হায়দরাবাদ, 3 ডিসেম্বর: বছর শেষে বক্সঅফিসে তৈরি হতে চলেছে নতুন রেকর্ড ৷ নেপথ্যে আল্লু অর্জুনের পুষ্পা 2 ৷ অ্যাডভান্স বুকিং ও ট্রেড অ্যানালিস্টদের ভবিষ্যৎবাণী বলছে, এই ছবি বক্সঅফিসে নতুন ইতিহাস রচনা করতে চলেছে ৷ অনুমান করা হচ্ছে, ভারতীয় সিনেমার ইতিহাসে পুষ্পা 2 হতে চলেছে প্রথম ছবি যা প্রথমদিনেই 300 কোটির ক্লাবে ঢুকে যেতে পারে ৷
বিশ্বব্যাপী বক্স অফিস অনুমান
'পুষ্পা 2: দ্য রুল'কে ঘিরে শুধু ভারতেই নয়, বিশ্বব্যাপী প্রত্যাশার পারদ বাড়িয়ে দিয়েছে ৷ বিশেষ করে ইউনাইটেড আরব আমিরশাহী (UAE), আমেরিকা ও ব্রিটেনে (UK)-এ প্রবাসী ভারতীয়র সংখ্যা বেশি ৷ ফলে সেই সব জায়গায় এই ছবির ডিমান্ড যথেষ্ট বেশি ৷ পুষ্পা রাজের চরিত্রে আল্লু অর্জুনকে আরও একবার পর্দায় দেখতে মুখিয়ে রয়েছেন দর্শকরা ৷ মধ্যপ্রাচ্য, উত্তর আমেরিকা এবং দক্ষিণ-পূর্ব এশিয়া-সহ গুরুত্বপূর্ণ অঞ্চলগুলিতে ছবির প্রথমদিনের বক্সঅফিস কালেকশন দুর্দান্ত হবে বলে মনে করা হচ্ছে ৷
Pushpa 2 fever is here, and it’s unstoppable! 🚨🔥
— BookMyShow (@bookmyshow) December 2, 2024
1 MN+ tickets booked in advance 🙌
Grab your tickets now 🎬✨https://t.co/zbQ7XLNrCl pic.twitter.com/AyXaNEl4J7
ছবি বিশ্লেষকদের দাবি, পুষ্পা 2 অস্কারজয়ী পরিচালক রাজামৌলির 'আরআরআর' (2022) ছবির প্রথমদিনের বক্সঅফিস কালেকশন ভাঙতে পারে ৷ ওয়ার্ল্ড ওয়াইড আরআরআর প্রথমদিন আয় করেছিল 250 কোটি টাকা ৷ রিপোর্ট অনুযায়ী, গ্লোবালি পুষ্পা 2 আয় করতে পারে 300 কোটি টাকা ৷ যা ভারতীয় সিনেমায় নতুন বেঞ্চমার্ক তৈরি করবে ৷
ভারতে অ্যাডভান্স বুকিংয়ে রেকর্ড
অ্যাডভান্স বুকিংয়ে আল্লু অর্জুন-রশ্মিকা মন্দানা ও ফাওহাদ ফাসিলের ছবির টিকিট যেভাবে বিক্রি হচ্ছে তা নিঃসন্দেহে নজরকাড়া ৷ 3 ডিসেম্বর যদি অ্যাডভান্স টিকিট বুকিং দেখা হয়, তাহলে প্রথমদিনের হিসাবে 50 কোটি টাকা ইতিমধ্যেই আয় হয়ে গিয়েছে ৷ প্রভাসের কল্কি 2898 এডির পর এটি দ্বিতীয় ছবি যা অ্যাডভান্স বুকিংয়ের মাইলস্টোন ছুঁতে পেরেছে ৷
প্রথমে অনুমান করা হয়েছিল, ভারতীয় বক্সঅফিসে ছবির আয় হবে 200 কোটি টাকা, যা ইতিহাস তৈরি করে দেবে ৷ তেলেগু ভার্সনের পাশাপাশি হিন্দি ভার্সনেও ছবির টিকিট যে হারে বিক্রি হচ্ছে, তা বক্সঅফিস প্রেডিকশন বদলে দিতে পারে৷ ইতিমধ্যেই বুক মাই শো-তে 1 মিলিয়ন টিকিট বিক্রি হয়ে গিয়েছে সব ভাষা মিলিয়ে ৷
অন্ধ্রপ্রদেশ সরকারের বিশেষ সহযোগিতা
ছবির বক্সঅফিস সাফল্যে বড় ভূমিকা গ্রহণ করেছে অন্ধ্রপ্রদেশ সরকারও ৷ পুষ্পা 2 ছবির জন্য স্পেশাল টিকিটের দাম বাড়ানো হয়েছে ৷ যে কারণে অভিনেতা আল্লু অর্জুনও অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু ও ডেপুটি চিফ মিনিস্টার পবন কল্যাণকে বিশেষ ধন্যবাদ জানিয়েছেন ৷
I extend my heartfelt thanks to the Government of Andhra Pradesh for approving the ticket hike. This progressive decision demonstrates your steadfast commitment to the growth and prosperity of the Telugu film industry.
— Allu Arjun (@alluarjun) December 2, 2024
A special note of thanks to the Hon’ble @AndhraPradeshCM,…