ETV Bharat / breaking-news

আসানসোলে শহীদদের উদ্দেশ্য স্মৃতিসৌধ

Breaking News
author img

By

Published : Mar 1, 2019, 3:56 PM IST

2019-03-01 15:53:16

৫০ লক্ষ টাকা ব্যায়ে পুলওয়ামায় শহীদ হওয়া জওয়ানদের স্মৃতির উদ্দেশ্যে স্মৃতিসৌধ বানাবে পুরনিগম। আজ পুরনিগমের বাজেট প্রস্তাবে এমনই প্রকল্পের কথা ঘোষনা করেন মেয়র জিতেন্দ্র তেওয়ারি। সমস্ত কাউন্সিলররাই মেয়র জিতেন্দ্র তেওয়ারির এমন প্রস্তাবে সম্মতি দিয়েছেন। পাশাপাশি এই খবর শুনে আসানসোলের সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় জানান, খুবই ভাল কাজ। সুযোগ পেলে আমিও যাব শহীদদের শ্রদ্ধা জানাতে।

আজ আসানসোল পুরনিগমের বাজেট ছিল। মোট ১৫৬৪ কোটি টাকার বাজেট পেশ হয় এদিন। বাজেটে বিভিন্ন ঘোষনার পাশাপাশি মেয়র জিতেন্দ্র তেওয়ারি ঘোষনা করেন পুলওয়ামায় যে জওয়ানরা শহীদ হয়েছেন তাদের স্মৃতির উদ্দেশ্যে আসানসোল পুরনিগম একটি স্মৃতিসৌধ নির্মিত করবে। এই সৌধ বানাতে ৫০ লক্ষ টাকা খরচ হবে। সৌধের একটি প্রতিকী মডেল ছবি প্রকাশ করা হয়েছে পুরনিগমের পক্ষ থেকে। সেটি ইঞ্জিনিয়ারিং বিভাগে পাঠানও হয়েছে। মেয়র জিতেন্দ্র তেওয়ারি জানিয়েছেন, আসানসোলের বিশিষ্টজনেদের মতামত নেওয়া হবে সৌধ এবং তার স্থান নির্বাচনের জন্য।


অন্যদিকে এই খবর জানতে পেরে সাংসদ বাবুল সুপ্রিয় জানান, এই ঘটনা রাজনীতির উর্দ্ধে। খুবই ভাল কাজ। মেয়রকে অনুরোধ করব, আমাকেও যেন ডাকা হয় উদ্বোধনে। আমিও যাতে শহীদদের শ্রদ্ধা জানানোর সুযোগ পাই।
 

2019-03-01 15:53:16

৫০ লক্ষ টাকা ব্যায়ে পুলওয়ামায় শহীদ হওয়া জওয়ানদের স্মৃতির উদ্দেশ্যে স্মৃতিসৌধ বানাবে পুরনিগম। আজ পুরনিগমের বাজেট প্রস্তাবে এমনই প্রকল্পের কথা ঘোষনা করেন মেয়র জিতেন্দ্র তেওয়ারি। সমস্ত কাউন্সিলররাই মেয়র জিতেন্দ্র তেওয়ারির এমন প্রস্তাবে সম্মতি দিয়েছেন। পাশাপাশি এই খবর শুনে আসানসোলের সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় জানান, খুবই ভাল কাজ। সুযোগ পেলে আমিও যাব শহীদদের শ্রদ্ধা জানাতে।

আজ আসানসোল পুরনিগমের বাজেট ছিল। মোট ১৫৬৪ কোটি টাকার বাজেট পেশ হয় এদিন। বাজেটে বিভিন্ন ঘোষনার পাশাপাশি মেয়র জিতেন্দ্র তেওয়ারি ঘোষনা করেন পুলওয়ামায় যে জওয়ানরা শহীদ হয়েছেন তাদের স্মৃতির উদ্দেশ্যে আসানসোল পুরনিগম একটি স্মৃতিসৌধ নির্মিত করবে। এই সৌধ বানাতে ৫০ লক্ষ টাকা খরচ হবে। সৌধের একটি প্রতিকী মডেল ছবি প্রকাশ করা হয়েছে পুরনিগমের পক্ষ থেকে। সেটি ইঞ্জিনিয়ারিং বিভাগে পাঠানও হয়েছে। মেয়র জিতেন্দ্র তেওয়ারি জানিয়েছেন, আসানসোলের বিশিষ্টজনেদের মতামত নেওয়া হবে সৌধ এবং তার স্থান নির্বাচনের জন্য।


অন্যদিকে এই খবর জানতে পেরে সাংসদ বাবুল সুপ্রিয় জানান, এই ঘটনা রাজনীতির উর্দ্ধে। খুবই ভাল কাজ। মেয়রকে অনুরোধ করব, আমাকেও যেন ডাকা হয় উদ্বোধনে। আমিও যাতে শহীদদের শ্রদ্ধা জানানোর সুযোগ পাই।
 

Intro:৫০ লক্ষ টাকা ব্যায়ে পুলওয়ামায় শহীদ হওয়া জওয়ানদের স্মৃতির উদ্দেশ্যে স্মৃতিসৌধ বানাবে পুরনিগম। আজ পুরনিগমের বাজেট প্রস্তাবে এমনই প্রকল্পের কথা ঘোষনা করেন মেয়র জিতেন্দ্র তেওয়ারি। সমস্ত কাউন্সিলররাই মেয়র জিতেন্দ্র তেওয়ারির এমন প্রস্তাবে সম্মতি দিয়েছেন। পাশাপাশি এই খবর শুনে আসানসোলের সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় জানান, খুবই ভাল কাজ। সুযোগ পেলে আমিও যাব শহীদদের শ্রদ্ধা জানাতে।Body:আজ আসানসোল পুরনিগমের বাজেট ছিল। মোট ১৫৬৪ কোটি টাকার বাজেট পেশ হয় এদিন। বাজেটে বিভিন্ন ঘোষনার পাশাপাশি মেয়র জিতেন্দ্র তেওয়ারি ঘোষনা করেন পুলওয়ামায় যে জওয়ানরা শহীদ হয়েছেন তাদের স্মৃতির উদ্দেশ্যে আসানসোল পুরনিগম একটি স্মৃতিসৌধ নির্মিত করবে। এই সৌধ বানাতে ৫০ লক্ষ টাকা খরচ হবে। সৌধের একটি প্রতিকী মডেল ছবি প্রকাশ করা হয়েছে পুরনিগমের পক্ষ থেকে। সেটি ইঞ্জিনিয়ারিং বিভাগে পাঠানও হয়েছে। মেয়র জিতেন্দ্র তেওয়ারি জানিয়েছেন, আসানসোলের বিশিষ্টজনেদের মতামত নেওয়া হবে সৌধ এবং তার স্থান নির্বাচনের জন্য।
অন্যদিকে এই খবর জানতে পেরে সাংসদ বাবুল সুপ্রিয় জানান, এই ঘটনা রাজনীতির উর্দ্ধে। খুবই ভাল কাজ। মেয়রকে অনুরোধ করব, আমাকেও যেন ডাকা হয় উদ্বোধনে। আমিও যাতে শহীদদের শ্রদ্ধা জানানোর সুযোগ পাই।
Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.