ETV Bharat / briefs

কর্নাটকে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু বুথকর্মীর - belgum

হৃদরোগে আক্রান্ত হয়ে কর্নাটকে মৃত্যু হল এক বুথকর্মীর । বেলগম জেলার হুকেরি তালুকের কানাভিনাট্টি গ্রামের ইয়ামানাকারাডি বুথের ঘটনা ।

author img

By

Published : Apr 23, 2019, 5:44 PM IST

বেলগম (কর্নাটক), 23 এপ্রিল : হৃদরোগে আক্রান্ত হয়ে কর্নাটকে মৃত্যু হল এক বুথকর্মীর । মৃত সুরেশ ভিমাপ্পা সানাডি একটি বুথে সহকারী অফিসার হিসেবে কাজ করছিলেন । বেলগম জেলার হুকেরি তালুকের কানাভিনাট্টি গ্রামের ইয়ামানাকারাডি বুথে এই ঘটনা ঘটে ।

জানা গেছে, তিনি ৯৯ নম্বর বুথের সহকারী অফিসারের দায়িত্বে ছিলেন । পেশায় আয়কর দপ্তরের গ্রামীণ সহকারী আধকারিক সুরেশ কানাভিনাট্টি গ্রামেরই বাসিন্দা ছিলেন । নিজের ভোটদানের পরই হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান । চলিত মাসের 26 তারিখ সুরেশের বিয়ের কথা ছিল ।

বেলগম (কর্নাটক), 23 এপ্রিল : হৃদরোগে আক্রান্ত হয়ে কর্নাটকে মৃত্যু হল এক বুথকর্মীর । মৃত সুরেশ ভিমাপ্পা সানাডি একটি বুথে সহকারী অফিসার হিসেবে কাজ করছিলেন । বেলগম জেলার হুকেরি তালুকের কানাভিনাট্টি গ্রামের ইয়ামানাকারাডি বুথে এই ঘটনা ঘটে ।

জানা গেছে, তিনি ৯৯ নম্বর বুথের সহকারী অফিসারের দায়িত্বে ছিলেন । পেশায় আয়কর দপ্তরের গ্রামীণ সহকারী আধকারিক সুরেশ কানাভিনাট্টি গ্রামেরই বাসিন্দা ছিলেন । নিজের ভোটদানের পরই হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান । চলিত মাসের 26 তারিখ সুরেশের বিয়ের কথা ছিল ।

Talcher (Odisha) Apr 23, (ANI): Union Minister for Petroleum and Natural Gas Dharmendra Pradhan cast his vote in Odisha's Talcher. He was accompanied by his wife to the polling station. Voting is underway for third phase of Lok Sabha election 2019. While talking to ANI, he said, "People of Odihsa is voting with enthusiasm in the third phase of election. I am fortunate enough to vote in the democracy. The Indian democracy has matured now. I appeal to people, to vote in large number".

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.