ETV Bharat / briefs

বউমাকে ধর্ষণ ? ব্যক্তি পলাতক

ছেলে বাইরে কাজ করে । সেই সুযোগ নিয়ে বউমাকে ধর্ষণের অভিযোগ উঠল ব্যক্তি বিরুদ্ধে । পাঁশকুড়া থানায় অভিযোগ জানিয়েছে যুবতি ।

ছবিটি প্রতীকী
author img

By

Published : May 4, 2019, 10:46 PM IST

পাঁশকুড়া, 4 মে : ছেলের বাড়িতে না থাকার সুযোগ নিয়ে বউমাকে লাগাতার ধর্ষণের অভিযোগ উঠল ব্যক্তির বিরুদ্ধে । পাঁশকুড়া থানার ঘটনা । বর্তমানে পলাতক অভিযুক্ত । তার খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ ।

স্থানীয় সূত্রে জানা গেছে, 11 বছর আগে ওই যুবতির বিয়ে হয় । তাদের দুই ছেলে মেয়ে আছে । যুবতির স্বামী ভিন রাজ্যে কাঠের আসবাবপত্র তৈরির কাজ করেন । অভিযোগ, ছেলে বাড়িতে না থাকার সুযোগ নিয়ে প্রায় তিন বছর ধরে লাগাতার বৌমাকে ধর্ষণ করছে শ্বশুর । যুবতি বাধা দিতে গেলে নাতির গলায় ছুড়ি ঠেকিয়ে প্রাণে মেরে ফেলার হুমকি দিত । যুবতিকে মারধর করত বলে অভিযোগ । 28 এপ্রিল দুপুরে শ্বশুর-শাশুড়ি মাঠে চাষের কাজের জন্য যায় । কিন্তু অভিযুক্ত ব্যক্তি তার স্ত্রীকে মাঠেই ছেড়ে বাড়িতে ফিরে আসে । ফের বাড়ি ফাঁকা থাকার সুযোগে নিজের ঘরে যুবতিকে পুনরায় ধর্ষণ করে দুই নাবালক ছেলে মেয়ের সামনে । সেদিন বিকেলে লজ্জায়, অপমানে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করার চেষ্টা করেন যুবতি । কিন্তু নাবালক দুই ছেলে-মেয়ে কান্নাকাটি শুরু করলে তাদের চিৎকারে প্রতিবেশীরা এসে তাঁকে প্রাণে বাঁচান । আজ যুবতি ও তাঁর পরিবারের লোকজন পাঁশকুড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন । অভিযোগের ভিত্তিতে শারীরিক পরীক্ষার জন্য যুবতিকে পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠিয়েছে পুলিশ ।

যুবতি বলেন, "স্বামী বাড়িতে না থাকার সুযোগ নিয়ে প্রাণে মেরে ফেলার হুমকি দেখিয়ে দীর্ঘদিন ধরে শ্বশুর আমাকে ধর্ষণ করেছে । বাধা দিলে আমার ছেলের গলায় ছুড়ি ঠেকিয়ে খুন করে দেওয়ার হুমকি দিত । তাই কিছু করে উঠতে পারিনি । আজ থানায় অভিযোগ জানিয়েছি । শ্বশুরের ফাঁসি চাইছি ।" পাঁশকুড়া থানার OC অজিত কুমার ঝাঁ জানিয়েছেন, নির্যাতিতার শারীরিক পরীক্ষা করানো হচ্ছে । তদন্ত শুরু হয়েছে । অভিযুক্তের খোঁজে তল্লাশি চলছে ।

পাঁশকুড়া, 4 মে : ছেলের বাড়িতে না থাকার সুযোগ নিয়ে বউমাকে লাগাতার ধর্ষণের অভিযোগ উঠল ব্যক্তির বিরুদ্ধে । পাঁশকুড়া থানার ঘটনা । বর্তমানে পলাতক অভিযুক্ত । তার খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ ।

স্থানীয় সূত্রে জানা গেছে, 11 বছর আগে ওই যুবতির বিয়ে হয় । তাদের দুই ছেলে মেয়ে আছে । যুবতির স্বামী ভিন রাজ্যে কাঠের আসবাবপত্র তৈরির কাজ করেন । অভিযোগ, ছেলে বাড়িতে না থাকার সুযোগ নিয়ে প্রায় তিন বছর ধরে লাগাতার বৌমাকে ধর্ষণ করছে শ্বশুর । যুবতি বাধা দিতে গেলে নাতির গলায় ছুড়ি ঠেকিয়ে প্রাণে মেরে ফেলার হুমকি দিত । যুবতিকে মারধর করত বলে অভিযোগ । 28 এপ্রিল দুপুরে শ্বশুর-শাশুড়ি মাঠে চাষের কাজের জন্য যায় । কিন্তু অভিযুক্ত ব্যক্তি তার স্ত্রীকে মাঠেই ছেড়ে বাড়িতে ফিরে আসে । ফের বাড়ি ফাঁকা থাকার সুযোগে নিজের ঘরে যুবতিকে পুনরায় ধর্ষণ করে দুই নাবালক ছেলে মেয়ের সামনে । সেদিন বিকেলে লজ্জায়, অপমানে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করার চেষ্টা করেন যুবতি । কিন্তু নাবালক দুই ছেলে-মেয়ে কান্নাকাটি শুরু করলে তাদের চিৎকারে প্রতিবেশীরা এসে তাঁকে প্রাণে বাঁচান । আজ যুবতি ও তাঁর পরিবারের লোকজন পাঁশকুড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন । অভিযোগের ভিত্তিতে শারীরিক পরীক্ষার জন্য যুবতিকে পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠিয়েছে পুলিশ ।

যুবতি বলেন, "স্বামী বাড়িতে না থাকার সুযোগ নিয়ে প্রাণে মেরে ফেলার হুমকি দেখিয়ে দীর্ঘদিন ধরে শ্বশুর আমাকে ধর্ষণ করেছে । বাধা দিলে আমার ছেলের গলায় ছুড়ি ঠেকিয়ে খুন করে দেওয়ার হুমকি দিত । তাই কিছু করে উঠতে পারিনি । আজ থানায় অভিযোগ জানিয়েছি । শ্বশুরের ফাঁসি চাইছি ।" পাঁশকুড়া থানার OC অজিত কুমার ঝাঁ জানিয়েছেন, নির্যাতিতার শারীরিক পরীক্ষা করানো হচ্ছে । তদন্ত শুরু হয়েছে । অভিযুক্তের খোঁজে তল্লাশি চলছে ।

sample description
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.