ETV Bharat / briefs

কোচবিহারে 15টি পিস্তল, শতাধিক গুলি-সহ গ্রেপ্তার 3 - Gun

কোরোনা পরিস্থিতির কারণে বেশ কয়েকদিন অস্ত্র উদ্ধার অভিযান বন্ধ রেখেছিল কোচবিহার পুলিশ ৷ নতুন করে অভিযানে নামতেই মিলল সাফল্য ৷

আগ্নেয়াস্ত্র
আগ্নেয়াস্ত্র
author img

By

Published : Jul 24, 2020, 3:43 PM IST

কোচবিহার, 24 জুলাই : বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র-সহ গ্রেপ্তার 3 দুষ্কৃতী। আজ সকালে কোচবিহার 1 ব্লকের ঘুঘুমারি রেলগেটের কাছে একটি গাড়ি থেকে তাদের গ্রেপ্তার করে কোচবিহার থানার পুলিশ ৷ গাড়ি থেকে উদ্ধার হয় 15 টি পিস্তল, ম্যাগাজিন ও প্রচুর গুলি ৷ ধৃতদের নাম সোলেমান মিঞা (44 ), রানা হক (21) এবং আজিনুর হক (18 )। পুলিশ সূত্রে খবর, ধৃত তিনজনই দিনহাটা মহকুমার বাসিন্দা।

2018-র পঞ্চায়েত নির্বাচনের সময় থেকেই কোচবিহারে আগ্নেয়াস্ত্র ঢুকতে শুরু করে বলে অভিযোগ ৷ পঞ্চায়েতের পর লোকসভা নির্বাচনের সময়ও এই আগ্নেয়াস্ত্রগুলির ব্যবহার হয়েছিল বলে পুলিশ সূত্রে খবর । নির্বাচন শেষে পুলিশ ব্যপক অভিযান শুরু করে ৷ উদ্ধার হয় প্রচুর আগ্নেয়াস্ত্র । মূলত বিহার থেকে এই আগ্নেয়াস্ত্রগুলি আনা হয়েছিল বলে তদন্তে নেমে জানতে পারে পুলিশ ৷

প্রসঙ্গত, কিছু দিন আগে দিনহাটা থেকে আগ্নেয়াস্ত্র-সহ বিহারের দুই দুষ্কৃতীকে গ্রেপ্তার করে পুলিশ । মাঝে কোরোনা পরিস্থিতির কারণে পুলিশ এই অস্ত্র উদ্ধার অভিযান বন্ধ রাখে। কিন্তু, পরিস্থিতি মোটামুটি স্বাভাবিক হতেই ফের অস্ত্র উদ্ধার অভিযান শুরু হয় । তারমধ্যেই আজ 15টি পিস্তল উদ্ধারের পাশাপাশি 15 টি ম্যাগাজিন ও শতাধিক গুলি উদ্ধার হয়।

এনিয়ে কোচবিহারের পুলিশ সুপার সন্তোষ নিম্বলকর বলেন, “কোথা থেকে তারা এই আগ্নেয়াস্ত্র আনছিল এবং কী কারণে কোথায় নিয়ে যাচ্ছিল তা খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনায় রাজনৈতিক কোনও যোগ রয়েছে কি না তাও তদন্ত করে দেখা হচ্ছে।”

কোচবিহার, 24 জুলাই : বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র-সহ গ্রেপ্তার 3 দুষ্কৃতী। আজ সকালে কোচবিহার 1 ব্লকের ঘুঘুমারি রেলগেটের কাছে একটি গাড়ি থেকে তাদের গ্রেপ্তার করে কোচবিহার থানার পুলিশ ৷ গাড়ি থেকে উদ্ধার হয় 15 টি পিস্তল, ম্যাগাজিন ও প্রচুর গুলি ৷ ধৃতদের নাম সোলেমান মিঞা (44 ), রানা হক (21) এবং আজিনুর হক (18 )। পুলিশ সূত্রে খবর, ধৃত তিনজনই দিনহাটা মহকুমার বাসিন্দা।

2018-র পঞ্চায়েত নির্বাচনের সময় থেকেই কোচবিহারে আগ্নেয়াস্ত্র ঢুকতে শুরু করে বলে অভিযোগ ৷ পঞ্চায়েতের পর লোকসভা নির্বাচনের সময়ও এই আগ্নেয়াস্ত্রগুলির ব্যবহার হয়েছিল বলে পুলিশ সূত্রে খবর । নির্বাচন শেষে পুলিশ ব্যপক অভিযান শুরু করে ৷ উদ্ধার হয় প্রচুর আগ্নেয়াস্ত্র । মূলত বিহার থেকে এই আগ্নেয়াস্ত্রগুলি আনা হয়েছিল বলে তদন্তে নেমে জানতে পারে পুলিশ ৷

প্রসঙ্গত, কিছু দিন আগে দিনহাটা থেকে আগ্নেয়াস্ত্র-সহ বিহারের দুই দুষ্কৃতীকে গ্রেপ্তার করে পুলিশ । মাঝে কোরোনা পরিস্থিতির কারণে পুলিশ এই অস্ত্র উদ্ধার অভিযান বন্ধ রাখে। কিন্তু, পরিস্থিতি মোটামুটি স্বাভাবিক হতেই ফের অস্ত্র উদ্ধার অভিযান শুরু হয় । তারমধ্যেই আজ 15টি পিস্তল উদ্ধারের পাশাপাশি 15 টি ম্যাগাজিন ও শতাধিক গুলি উদ্ধার হয়।

এনিয়ে কোচবিহারের পুলিশ সুপার সন্তোষ নিম্বলকর বলেন, “কোথা থেকে তারা এই আগ্নেয়াস্ত্র আনছিল এবং কী কারণে কোথায় নিয়ে যাচ্ছিল তা খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনায় রাজনৈতিক কোনও যোগ রয়েছে কি না তাও তদন্ত করে দেখা হচ্ছে।”

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.