ETV Bharat / briefs

মোহনপুরে দুষ্কৃতীদের ঘুষিতে ঠোঁট ফাটল অর্জুনের, অভিযুক্ত তৃণমূল - undefined

একদল তৃণমূল কর্মী সমর্থক তাঁকে ঘিরে ফেলে । অভিযোগ, তৃণমূলের লোকজন অর্জুন সিংয়ের উপর বাঁশ ও লাঠি নিয়ে চড়াও হয় । ধস্তাধস্তিতে তাঁর মুখে চোট লাগে ।

ঠোঁট ফাটল অর্জুনের
author img

By

Published : May 6, 2019, 9:01 AM IST

Updated : May 6, 2019, 10:16 AM IST

ব্যারাকপুর, 6 মে : অর্জুন সিংকে মারধরের অভিযোগ উঠল তৃণমূল কর্মীদের বিরুদ্ধে । মোহনপুর চককাঠালিয়া আমবাগান এলাকার ঘটনা । এই পরিস্থিতিতেও তিনি এলাকা ছেড়ে যাননি । অর্জুনের অভিযোগ, কেন্দ্রীয় বাহিনীর সামনেই এই ঘটনা ঘটেছে । তারা কোনও ব্যবস্থা নেয়নি । টিটাগড় থানার IC-র সামনেই এই হামলা হয় । তিনিও কোনও ব্যবস্থা নেননি ।

দেখুন ভিডিয়ো

মোহনপুরের আমবাগান এলাকায় বিভিন্ন বুথে BJP এজেন্টকে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ ওঠে । অনেক বুথ থেকে BJP এজেন্টকে তুলে নিয়ে যাওয়া হচ্ছিল বলে অভিযোগ । খবর পেয়ে অর্জুন সিং এলাকায় যান । একদল তৃণমূল কর্মী সমর্থক তাঁকে ঘিরে ফেলে । অভিযোগ, তৃণমূলের লোকজন অর্জুন সিংয়ের উপর বাঁশ ও লাঠি নিয়ে চড়াও হয় । এই ঘটনায় তাঁর মুখে চোট লাগে ।

নিরাপত্তারক্ষীরা অর্জুন সিংকে কোনওরকমে সেখান থেকে অন্যত্র নিয়ে যায় । ঘটনাস্থানে যায় রাজ্য পুলিশ । লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে । এলাকায় সমস্ত দোকান বন্ধ করে দেওয়া হয়েছে । পুলিশ মোতায়েন রয়েছে ।

অর্জুন সিং বলেন, "রাজ্য পুলিশের সামনে BJP-র এজেন্টকে মারধর করা হয়েছে । আমার উপর হামলা হয়েছে ।"

ব্যারাকপুর, 6 মে : অর্জুন সিংকে মারধরের অভিযোগ উঠল তৃণমূল কর্মীদের বিরুদ্ধে । মোহনপুর চককাঠালিয়া আমবাগান এলাকার ঘটনা । এই পরিস্থিতিতেও তিনি এলাকা ছেড়ে যাননি । অর্জুনের অভিযোগ, কেন্দ্রীয় বাহিনীর সামনেই এই ঘটনা ঘটেছে । তারা কোনও ব্যবস্থা নেয়নি । টিটাগড় থানার IC-র সামনেই এই হামলা হয় । তিনিও কোনও ব্যবস্থা নেননি ।

দেখুন ভিডিয়ো

মোহনপুরের আমবাগান এলাকায় বিভিন্ন বুথে BJP এজেন্টকে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ ওঠে । অনেক বুথ থেকে BJP এজেন্টকে তুলে নিয়ে যাওয়া হচ্ছিল বলে অভিযোগ । খবর পেয়ে অর্জুন সিং এলাকায় যান । একদল তৃণমূল কর্মী সমর্থক তাঁকে ঘিরে ফেলে । অভিযোগ, তৃণমূলের লোকজন অর্জুন সিংয়ের উপর বাঁশ ও লাঠি নিয়ে চড়াও হয় । এই ঘটনায় তাঁর মুখে চোট লাগে ।

নিরাপত্তারক্ষীরা অর্জুন সিংকে কোনওরকমে সেখান থেকে অন্যত্র নিয়ে যায় । ঘটনাস্থানে যায় রাজ্য পুলিশ । লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে । এলাকায় সমস্ত দোকান বন্ধ করে দেওয়া হয়েছে । পুলিশ মোতায়েন রয়েছে ।

অর্জুন সিং বলেন, "রাজ্য পুলিশের সামনে BJP-র এজেন্টকে মারধর করা হয়েছে । আমার উপর হামলা হয়েছে ।"

sample description
Last Updated : May 6, 2019, 10:16 AM IST

For All Latest Updates

TAGGED:

arjun
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.