বেলগম (কর্নাটক), 23 এপ্রিল : হৃদরোগে আক্রান্ত হয়ে কর্নাটকে মৃত্যু হল এক বুথকর্মীর । মৃত সুরেশ ভিমাপ্পা সানাডি একটি বুথে সহকারী অফিসার হিসেবে কাজ করছিলেন । বেলগম জেলার হুকেরি তালুকের কানাভিনাট্টি গ্রামের ইয়ামানাকারাডি বুথে এই ঘটনা ঘটে ।
জানা গেছে, তিনি ৯৯ নম্বর বুথের সহকারী অফিসারের দায়িত্বে ছিলেন । পেশায় আয়কর দপ্তরের গ্রামীণ সহকারী আধকারিক সুরেশ কানাভিনাট্টি গ্রামেরই বাসিন্দা ছিলেন । নিজের ভোটদানের পরই হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান । চলিত মাসের 26 তারিখ সুরেশের বিয়ের কথা ছিল ।