ETV Bharat / briefs

সারদার কথা আর কত দিন ? তোলাবাজি করত অর্জুন : মদন - arjun sing

"নির্বাচনে যখন নেমেছি জিতব বলেই নেমেছি । আর মমতা বন্দ্যোপাধ্যায় যখন পিছনে আছেন তখন বিষয়টা অরও সহজ ।" গতকাল একথা বললেন মদন মিত্র ।

ফাইল ফোটো
author img

By

Published : Apr 27, 2019, 11:30 AM IST

Updated : Apr 27, 2019, 12:42 PM IST

বিধাননগর, 27 এপ্রিল : "অর্জুন যদি দশটা ভোট পায় সেটা ওই হিন্দু হিন্দু করেই পাবে । প্রার্থী হিসেবে অর্জুনের কোনও ভোট নেই । ও হিন্দু তাস খেলছে ।" গতকাল ভাটপাড়ায় প্রচার শুরু করেই একথা বললেন মদন মিত্র । বৃহস্পতিবার সিউড়ির জনসভা থেকে ভাটপাড়া বিধানসভার উপনির্বাচনে তাঁর নাম প্রার্থী হিসেবে ঘোষণা করেন মমতা বন্দ্যোপাধ্যায় । তারপরই গতকাল CGO কমপ্লেক্সে চিটফান্ড মামলায় রুটিন হাজিরা দিয়ে বেরোনোর পর প্রচার শুরু করেন তিনি । ভাটপাড়ায় এতদিন তৃণমূল বিধায়ক ছিলেন অর্জুন সিং । চলতি লোকসভা নির্বাচনে তিনি ব্যারাকপুরের BJP প্রার্থী । তাঁর ছেড়ে যাওয়া আসনেই হচ্ছে উপনির্বাচন ।

মদন বলেন, "জাল চিটফান্ড করে লাখ লাখ লোককে সর্বস্বান্ত করে দিয়েছে । আর অর্জুন সিং যে একটা মিথ তৈরি করেছিল, আমি একা অর্জুন সিং-এর সেই মিথ ভাঙতে পারি । এবং আজ মানুষের যা সাড়া দেখলাম, আমার দেখে মনে হচ্ছে কামারহাটিতেই নির্বাচন লড়ছি । অর্জুন অবধারিত হারবে লোকসভায় । ফলে আমি, দীনেশ দা দু'জনেই থাকব । দু'জনের পক্ষে লড়াইটা আরও সহজ হয়ে গেছে ।"

জয়ের সম্ভাবনা কতটা? সাংবাদিকদের এই প্রশ্নের উত্তরে মদন বলেন, "নির্বাচনে জিতব বলেই নেমেছি । আর মমতা বন্দ্যোপাধ্যায় যখন পিছনে আছেন তখন বিষয়টা অরও সহজ । আর লড়াইটা আমার সঙ্গে নয় লড়াইটা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে । যে যেখানে প্রার্থী হোক না কেন আদতে প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায় ।" এছাড়াও, অর্জুনকে দুর্নীতিগ্রস্ত বলে তাঁর দাবি, "গত তিরিশ- চল্লিশ বছর ধরে ঘটনাচক্রে অর্জুন তৃণমূল কংগ্রেসে ছিল বা আমাদের সঙ্গে ছিল । কিন্তু ক্ষমতায় থাকার সুযোগ নিয়ে অত্যাচার করেছে । খুন, মারামারি করেছে । চটকলের শ্রমিকরা কেউ টাকা পায়নি, সরকার নির্ধারিত মাইনে পাচ্ছে না ওরা । সেটা বলতে গেলে মারধর করছে । তোলাবাজি তো রয়েছেই । সব মিলিয়ে এক চরম অবস্থা । চার মাস ধরে কেউ মিউনিসিপালিটির টাকা পায়নি, কেউ কন্যাশ্রীরও টাকা পায়নি ।

দেখুন CGO থেকে বেরিয়ে কী বললেন মদন

একসময় রাজ্যের ক্রীড়া ও পরিবহন মন্ত্রীর দায়িত্ব সামলেছেন । তারপর নাম জড়িয়েছে চিটফান্ড মামলায় । জেলেও ছিলেন বেশ কিছুদিন । মন্ত্রী থাকায় সেসময় প্রভাবশালী তকমার জন্য তাঁকে অনেকটাই বেগ পেতে হয়েছে । ফলে সেই তকমা দূর করতে ইস্তফা দেন মন্ত্রিত্ব থেকে । কিন্তু ফের ভাটপাড়া উপনির্বাচনের হাত ধকে কামব্যাক । সেক্ষেত্রে এবার সারদা-নারদ কতটা প্রভাব ফেলবে । এবিষয়ে তাঁর সাফ উত্তর, "মানুষ বেইমান নয় । সারদাই বা আর কতদিন । সীতা অগ্নিপরীক্ষা দিয়েছিল । শেষে সীতা বলেছিল পাতাল খোলো আমি পাতালে চলে যাচ্ছি । একটা মিথ্যা অভিযোগ নিয়ে প্রভাবশালী, প্রভাবশালী, প্রভাবশালী আর কতদিন চলবে । আজ পর্যন্ত টাকার কোনও খোঁজ হল না । অর্জুন সিং যাতে প্রভাবশালী তকমা কাজে লাগিয়ে এক্ষেত্রে হস্তক্ষেপ করতে না পারেন এখন সেটাই দেখার ।"

বিধাননগর, 27 এপ্রিল : "অর্জুন যদি দশটা ভোট পায় সেটা ওই হিন্দু হিন্দু করেই পাবে । প্রার্থী হিসেবে অর্জুনের কোনও ভোট নেই । ও হিন্দু তাস খেলছে ।" গতকাল ভাটপাড়ায় প্রচার শুরু করেই একথা বললেন মদন মিত্র । বৃহস্পতিবার সিউড়ির জনসভা থেকে ভাটপাড়া বিধানসভার উপনির্বাচনে তাঁর নাম প্রার্থী হিসেবে ঘোষণা করেন মমতা বন্দ্যোপাধ্যায় । তারপরই গতকাল CGO কমপ্লেক্সে চিটফান্ড মামলায় রুটিন হাজিরা দিয়ে বেরোনোর পর প্রচার শুরু করেন তিনি । ভাটপাড়ায় এতদিন তৃণমূল বিধায়ক ছিলেন অর্জুন সিং । চলতি লোকসভা নির্বাচনে তিনি ব্যারাকপুরের BJP প্রার্থী । তাঁর ছেড়ে যাওয়া আসনেই হচ্ছে উপনির্বাচন ।

মদন বলেন, "জাল চিটফান্ড করে লাখ লাখ লোককে সর্বস্বান্ত করে দিয়েছে । আর অর্জুন সিং যে একটা মিথ তৈরি করেছিল, আমি একা অর্জুন সিং-এর সেই মিথ ভাঙতে পারি । এবং আজ মানুষের যা সাড়া দেখলাম, আমার দেখে মনে হচ্ছে কামারহাটিতেই নির্বাচন লড়ছি । অর্জুন অবধারিত হারবে লোকসভায় । ফলে আমি, দীনেশ দা দু'জনেই থাকব । দু'জনের পক্ষে লড়াইটা আরও সহজ হয়ে গেছে ।"

জয়ের সম্ভাবনা কতটা? সাংবাদিকদের এই প্রশ্নের উত্তরে মদন বলেন, "নির্বাচনে জিতব বলেই নেমেছি । আর মমতা বন্দ্যোপাধ্যায় যখন পিছনে আছেন তখন বিষয়টা অরও সহজ । আর লড়াইটা আমার সঙ্গে নয় লড়াইটা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে । যে যেখানে প্রার্থী হোক না কেন আদতে প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায় ।" এছাড়াও, অর্জুনকে দুর্নীতিগ্রস্ত বলে তাঁর দাবি, "গত তিরিশ- চল্লিশ বছর ধরে ঘটনাচক্রে অর্জুন তৃণমূল কংগ্রেসে ছিল বা আমাদের সঙ্গে ছিল । কিন্তু ক্ষমতায় থাকার সুযোগ নিয়ে অত্যাচার করেছে । খুন, মারামারি করেছে । চটকলের শ্রমিকরা কেউ টাকা পায়নি, সরকার নির্ধারিত মাইনে পাচ্ছে না ওরা । সেটা বলতে গেলে মারধর করছে । তোলাবাজি তো রয়েছেই । সব মিলিয়ে এক চরম অবস্থা । চার মাস ধরে কেউ মিউনিসিপালিটির টাকা পায়নি, কেউ কন্যাশ্রীরও টাকা পায়নি ।

দেখুন CGO থেকে বেরিয়ে কী বললেন মদন

একসময় রাজ্যের ক্রীড়া ও পরিবহন মন্ত্রীর দায়িত্ব সামলেছেন । তারপর নাম জড়িয়েছে চিটফান্ড মামলায় । জেলেও ছিলেন বেশ কিছুদিন । মন্ত্রী থাকায় সেসময় প্রভাবশালী তকমার জন্য তাঁকে অনেকটাই বেগ পেতে হয়েছে । ফলে সেই তকমা দূর করতে ইস্তফা দেন মন্ত্রিত্ব থেকে । কিন্তু ফের ভাটপাড়া উপনির্বাচনের হাত ধকে কামব্যাক । সেক্ষেত্রে এবার সারদা-নারদ কতটা প্রভাব ফেলবে । এবিষয়ে তাঁর সাফ উত্তর, "মানুষ বেইমান নয় । সারদাই বা আর কতদিন । সীতা অগ্নিপরীক্ষা দিয়েছিল । শেষে সীতা বলেছিল পাতাল খোলো আমি পাতালে চলে যাচ্ছি । একটা মিথ্যা অভিযোগ নিয়ে প্রভাবশালী, প্রভাবশালী, প্রভাবশালী আর কতদিন চলবে । আজ পর্যন্ত টাকার কোনও খোঁজ হল না । অর্জুন সিং যাতে প্রভাবশালী তকমা কাজে লাগিয়ে এক্ষেত্রে হস্তক্ষেপ করতে না পারেন এখন সেটাই দেখার ।"

Intro:অর্জুন যদি দশটা ভোট পায়, সেটা হিন্দু হিন্দু করেই পাবে: মদন মিত্র

বিধাননগর, ২৬ এপ্রিল: লড়াইয়ের ময়দানে নেমেই বিস্ফোরক মদন মিত্র। ভাটপাড়া উপনির্বাচনে প্রার্থী হয়েই অর্জুন সিংহের বিরুদ্ধে একের পর এক আক্রমন শানালেন মদন মিত্র। আজ সিজিও কমপ্লেক্সে চিট ফান্ড মামলায় রুটিন হাজিরা থেকে বেরোনোর পর মদন সরাসরি অর্জুনের বিরুদ্ধে চিটফান্ডে জড়িত থাকার অভিযোগ আনেন। তিনি বলেন,"ওখানে জালাল চিটফান্ড লক্ষ লক্ষ লোককে সর্বশান্ত করে দিয়েছে অর্জুন এর নেতৃত্বে"। তিনি আরো বলেন, " অর্জুন যদি দশটা ভোট পায় সেটা ওই হিন্দু হিন্দু করেই পাবে। প্রার্থী হিসেবে অর্জুনের কোন ভোট নেই। আমরা পুজো করি। আমরা হনুমান জয়ন্তী করি। হিন্দু তাস খেলছে"।

Body:তার জয়ের সম্ভাবনা কতটা? প্রশ্নের উত্তরে মদনের জবাব, "নির্বাচনে যখন নেমেছি জিতব বলেই নেমেছি। আর মমতা বন্দ্যোপাধ্যায় যখন পেছনে আছেন আর লড়াই টা আমার সঙ্গে নয় লড়াইটা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। যে যেখানে প্রার্থী হোক না কেন আল্টিমেট প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়"।
অর্জুনকে দুর্নীতিগ্রস্ত আখ্যা দিয়ে রাজ্যের এই প্রাক্তন মন্ত্রীর সাফাই গত ত্রিশ চল্লিশ বছর ধরে ঘটনাচক্রে অর্জুন তৃণমূল কংগ্রেসের ছিল বা আমাদের সঙ্গে ছিল। কিন্তু ক্ষমতায় থাকার সুযোগ নিয়ে এত বেশি অত্যাচার করেছে মার, দাঙ্গা, খুন, তারপর চটকলের শ্রমিক কেউ টাকা পাইনি, সরকার নির্ধারিত মাইনে পাচ্ছে না বলতে গেলে মারধর করছে, তোলাবাজি। সব মিলিয়ে এক চরম অবস্থা। চার মাস ধরে কেউ মিউনিসিপ্যালিটির টাকা পায়নি, কেউ কন্যাশ্রীর টাকা পায়নি।

তিনি আরো বলেন, "অর্জুন সিং যে একটা মিথ তৈরি করেছিল। আমি একটা অর্জুন সিং সেই মিথ ভেঙে চুরমার হয়ে গেছে ।এবং আজ মানুষের যা সারা আমার দেখে মনে হচ্ছে আমি কামারহাটিতেই নির্বাচন লড়ছি। অর্জুন অবধারিত হারবে। দীনেশ দা এবং আমরা দুজনেই থাকব। দুজনের পক্ষে লড়াইটা আরও সহজ হয়ে গেছে"।

Conclusion:উপনির্বাচনে সারদা নারদা কতটা প্রভাব ফেলবে। প্রশ্নের উত্তরে মদন মিত্রর জবাব "মানুষ বেঈমান নয় আর সারদা আর কতদিন। সীতা অগ্নি পরীক্ষা দিয়েছিল লাস্টে সীতা বলেছিল পাতাল খোলো আমি পাতালে চলে যাচ্ছি। একটা মিথ্যা অভিযোগ নিয়ে প্রভাবশালী, প্রভাবশালী, প্রভাবশালী আর কতদিন চলবে। আজ পর্যন্ত টাকার কোন খোঁজ হল না। বরং প্রভাবশালী বলে যাতে ওখানে অর্জুন প্রভাব খাটাতে না পারে তার জন্য আরো বেশি ভোট পাওয়া উচিত"।
Last Updated : Apr 27, 2019, 12:42 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.