ETV Bharat / briefs

দুর্গাপুরে তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষে জখম ৫ - TMC

দুর্গাপুরের দুই নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নিজাম হোসেন মণ্ডলের অনুগামীদের সঙ্গে দলের স্থানীয় নেতা বিকাশ গোপের অনুগামীদের সংঘর্ষ বাধে । এই ঘটনায় পাঁচজন হাসপাতালে ভরতি ।

আহত তৃণমূল কর্মী
author img

By

Published : May 1, 2019, 10:47 PM IST

Updated : May 1, 2019, 11:34 PM IST

দুর্গাপুর, 1 মে : দুর্গাপুরের বিজরা গ্রামে তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষ হল । এই ঘটনায় দুই গোষ্ঠীর কয়েকজন জখম হয়েছেন । তাঁদের মধ্যে পাঁচজনকে হাসপাতালে ভরতি করা হয়েছে । দুর্গাপুর থানায় দু'পক্ষের তরফে অভিযোগ দায়ের করা হয়েছে ।

গতকাল দু'নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নিজাম হোসেন বিজরা গ্রামে তৃণমূলের পার্টি অফিসে কর্মীদের সঙ্গে বসে ভোট নিয়ে আলোচনা করছিলেন । সেই সময় তৃণমূলের অপর গোষ্ঠীর নেতা বিকাশ গোপের একজন সহকর্মী ওই এলাকা দিয়ে যাচ্ছিলেন । কোনও কারণে বিকাশের সঙ্গে নিজাম হোসেনের অনুগামীরা বচসায় জড়িয়ে পড়েন । অভিযোগ, এই ঘটনার কিছুক্ষণ পর বিকাশের অনুগামীরা দলবল নিয়ে ফিরে এসে নিজাম হোসেনের অনুগামীদের উপর হামলা চালায় ।

ভিডিয়োয় শুনুন বক্তব্য

নিজাম হোসেন 2017 সালে CPI(M) ছেড়ে তৃণমূলে যোগ দেন । এর আগে তিনি দুর্গাপুরের দু'নম্বর ওয়ার্ডের CPI(M) কাউন্সিলর ছিলেন । তৃণমূলে যোগ দেওয়ার পর ফের সেই ওয়ার্ড থেকেই জয়লাভ করেন । অপরদিকে বিকাশ গোপ এলাকার পুরোনো তৃণমূল নেতা । অভিযোগ, নিজাম হোসেনের গোষ্ঠীর লোকজন এই এলাকায় সাবমার্সিবল পাম্প বসিয়ে হাসপাতালে জল বিক্রি করে । এই কারণে এলাকার পুকুর ও কুয়োগুলিতে জল নেই । এলাকার মানুষ এ নিয়ে ক্ষুব্ধ । অন্যদিকে বিকাশ গোপের বিরুদ্ধে অভিযোগ, তিনি না কি বেসরকারি হাসপাতালে বেআইনিভাবে কর্মী নিয়োগ করছেন । সব মিলিয়ে দুই পক্ষই একে অপরের বিরুদ্ধে থানায় অভিযোগ জানিয়েছে । ঘটনার পর এলাকায় মোতায়েন রয়েছে পুলিশ।

দুর্গাপুর, 1 মে : দুর্গাপুরের বিজরা গ্রামে তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষ হল । এই ঘটনায় দুই গোষ্ঠীর কয়েকজন জখম হয়েছেন । তাঁদের মধ্যে পাঁচজনকে হাসপাতালে ভরতি করা হয়েছে । দুর্গাপুর থানায় দু'পক্ষের তরফে অভিযোগ দায়ের করা হয়েছে ।

গতকাল দু'নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নিজাম হোসেন বিজরা গ্রামে তৃণমূলের পার্টি অফিসে কর্মীদের সঙ্গে বসে ভোট নিয়ে আলোচনা করছিলেন । সেই সময় তৃণমূলের অপর গোষ্ঠীর নেতা বিকাশ গোপের একজন সহকর্মী ওই এলাকা দিয়ে যাচ্ছিলেন । কোনও কারণে বিকাশের সঙ্গে নিজাম হোসেনের অনুগামীরা বচসায় জড়িয়ে পড়েন । অভিযোগ, এই ঘটনার কিছুক্ষণ পর বিকাশের অনুগামীরা দলবল নিয়ে ফিরে এসে নিজাম হোসেনের অনুগামীদের উপর হামলা চালায় ।

ভিডিয়োয় শুনুন বক্তব্য

নিজাম হোসেন 2017 সালে CPI(M) ছেড়ে তৃণমূলে যোগ দেন । এর আগে তিনি দুর্গাপুরের দু'নম্বর ওয়ার্ডের CPI(M) কাউন্সিলর ছিলেন । তৃণমূলে যোগ দেওয়ার পর ফের সেই ওয়ার্ড থেকেই জয়লাভ করেন । অপরদিকে বিকাশ গোপ এলাকার পুরোনো তৃণমূল নেতা । অভিযোগ, নিজাম হোসেনের গোষ্ঠীর লোকজন এই এলাকায় সাবমার্সিবল পাম্প বসিয়ে হাসপাতালে জল বিক্রি করে । এই কারণে এলাকার পুকুর ও কুয়োগুলিতে জল নেই । এলাকার মানুষ এ নিয়ে ক্ষুব্ধ । অন্যদিকে বিকাশ গোপের বিরুদ্ধে অভিযোগ, তিনি না কি বেসরকারি হাসপাতালে বেআইনিভাবে কর্মী নিয়োগ করছেন । সব মিলিয়ে দুই পক্ষই একে অপরের বিরুদ্ধে থানায় অভিযোগ জানিয়েছে । ঘটনার পর এলাকায় মোতায়েন রয়েছে পুলিশ।

Intro:তৃণমূলের গোষ্ঠীসংঘর্ষে আহত ছয়, উত্তেজনা দুর্গাপুর নগর নিগমের দুই নম্বর ওয়ার্ডে।
মঙ্গলবার দুপুর নাগাদ দুর্গাপুর থানা এলাকার বিজড়া গ্রামের তৃণমূলের পার্টি অফিসে ওই ওয়ার্ডের পুরপিতা নিজাম হোসেন মন্ডল তার কর্মীদের নিয়ে ভোট পরবর্তী আলোচনা করছিলেন। অভিযোগ সেই সময় তৃণমূলের অন্য গোষ্ঠীর বিকাশ গোপের এক সহকর্মী ওই এলাকা দিয়ে পেরিয়ে যাবার সময় বচসায় জড়িয়ে পড়ে । অভিযোগ বিকাশ গোপের অনুগামীরা কিছুক্ষন পরে তাদের দলবল নিয়ে ফিরে এসে।এরপরে পুরপিতার সহকর্মীদের উপর হামলা চালায় বলে অভিযোগ। দুই গোষ্ঠীর সংঘর্ষে আহত হয় বেশ কয়েকজন। তাদের মধ্যে পাঁচ জনকে স্থানীয় এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। দুই পক্ষই পরস্পরের বিরুদ্ধে অভিযোগ আনে। ঘটনার তদন্তে দুর্গাপুর থানার পুলিশ।যদিও টিএমসি র যিনি এই ওয়ার্ডের কাউন্সিলর সেই নিজাম হোসেন মন্ডল সিপিআই(এম) এর কাউন্সিলর ছিলেন এই ওয়ার্ডের।২০১৭ তে দল ছেড়ে টিএমসি তে যোগ দিয়েই ফের এই ওয়ার্ডে জয়লাভ। বিকাশ গোপ এই ওয়ার্ডের পুরানো টিএমসি নেতা।এখন নিজাম হোসেন মন্ডলের গোষ্ঠীর লোকেরা এই এলাকার একটি হাসপাতাল ও মেডিক্যাল কলেজে জল সরবরাহ করা ছাড়াও এই এলাকায় সাবমার্সিবেল পাম্প বসিয়ে জল তুলে তা ট্যাঙ্কারে ভরে বিক্রি করে বলেও অভিযোগ। এই এলাকার পুকুর থেকে কুয়োগুলিতে জল নেই আর।এলাকার মানুষ এই ঘটনা নিয়ে ক্ষুব্ধ।আবার বিকাশ গোপের বিরুদ্ধে অভিযোগ তিনি নাকি বেসরকারি ওই হাসপাতালে চোরাপথে কর্মী নিয়োগ করছেন। সব মিলিয়ে দুই পক্ষই দু পক্ষের বিরুদ্ধে অভিযোগ আর পালটা অভিযোগ জানায় থানায়।এই ঘটনার পর থেকেই বিজড়া তে দুর্গাপুর থানার পুলিশ টহল দিচ্ছে।।Body:কপিConclusion:কপি
Last Updated : May 1, 2019, 11:34 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.