ETV Bharat / briefs

তোলা দিতে না পারায় পার্টি অফিসে ডেকে মারধর, অভিযুক্ত আরাবুল

এক ব্যক্তিকে কার্যালয়ে ডেকে এনে মারধরের অভিযোগ উঠল আরাবুল ও তাঁর অনুগামীদের বিরুদ্ধে । তবে অভিযোগ অস্বীকার করেছেন আরাবুল ।

আক্রান্ত ব্যক্তি
author img

By

Published : May 11, 2019, 2:59 PM IST

Updated : May 11, 2019, 7:59 PM IST

ভাঙড়, 11 মে : তোলা দিতে না পারায় ব্যক্তিকে মারধরের অভিযোগ উঠল আরাবুল ইসলাম ও তাঁর অনুগামীদের বিরুদ্ধে । জখম ব্যক্তির নাম বাবুসোনা সাহাজি । ভাঙড়ের কলকাতা লেদার কমপ্লেক্স থানার হাতিশালা এলাকার ঘটনা ।

অভিযোগ, দলীয় কার্যালয়ে ডেকে এনে তৃণমূল নেতা আরাবুল ইসলাম এবং তাঁর অনুগামীরা বাবুসোনাকে মারধর করে । তাঁর মুখে ও কোমরে আঘাত লাগে । জখম ব্যক্তিকে জিরানগাছা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয় ।

বাবুসোনা সাহাজি বলেন, "আরাবুল ইসলাম আমায় মাঝেমধ্যেই ফোন করে টাকা চাইত । ওকে 1 লাখ টাকা দিলাম । এরপর আবার টাকা চাইলে দিতে পারিনি । বলেছিলাম পরে দেব । আমাকে কার্যালয়ে ডেকে নিয়ে গিয়ে আরাবুল ও পার্টির নেতারা মারল । "

দেখুন ভিডিয়ো

যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন আরাবুল । তিনি বলেন, "ওরা জমির দালালি করে । নিজেদের মধ্যে ঝামেলা করে মারপিট করেছে । এর সঙ্গে আমার বা তৃণমূলের কোনও যোগ নেই ।"

ভাঙড়, 11 মে : তোলা দিতে না পারায় ব্যক্তিকে মারধরের অভিযোগ উঠল আরাবুল ইসলাম ও তাঁর অনুগামীদের বিরুদ্ধে । জখম ব্যক্তির নাম বাবুসোনা সাহাজি । ভাঙড়ের কলকাতা লেদার কমপ্লেক্স থানার হাতিশালা এলাকার ঘটনা ।

অভিযোগ, দলীয় কার্যালয়ে ডেকে এনে তৃণমূল নেতা আরাবুল ইসলাম এবং তাঁর অনুগামীরা বাবুসোনাকে মারধর করে । তাঁর মুখে ও কোমরে আঘাত লাগে । জখম ব্যক্তিকে জিরানগাছা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয় ।

বাবুসোনা সাহাজি বলেন, "আরাবুল ইসলাম আমায় মাঝেমধ্যেই ফোন করে টাকা চাইত । ওকে 1 লাখ টাকা দিলাম । এরপর আবার টাকা চাইলে দিতে পারিনি । বলেছিলাম পরে দেব । আমাকে কার্যালয়ে ডেকে নিয়ে গিয়ে আরাবুল ও পার্টির নেতারা মারল । "

দেখুন ভিডিয়ো

যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন আরাবুল । তিনি বলেন, "ওরা জমির দালালি করে । নিজেদের মধ্যে ঝামেলা করে মারপিট করেছে । এর সঙ্গে আমার বা তৃণমূলের কোনও যোগ নেই ।"

Intro:তোলা দিতে না পাড়ায় এক ব্যক্তিকে মারধরের অভিযোগ উঠল তৃণমূল নেতাদের বিরুদ্ধে। আহত ব্যক্তির নাম বাবুসোনা সাহাজি। ভাঙড়ের কলকাতা লেদার কমপ্লেক্স থানার হাতিশালা এলাকার ঘটনা। অভিযোগের আঙুল উঠেছে ভাঙড়ের বিতর্কিত নেতা আরাবুল ইসলাম এবং তার অনুগামীদের বিরুদ্ধে।Body:দলীয় কার্যালয়ে ডেকে নিয়ে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ উঠেছে এই তৃণমূল নেতা ও তার অনুগামীদের বিরুদ্ধে। ঘটনার পর আহত অবস্থায় তাকে জিরানগাছা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন বাবুসোনা সাহাজি। তার দাবি এলাকায় একটি আবাসন প্রকল্পের হয়ে আড়াই বিঘা জমি বিক্রি করেছিল সে। জমি বিক্রির টাকা থেকে প্রায় এক লক্ষ টাকা আরাবুল ইসলাম কে দিয়েছিল। এরপর ইদানিং আরো অল্প পরিমাণ জমি রেজিস্ট্রি করেছিল কোম্পানির নামে। তার দরুন আর টাকা দিতে পারেননি এলাকার তৃণমূল নেতাদের। আর এই টাকা দিতে না পারার কারণে তাকে হাতিশালায় জুলফিকার মোল্লা নামে আর এক তৃণমূল নেতার দলীয় কার্যালয় ডাক করানো হয়েছিল। নেতাদের ডাকে বাবুসোনা সাহাজি হাজির হয় দলীয় কার্যালয়ে। Conclusion:সেখানেই টাকা দিতে না পারার কারণে তাকে মারধর করে বলে অভিযোগ। তার মুখে এবং কোমরে ব্যাপক আঘাত করা হয় বলে জানায় সে। আহত অবস্থায় ওই দলীয় কার্যালয় থেকে পরে এসে জিরানগাছা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা করান। যদিও আরাবুল ইসলামের বিরুদ্ধে ওঠা অভিযোগ তিনি অস্বীকার করে জানান ওরা জমির দালালি করে। নিজেদের মধ্যে ঝামেলা করে মারপিট করেছে। এর সঙ্গে আমি বা তৃণমূল কংগ্রেসের কোন যোগ নেই। ঘটনার পর থেকে আতঙ্কিত বাবুসোনা সাহাজি। নিরাপত্তার অভাব বোধ করছে বলে জানায় সে।
Last Updated : May 11, 2019, 7:59 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.