ETV Bharat / briefs

কিশোরীকে পাচারের অভিযোগে গ্রেপ্তার পূজারি

শীতলকুচির গোসাইরহাট হাই স্কুলের ক্লাস নাইনের এক ছাত্রী গত বৃহস্পতিবার সকালে টিউশন পড়ার কথা বলে বাড়ি থেকে বের হয়। সন্ধে হয়ে গেলেও সে বাড়ি ফিরছে না দেখে আত্মীয়-স্বজনরা খোঁজ খবর শুরু করে । পরদিন তারা জানতে পারে, শীতলকুচি মুদিখানা সংলগ্ন গোবিন্দ মন্দিরে আগের দিন তাদের মেয়েকে দেখা গেছিল। স্থানীয় কয়েকজন তাকে ওই দুই পূজারির সঙ্গে কথা বলতেও দেখেছিল

ছবিটি প্রতীকী
author img

By

Published : May 20, 2019, 3:21 PM IST

Updated : May 20, 2019, 5:19 PM IST

কোচবিহার, ২০ মে : কিশোরীকে পাচারের অভিযোগে গ্রেপ্তার এক পূজারি । তার নাম বিণা বর্মণ । অধীর বর্মণ নামে অপর এক অভিযুক্ত পূজারি পলাতক । ঘটনাটি কোচবিহারের মাথাভাঙা মহকুমার শীতলকুচি ব্লকের মুদিখানা এলাকার । অভিযোগ, মন্দিরের দুই পূজারি ওই নাবালিকাকে পাচার করেছে । ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।

স্থানীয় সূত্রে খবর, শীতলকুচির গোসাইরহাট হাই স্কুলের ক্লাস নাইনের এক ছাত্রী গত বৃহস্পতিবার সকালে টিউশন পড়ার কথা বলে বাড়ি থেকে বের হয়। সন্ধে হয়ে গেলেও সে বাড়ি ফিরছে না দেখে আত্মীয়-স্বজনরা খোঁজ খবর শুরু করে । পরদিন তারা জানতে পারে, শীতলকুচি মুদিখানা সংলগ্ন গোবিন্দ মন্দিরে আগের দিন তাদের মেয়েকে দেখা গেছিল। স্থানীয় কয়েকজন তাকে ওই দুই পূজারির সঙ্গে কথা বলতেও দেখেছিল । এই খবর পাওয়ার পরই কিশোরীর পরিবারের লোকজন মন্দিরে গিয়ে বিণা ও অধীর বর্মণের সঙ্গে কথা বলে । তাদের কথায় অসঙ্গতি ধরা পড়ে । তখন শীতলকুচি থানায় লিখিত অভিযোগ দায়ের করে ওই কিশোরীর পরিবার ।

অভিযোগের প্রেক্ষিতে বিণা বর্মণকে গ্রেপ্তার করেছে শীতলকুচি থানার পুলিশ । গতকালই অভিযুক্তকে মাথাভাঙা অতিরিক্ত মুখ্য নগর দায়রা বিচারক আদালতে তোলা হয় । তাকে পাঁচদিনের পুলিশ হেপাজতের নির্দেশ দেওয়া হয় ।

কোচবিহার, ২০ মে : কিশোরীকে পাচারের অভিযোগে গ্রেপ্তার এক পূজারি । তার নাম বিণা বর্মণ । অধীর বর্মণ নামে অপর এক অভিযুক্ত পূজারি পলাতক । ঘটনাটি কোচবিহারের মাথাভাঙা মহকুমার শীতলকুচি ব্লকের মুদিখানা এলাকার । অভিযোগ, মন্দিরের দুই পূজারি ওই নাবালিকাকে পাচার করেছে । ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।

স্থানীয় সূত্রে খবর, শীতলকুচির গোসাইরহাট হাই স্কুলের ক্লাস নাইনের এক ছাত্রী গত বৃহস্পতিবার সকালে টিউশন পড়ার কথা বলে বাড়ি থেকে বের হয়। সন্ধে হয়ে গেলেও সে বাড়ি ফিরছে না দেখে আত্মীয়-স্বজনরা খোঁজ খবর শুরু করে । পরদিন তারা জানতে পারে, শীতলকুচি মুদিখানা সংলগ্ন গোবিন্দ মন্দিরে আগের দিন তাদের মেয়েকে দেখা গেছিল। স্থানীয় কয়েকজন তাকে ওই দুই পূজারির সঙ্গে কথা বলতেও দেখেছিল । এই খবর পাওয়ার পরই কিশোরীর পরিবারের লোকজন মন্দিরে গিয়ে বিণা ও অধীর বর্মণের সঙ্গে কথা বলে । তাদের কথায় অসঙ্গতি ধরা পড়ে । তখন শীতলকুচি থানায় লিখিত অভিযোগ দায়ের করে ওই কিশোরীর পরিবার ।

অভিযোগের প্রেক্ষিতে বিণা বর্মণকে গ্রেপ্তার করেছে শীতলকুচি থানার পুলিশ । গতকালই অভিযুক্তকে মাথাভাঙা অতিরিক্ত মুখ্য নগর দায়রা বিচারক আদালতে তোলা হয় । তাকে পাঁচদিনের পুলিশ হেপাজতের নির্দেশ দেওয়া হয় ।

Intro:আন্তজার্তিক বানিজ্যকেন্দ্রে আধুনিকিকরণ , চ্যাংরাবান্ধা বৈদেশিক বাণিজ্য কেন্দ্রে চালু হচ্ছে নয়া ইডিআই সিস্টেম ৷


কোচবিহার : ১৮মেঃ

কোচবিহার জেলার চ্যাংরাবান্ধা স্থলবন্দরে বৈদেশিক বাণিজ্যের ক্ষেত্রে এবার চালু হতে চলেছে নয়া ইডিআই সিস্টেম। এই সিস্টেমে ভারত-বাংলাদেশ আমদানি-রপ্তানি বাণিজ্যের পুরো প্রক্রিয়াটিই এবার অনলাইনে ইলেকট্রনিক ডাটা ইন্টারচেঞ্জ পদ্ধতিতে হতে চলেছে। চলতি মাসের ২৯ তারিখ থেকে নয়া এই পদ্ধতিতে বৈদেশিক বাণিজ্য চালু হচ্ছে। এবিষয়ে কেন্দ্রীয় শুল্ক দপ্তরের তরফে চ্যাংরাবান্ধা শুল্ক দপ্তরে নির্দেশিকা পৌঁছনোর পর তাদের তরফেও বিষয়টি সম্পর্কে সংশ্লিষ্ট সকলকে অবগত করা হয়েছে বলে শুল্ক দপ্তর সূত্রে খবর।

শুল্ক দপ্তর সূত্রে জানা যায় ২৪ পরগনা জেলার বনগাঁ সীমান্তে অবশ্য অনেক আগে থেকেই এই সিস্টেম চালু রয়েছে। উত্তরবঙ্গের বেশ কয়েকটি বৈদেশিক বাণিজ্য কেন্দ্রেও এই পদ্ধতি চালু হচ্ছে। তারমধ্যে চ্যাংরাবান্ধা, ফুলবাড়ি, রাধিকাপুর ভারত-বাংলাদেশ স্থলবন্দরও রয়েছে। তবে এই নির্দেশিকা তাঁদের হাতেও পৌঁছে গিয়েছে বলে জানিয়েছেন চ্যাংরাবান্ধা এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক বিমলকুমার ঘোষ এবং চ্যাংরাবান্ধা সিএন্ডএফ এজেন্ট ওয়েলফেয়ার এজেন্ট অ্যাসোসিয়েশনের সম্পাদক বিকাশ সাহা৷ বিমল কুমার ঘোষ জানান "এই আধুনিক সিস্টেম চালু হলে অনেক সুবিধা হবে ৷Body:COB Conclusion:
Last Updated : May 20, 2019, 5:19 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.