ETV Bharat / briefs

আগ্নোয়াস্ত্র দেখিয়ে হুমকি , দুষ্কৃতীকে পেটালেন বাসিন্দারা - লিলুয়া

লিলুয়ার ভাগাড় এলাকায় আগ্নেয়াস্ত্র দেখিয়ে হুমকি দেয় এক দুষ্কৃতী ৷ এরপরই জনগণের মারধর চলে তার উপর ৷

প্রতিকী ছবি
author img

By

Published : Aug 18, 2019, 2:21 PM IST

লিলুয়া , 18 জুলাই : মদ খেয়ে আগ্নেয়াস্ত্র দেখিয়ে হুমকি দেওয়ায় জনতা এক দুষ্কৃতীকে পেটাল৷ ঘটনাটি লিলুয়ার ভাগাড় এলাকার ৷ দুষ্কৃতীর নাম বাচ্চু পাসওয়ান ৷ আশঙ্কাজনক অবস্থায় তাকে হাসপাতালে ভরতি করা হয়েছে ৷

এই সংক্রান্ত আরও পড়ুন : স্বেচ্ছামৃত্যুর আবেদনের খবরের জেরে আসছে সাহায্য, কিছুটা স্বস্তি বন্দ্যোপাধ্যায় পরিবারে

পুলিশ সূত্রে খবর , বাচ্চু অপরাধমূলক কাজের সঙ্গে জড়িত ৷ অভিযোগ, গতকাল সন্ধেয় মদ খেয়ে সে ভাগাড় এলাকায় যায় ৷ সেখানে সে লোকজনকে আগ্নেয়াস্ত্র দেখিয়ে হুমকি দিতে থাকে ৷ তখন তাকে ধরে পেটাতে থাকে স্থানীয়রা ৷ আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে লিলুয়া থানার পুলিশ ৷ তাকে হাওড়া সদর হাসপাতালে ভরতি করা হয় ৷

ঘটনার তদন্ত শুরু করেছে লিলুয়া থানার পুলিশ ৷ কিভাবে বাচ্চুর কাছে আগ্নেয়াস্ত্র এলো তা খতিয়ে দেখা হচ্ছে৷

লিলুয়া , 18 জুলাই : মদ খেয়ে আগ্নেয়াস্ত্র দেখিয়ে হুমকি দেওয়ায় জনতা এক দুষ্কৃতীকে পেটাল৷ ঘটনাটি লিলুয়ার ভাগাড় এলাকার ৷ দুষ্কৃতীর নাম বাচ্চু পাসওয়ান ৷ আশঙ্কাজনক অবস্থায় তাকে হাসপাতালে ভরতি করা হয়েছে ৷

এই সংক্রান্ত আরও পড়ুন : স্বেচ্ছামৃত্যুর আবেদনের খবরের জেরে আসছে সাহায্য, কিছুটা স্বস্তি বন্দ্যোপাধ্যায় পরিবারে

পুলিশ সূত্রে খবর , বাচ্চু অপরাধমূলক কাজের সঙ্গে জড়িত ৷ অভিযোগ, গতকাল সন্ধেয় মদ খেয়ে সে ভাগাড় এলাকায় যায় ৷ সেখানে সে লোকজনকে আগ্নেয়াস্ত্র দেখিয়ে হুমকি দিতে থাকে ৷ তখন তাকে ধরে পেটাতে থাকে স্থানীয়রা ৷ আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে লিলুয়া থানার পুলিশ ৷ তাকে হাওড়া সদর হাসপাতালে ভরতি করা হয় ৷

ঘটনার তদন্ত শুরু করেছে লিলুয়া থানার পুলিশ ৷ কিভাবে বাচ্চুর কাছে আগ্নেয়াস্ত্র এলো তা খতিয়ে দেখা হচ্ছে৷

Intro:
বন্দুক দেখিয়ে হুমকি, ফলশ্রুতি গণপ্রহার এলাকার মানুষের।

ভর সন্ধ্যায় জনবহুল এলাকায় আগ্নেয়াস্ত্র দেখিয়ে ভয় দেখানোর চেষ্টা করে এক দুষ্কৃতী। এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে আজ সন্ধ্যা বেলায়। আগ্নেয়াস্ত্রের বিপদ কে উপেক্ষা করে এগিয়ে আসে সাধারণ মানুষ। তারপর চলে পাল্টা সাধারণ মানুষের মার। গণপিটুনি খেয়ে আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে এসে লিলুয়া থানার পুলিশ। তাকে সেখান থেকে হাওড়া সদর হাসপাতালে ভর্তি করা হয়। পুলিশ সূত্রে খবর ওই দুষ্কৃতির নাম বাচ্চু পাসওয়ান। ঘটনাটি ঘটে আজ সন্ধ্যায় হাওড়া শহরের লিলুয়া ভাগাড় এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে গণপিটুনির হাত থেকে বাচ্চুকে উদ্ধার করে পুলিশ। আশঙ্কাজনক অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, আগে থেকেই একাধিক অপরাধমূলক কাজের সঙ্গে যুক্ত ছিল বাচ্চু পাসওয়ান। পুলিশের কাছে সেই সবের অভিযোগও ছিল। আজ সন্ধ্যায় সে মদ্যপ অবস্থায় ভাগাড় এলাকায় আসে। জনবহুল সেই এলাকায় সে আগ্নেয়াস্ত্র দেখিয়ে সাধারণ মানুষকে ভয় দেখাতে থাকে বলে অভিযোগ। এদিকে তার এই উদ্ধত মনোভাবে জনতা ক্ষিপ্ত হয়ে যায়। বাচ্চুকে আটক করে তারা ব্যাপক মারধর করে। পরে লিলুয়া থানায় খবর গেলে পুলিশ এসে বাচ্চুকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। কিভাবে তার কাছে আগ্নেয়াস্ত্র এলো তা খতিয়ে দেখা হচ্ছে।Body:NConclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.