসভায় বক্তব্য রাখবে।
কেন্দ্রের হেভিওয়েট মন্ত্রীদের মধ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং এর চাহিদা সব থেকে বেশী। তাই কাল একই দিনে টানা ৩ টি জনসভা করবেন তিনি।


মালদা উত্তর লোকসভা কেন্দ্রে খগেন মুম্মূ, মালদা দক্ষিণ লোকসভা কেন্দ্রে শ্রীরূপা মিত্র চৌধুরীর ও উলুবেড়িয়া লোকসভা কেন্দ্রে জয় বন্দ্যোপাধ্যায়, আসানসোল লোকসভা কেন্দ্রে বাবুল সুপ্রিয়ের এর সমর্থনেও নির্বাচনী জনসভায় যোগ দেবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং।


বিজেপির সাধারণ সম্পাদক প্রতাপ বন্দ্যোপাধ্যায় বলেন, " কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী রাজনাথ সিং কাল ৩ টি জনসভা করার বিষয়ে ছাড়পত্র মিলেছে। আর মালদহ উত্তর ও দক্ষিণের দুটি জনসভাতেও তার যোগ দেওয়ার পরিকল্পনা আছে। কাল তার জনসভগুলিতে লক্ষাধিক মানুষের জনসমাগম হবে বলেও তিনি আশাপ্রকাশ করেন।"Body:কপিConclusion:
Last Updated : Apr 17, 2019, 5:32 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.