ETV Bharat / briefs

হাথরসের এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগ, দিল্লির হাসপাতালে মৃত্যু - ফের নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উত্তরপ্রদেশে

ওই নাবালিকার বাড়ি হাথরসে । এবছর জানুয়ারিতে তার মায়ের মৃত্যু হয় । তারপর থেকেই বোনের সঙ্গে আলিগড়ে এক আত্মীয়ের বাড়িতে থাকত সে । 14 সেপ্টেম্বর সেখানে তার তুতো ভাই তাকে ধর্ষণ করে বলে অভিযোগ ।

Hathras incident
Hathras incident
author img

By

Published : Oct 6, 2020, 6:05 PM IST

Updated : Oct 6, 2020, 8:31 PM IST

হাথরস, 6 অক্টোবর : ফের ধর্ষণের ঘটনা উত্তরপ্রদেশে । এবার আলিগড় । ছ'বছরের নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠল তুতো ভাইয়ের বিরুদ্ধে । আজ দিল্লির একটি হাসপাতালে মৃত্যু হয় ওই নাবালিকার ।

ওই নাবালিকার বাড়ি হাথরসে । এবছর জানুয়ারিতে তার মায়ের মৃত্যু হয় । তারপর থেকেই বোনের সঙ্গে আলিগড়ে এক আত্মীয়ের বাড়িতে থাকত সে । 14 সেপ্টেম্বর সেখানে তার তুতো ভাই তাকে ধর্ষণ করে বলে অভিযোগ । তাকে প্রথমে আলিগড় মেডিকেল কলেজ হাসপাতালে ভরতি করা হয় ।পরে অবস্থার অবনতি হলে দিল্লির হাসপাতালে স্থানান্তরিত করা হয় তাকে ।

নাবালিকার বাবার অভিযোগ, "আলিগড় পুলিশ আমাদের বক্তব্য শুনছে না । অভিযুক্তের ভাইকে গ্রেপ্তার করেছে । সে মানসিকভাবে ভারসাম্যহীন । আমরা চাই পুলিশ মূল অভিযুক্তকে গ্রেপ্তার করুক ।" দোষীদের শাস্তির দাবিতে আজ হাথরসে বিক্ষোভে সামিল হয় নির্যাতিতার পরিবার । পথ অবরোধ করে তারা । পরিবারের তরফে জানানো হয়েছে, তাদের দাবি না মানা পর্যন্ত মৃতদেহ সৎকার করা হবে না ।

খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছায় পুলিশ । পরিবারের সঙ্গে কথা বলে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে । আলিগড়ের পুলিশ সুপার জানিয়েছেন, "নির্যাতিতার পরিবারের দাবি মতো সংশ্লিষ্ট পুলিশ অধিকারিককে সাসপেন্ড করা হয়েছে । "

হাথরস, 6 অক্টোবর : ফের ধর্ষণের ঘটনা উত্তরপ্রদেশে । এবার আলিগড় । ছ'বছরের নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠল তুতো ভাইয়ের বিরুদ্ধে । আজ দিল্লির একটি হাসপাতালে মৃত্যু হয় ওই নাবালিকার ।

ওই নাবালিকার বাড়ি হাথরসে । এবছর জানুয়ারিতে তার মায়ের মৃত্যু হয় । তারপর থেকেই বোনের সঙ্গে আলিগড়ে এক আত্মীয়ের বাড়িতে থাকত সে । 14 সেপ্টেম্বর সেখানে তার তুতো ভাই তাকে ধর্ষণ করে বলে অভিযোগ । তাকে প্রথমে আলিগড় মেডিকেল কলেজ হাসপাতালে ভরতি করা হয় ।পরে অবস্থার অবনতি হলে দিল্লির হাসপাতালে স্থানান্তরিত করা হয় তাকে ।

নাবালিকার বাবার অভিযোগ, "আলিগড় পুলিশ আমাদের বক্তব্য শুনছে না । অভিযুক্তের ভাইকে গ্রেপ্তার করেছে । সে মানসিকভাবে ভারসাম্যহীন । আমরা চাই পুলিশ মূল অভিযুক্তকে গ্রেপ্তার করুক ।" দোষীদের শাস্তির দাবিতে আজ হাথরসে বিক্ষোভে সামিল হয় নির্যাতিতার পরিবার । পথ অবরোধ করে তারা । পরিবারের তরফে জানানো হয়েছে, তাদের দাবি না মানা পর্যন্ত মৃতদেহ সৎকার করা হবে না ।

খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছায় পুলিশ । পরিবারের সঙ্গে কথা বলে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে । আলিগড়ের পুলিশ সুপার জানিয়েছেন, "নির্যাতিতার পরিবারের দাবি মতো সংশ্লিষ্ট পুলিশ অধিকারিককে সাসপেন্ড করা হয়েছে । "

Last Updated : Oct 6, 2020, 8:31 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.