ETV Bharat / bharat

Foreign Student Death: বহুতল থেকে পড়ে গিয়ে বিদেশি ছাত্রের মৃত্য়ু

টাওয়ারের 8 তলার বারান্দা থেকে পড়ে গিয়ে মৃত্যু হল এক বিদেশি ছাত্রের ৷ যদিও এখনই স্বাভাবিক মৃত্য়ুর কথা মানতে নারাজ পুলিশ ৷

Etv Bharat
প্রতীকী ছবি
author img

By

Published : Apr 7, 2023, 3:33 PM IST

নয়াদিল্লি, 7 এপ্রিল: রাজধানীর অদূরেই বহুতল থেকে পড়ে মৃত্য়ু হল এক বিদেশি ছাত্রের ৷ গ্রেটার নয়ডার নলেজ পার্ক থানা এলাকার জেপি আমান সোসাইটির একটি বহুতল বাড়ির আটতলা থেকে পড়ে যান ওই যুবক ৷ বৃহস্পতিবার রাতে ওই বহুতলের নিচে ছাত্রের দেহ উদ্ধার হয়েছে ৷ পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে । তবে এই মৃত্য়ুকে প্রথমেই আত্মহত্য়া বলতে নারাজ পুলিশ ৷ দেহ ময়নাতদন্তের জন্য় পাঠানো হয়েছে ৷

জানা গিয়েছে, মৃত ছাত্রের নাম মামাবা এম বাওয়ালিয়া ৷ জাম্বিয়ার বাসিন্দা এই ছাত্র গ্রেটার নয়ডার সারদা বিশ্ববিদ্যালয়ের বিবিএ-র ছাত্র ছিলেন ৷ পুলিশ আধিকারিক বিনোদ কুমার জানান, মৃত ছাত্র মামাবা অন্য দুই জাম্বিয়ান সহকর্মীর সঙ্গে গ্রেটার নয়ডার নলেজ পার্ক থানা এলাকার জেপি আমান সোসাইটি সেক্টর 151-এ থাকতেন । কুমার জানিয়েছেন, ফ্ল্যাটের অন্যান্য বিদেশি নাগরিকদেরও পুলিশ জিজ্ঞাসাবাদ করছে ।

নলেজ পার্ক থানার ভারপ্রাপ্ত আধিকারিক বিনোদ কুমার জানিয়েছেন, স্থানীয় বাসিন্দাদের ফোন পেয়ে জেপি আমান সোসাইটির 15 নম্বর টাওয়ারে যায় পুলিশ ৷ স্থানীয়দের দাবি, ওই টাওয়ারের 8 তলার বারান্দা থেকে ওই ছাত্র পড়ে গিয়েছে । যদিও এখনই পড়ে যাওয়ার তত্ত্ব মানতে নারাজ পুলিশ ৷ ঘটনাস্থলে গিয়ে গুরুতর আহত অবস্থায় ওই ছাত্রকে উদ্ধার করে গ্রেটার নয়ডার জিআইএমএস হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন ৷ কী কারণে তিনি বারান্দায় গিয়েছিলেন এবং কীভাবে সেখান থেকে পড়ে গেলেন তার তদন্ত শুরু করেছে পুলিশ ৷ ওই বহুতলে মৃত ছাত্রের বন্ধুদের পাশাপাশি আশপাশের বাড়ির বাসিন্দাদেরও জিজ্ঞাসাবাদ করছে পুলিশ ৷

আরও পড়ুন: মোদির সফরের আগে বান্ডি সঞ্জয়ের গ্রেফতারিতে কি তেলঙ্গানায় বিজেপির লাভ

বহুতল থেকে ছাত্রের রহস্যজনকভাবে পড়ে যাওয়ার পরিস্থিতি এখনও পরিষ্কার নয় । তবে প্রাথমিকভাবে পুলিশ মনে করছে, ছাত্রটি বারান্দায় বসে পড়তে গিয়ে আচমকা কোনওভাবে নিচে পড়ে যায় ।

নয়াদিল্লি, 7 এপ্রিল: রাজধানীর অদূরেই বহুতল থেকে পড়ে মৃত্য়ু হল এক বিদেশি ছাত্রের ৷ গ্রেটার নয়ডার নলেজ পার্ক থানা এলাকার জেপি আমান সোসাইটির একটি বহুতল বাড়ির আটতলা থেকে পড়ে যান ওই যুবক ৷ বৃহস্পতিবার রাতে ওই বহুতলের নিচে ছাত্রের দেহ উদ্ধার হয়েছে ৷ পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে । তবে এই মৃত্য়ুকে প্রথমেই আত্মহত্য়া বলতে নারাজ পুলিশ ৷ দেহ ময়নাতদন্তের জন্য় পাঠানো হয়েছে ৷

জানা গিয়েছে, মৃত ছাত্রের নাম মামাবা এম বাওয়ালিয়া ৷ জাম্বিয়ার বাসিন্দা এই ছাত্র গ্রেটার নয়ডার সারদা বিশ্ববিদ্যালয়ের বিবিএ-র ছাত্র ছিলেন ৷ পুলিশ আধিকারিক বিনোদ কুমার জানান, মৃত ছাত্র মামাবা অন্য দুই জাম্বিয়ান সহকর্মীর সঙ্গে গ্রেটার নয়ডার নলেজ পার্ক থানা এলাকার জেপি আমান সোসাইটি সেক্টর 151-এ থাকতেন । কুমার জানিয়েছেন, ফ্ল্যাটের অন্যান্য বিদেশি নাগরিকদেরও পুলিশ জিজ্ঞাসাবাদ করছে ।

নলেজ পার্ক থানার ভারপ্রাপ্ত আধিকারিক বিনোদ কুমার জানিয়েছেন, স্থানীয় বাসিন্দাদের ফোন পেয়ে জেপি আমান সোসাইটির 15 নম্বর টাওয়ারে যায় পুলিশ ৷ স্থানীয়দের দাবি, ওই টাওয়ারের 8 তলার বারান্দা থেকে ওই ছাত্র পড়ে গিয়েছে । যদিও এখনই পড়ে যাওয়ার তত্ত্ব মানতে নারাজ পুলিশ ৷ ঘটনাস্থলে গিয়ে গুরুতর আহত অবস্থায় ওই ছাত্রকে উদ্ধার করে গ্রেটার নয়ডার জিআইএমএস হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন ৷ কী কারণে তিনি বারান্দায় গিয়েছিলেন এবং কীভাবে সেখান থেকে পড়ে গেলেন তার তদন্ত শুরু করেছে পুলিশ ৷ ওই বহুতলে মৃত ছাত্রের বন্ধুদের পাশাপাশি আশপাশের বাড়ির বাসিন্দাদেরও জিজ্ঞাসাবাদ করছে পুলিশ ৷

আরও পড়ুন: মোদির সফরের আগে বান্ডি সঞ্জয়ের গ্রেফতারিতে কি তেলঙ্গানায় বিজেপির লাভ

বহুতল থেকে ছাত্রের রহস্যজনকভাবে পড়ে যাওয়ার পরিস্থিতি এখনও পরিষ্কার নয় । তবে প্রাথমিকভাবে পুলিশ মনে করছে, ছাত্রটি বারান্দায় বসে পড়তে গিয়ে আচমকা কোনওভাবে নিচে পড়ে যায় ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.