ETV Bharat / briefs

জ্যোতিপ্রিয় 20 কোটি টাকার দুর্নীতি করেছে : অর্জুন - barasat

"জ্যোতিপ্রিয়র নামে আমার কাছে অনেক ফাইল রয়েছে। সে সব এক জায়গায় করলে ওর হাইট ছাড়িয়ে যাবে।" বললেন অর্জুন

ফাইল ফোটো
author img

By

Published : Mar 26, 2019, 6:36 PM IST

Updated : Mar 26, 2019, 11:03 PM IST

বারাসত, 26 মার্চ : "জ্যোতিপ্রিয় মল্লিক 20 কোটি টাকা তছরুপ করেছে।" বারাসত কোর্টে হাজিরা দিয়ে বেরিয়ে একথা বললেন ব্যারাকপুরের BJP প্রার্থী অর্জুন সিং। রেলওয়ে অ্যাক্টে দাখিল হওয়া একটি পুরোনো মামলায় বারাসত কোর্টে হাজিরা দিতে এসেছিলেন তিনি। জ্যোতিপ্রিয় মল্লিক তাঁর বিরুদ্ধে একের পর এক অভিযোগ আনছেন সেই প্রসঙ্গে জিজ্ঞাসা করা হলে তিনি এই প্রতিক্রিয়া দেন। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, "জ্যোতিপ্রিয়র নামে আমার কাছে অনেক ফাইল রয়েছে। সে সব এক জায়গায় করলে ওর হাইট ছাড়িয়ে যাবে। নোটবন্দির সময় 40 শতাংশ ছাড়ে সরকার একটা স্কিম দিয়েছিল। তখন জ্যোতিপ্রিয় 20 কোটি টাকার দুর্নীতি করেছে।"

অর্জুনের এই অভিযোগ প্রসঙ্গে জ্যোতিপ্রিয়কে প্রশ্ন করা হলে তিনি বলেন, "অর্জুন সিং একটা অশিক্ষিত পাগল। পাগলের কথার কোনও জবাব দেব না। ওর চিকিৎসার প্রয়োজন। অর্জুন সিং সম্পর্কে কী বলব? ও পিস্তল নিয়ে ঘোরে। ও যে ভাষায় কথা বলছে, সেটা পাড়ার দাদারা বলে। গুন্ডাদের মতো কথা বলছে ও।" অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্পর্কে অর্জুন বলেছিলেন, "সোনার চামচ মুখে দিয়ে জন্মেছেন অভিষেক।" তার জবাবে জ্যোতিপ্রিয় বলেন, "অভিষেক দু'বছরে যা লড়াই করেছে, তা অর্জুন কোনওদিন করেনি। ও এতদিন বিড়াল মেরে বলেছে বাঘ মেরেছি। ওর কথার কোনও ওজন নেই।"

ভিডিয়োয় শুনুন অর্জুন ও জ্যোতিপ্রিয়র বক্তব্য

আজ বারাসতে অর্জুন সিং বলেন, "100 জন বিধায়ক BJP-তে যোগ দেবেন।" সেই প্রশ্নের জবাবে জ্যোতিপ্রিয় বলেছেন, "ওর (অর্জুন) ওজন পঞ্চাশ গ্রাম। কথা বলছে পাঁচশো গ্রাম ওজনের। BJP-তে ওর দাম পয়েন্ট জ়িরো ফাইভ।"

বারাসত, 26 মার্চ : "জ্যোতিপ্রিয় মল্লিক 20 কোটি টাকা তছরুপ করেছে।" বারাসত কোর্টে হাজিরা দিয়ে বেরিয়ে একথা বললেন ব্যারাকপুরের BJP প্রার্থী অর্জুন সিং। রেলওয়ে অ্যাক্টে দাখিল হওয়া একটি পুরোনো মামলায় বারাসত কোর্টে হাজিরা দিতে এসেছিলেন তিনি। জ্যোতিপ্রিয় মল্লিক তাঁর বিরুদ্ধে একের পর এক অভিযোগ আনছেন সেই প্রসঙ্গে জিজ্ঞাসা করা হলে তিনি এই প্রতিক্রিয়া দেন। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, "জ্যোতিপ্রিয়র নামে আমার কাছে অনেক ফাইল রয়েছে। সে সব এক জায়গায় করলে ওর হাইট ছাড়িয়ে যাবে। নোটবন্দির সময় 40 শতাংশ ছাড়ে সরকার একটা স্কিম দিয়েছিল। তখন জ্যোতিপ্রিয় 20 কোটি টাকার দুর্নীতি করেছে।"

অর্জুনের এই অভিযোগ প্রসঙ্গে জ্যোতিপ্রিয়কে প্রশ্ন করা হলে তিনি বলেন, "অর্জুন সিং একটা অশিক্ষিত পাগল। পাগলের কথার কোনও জবাব দেব না। ওর চিকিৎসার প্রয়োজন। অর্জুন সিং সম্পর্কে কী বলব? ও পিস্তল নিয়ে ঘোরে। ও যে ভাষায় কথা বলছে, সেটা পাড়ার দাদারা বলে। গুন্ডাদের মতো কথা বলছে ও।" অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্পর্কে অর্জুন বলেছিলেন, "সোনার চামচ মুখে দিয়ে জন্মেছেন অভিষেক।" তার জবাবে জ্যোতিপ্রিয় বলেন, "অভিষেক দু'বছরে যা লড়াই করেছে, তা অর্জুন কোনওদিন করেনি। ও এতদিন বিড়াল মেরে বলেছে বাঘ মেরেছি। ওর কথার কোনও ওজন নেই।"

ভিডিয়োয় শুনুন অর্জুন ও জ্যোতিপ্রিয়র বক্তব্য

আজ বারাসতে অর্জুন সিং বলেন, "100 জন বিধায়ক BJP-তে যোগ দেবেন।" সেই প্রশ্নের জবাবে জ্যোতিপ্রিয় বলেছেন, "ওর (অর্জুন) ওজন পঞ্চাশ গ্রাম। কথা বলছে পাঁচশো গ্রাম ওজনের। BJP-তে ওর দাম পয়েন্ট জ়িরো ফাইভ।"

sample description
Last Updated : Mar 26, 2019, 11:03 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.