কলকাতা, 20 জানুয়ারি : বঙ্গ বিজেপির রাজ্য কমিটি নিয়ে ক্ষোভ এতদিন ছিলও শুধুমাত্র রাজ্যস্তরেই । রাজ্য কমিটি নিয়ে এবার এই ক্ষোভটা ক্রমশই নিচু স্তরেও পৌঁছচ্ছে (Bengal BJP Inner Conflict)। বিজেপির জেলা সভাপতি বদলের দাবিতে 5 জন বিধায়ক চিঠি দিয়েছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাকে । আগামী দিনে এই ক্ষোভ আরও বাড়বে বলেই মনে করা হচ্ছে । যেটা বিজেপির কাছে খুবই অস্বস্তির । এই নিয়ে চিন্তায় পড়েছে রাজ্যে নেতৃত্ব ।
বিজেপির সাংগঠনিক জেলার সংখ্যা 42টি । তার মধ্যে 30টি জেলায় নতুন সভাপতি করা হয়েছে । নতুন মুখ আনতে গিয়েই জেলাতেও অনেক অভিজ্ঞ ও পুরনো নেতৃত্বেকে বাদ দিতে হয় । তাই এই ক্ষোভটা জেলাস্তরে ছিলই । একদম দলের প্রথমদিন থেকে লড়াই করে আসা বহু বিজেপি নেতাকে বাদ দিতে হয় । নতুন মুখ আনতে গিয়েই এই সমস্যটা তৈরি হয় বলে মনে করা হচ্ছে ।
বিজেপি সূত্রে খবর, রাজ্য কমিটি নিয়ে একটা চাপা ক্ষোভ ছিলই । যেখানে কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর মতুয়া প্রভাবিত জেলার জেলা সভাপতি বদলের দাবি জানিয়েছেন । পাশাপাশি তাঁর দাবি, রাজ্য কমিটি ও জেলা কমিটিতে মতুয়াদের স্থান দিতে হবে । যদিও বিক্ষুব্ধ কমিটির ভাগ্য ঝুলে আছে উত্তরপ্রদেশের নির্বাচন শেষ হওয়া অবধি । বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক অমিত মালব্য জানিয়েছেন, 5 রাজ্যের নির্বাচন মিটে গেলেই বাংলার নেতাদের নিয়ে বসা হবে ।
তবে অন্তর্দ্বন্দ্ব প্রসঙ্গে এদিন এই বিষয়ে বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ বলেন, "আমাদের কোথাও কোনও বিক্ষোভ নেই । জেলায় যে সমস্যা হয়েছে, সেটা খুব শীঘ্রই মিটিয়ে নেওয়া হবে ।"
আরও পড়ুন : Bengal BJP Inner Conflict : আলাদা মঞ্চ গড়ে দাবি আদায়ের লড়াইয়ে নামছেন বিজেপির বিক্ষুব্ধরা