ETV Bharat / bharat

Woman Beaten: 'কালো', তাই মহিলাকে বেধড়ক মারধর করে বের করে দেওয়া হল মন্দির থেকে ! - বেঙ্গালুরুর মন্দির

মহিলাকে বেধড়ক মারধর (Woman Beaten) করে বের করে দেওয়া হল বেঙ্গালুরুর এক মন্দির (Bengaluru temple) থেকে ৷ গোটা ঘটনা ধরা পড়েছে সিসিটিভিতে (Woman dragged out of temple)৷

woman beaten image ETV Bharat
মহিলাকে বেধড়ক মারধরের ছবি
author img

By

Published : Jan 6, 2023, 2:05 PM IST

Updated : Jan 6, 2023, 5:39 PM IST

মহিলাকে বেধড়ক মারধর

বেঙ্গালুরু, 6 জানুয়ারি: মারধর করে মন্দির থেকে টেনে-হিঁচড়ে বের করে দেওয়া হল এক মহিলাকে (Woman Beaten)৷ 21 ডিসেম্বর বেঙ্গালুরুর অমৃতল্লিতে লক্ষ্মী নরসিংহ স্বামী মন্দিরে ঘটনাটি ঘটেছে ৷ ট্রাস্টি মুনিকৃষ্ণাপ্পা মন্দিরে (Bengaluru temple) পুজো দিতে যাওয়া এক মহিলার উপর হামলা চালান বলে অভিযোগ । গোটা ঘটনা সিসিটিভিতে ধরা পড়েছে । হুমকির ভয়ে এতদিন চুপ থাকলেও অবশেষে অমৃতল্লি থানায় অভিযোগ দায়ের করেছেন ওই মহিলা ৷ পালটা অভিযোগ এনেছে ট্রাস্টিও (Woman dragged out of temple)৷

নির্যাতিতা পুলিশের কাছে অভিযোগ করেন, "আমি একজন গৃহবধূ । আমি আমার স্বামী এবং দুই ছেলের সঙ্গে অমৃতল্লি শহরে থাকি । আমি এখানে লক্ষ্মী নরসিংহ স্বামী মন্দিরে গিয়েছিলাম । সেখানে মুনিকৃষ্ণাপ্পা নামে এক ব্যক্তি আমার সঙ্গে অভদ্র আচরণ করেন । কেউ কি স্নান না করে বা নিজেকে পরিষ্কার না করে মন্দিরে যায় ? তিনি বলেন, 'তোমাকে এখানে যেতে দেওয়া হবে না । তুমি কালো ও অদ্ভুত ৷' আমাকে গালিগালাজ করে লাঞ্ছিত করা হয় ৷"

ওই ব্যক্তি তাঁকে মন্দির থেকে টেনে বের করে দেন বলে অভিযোগ করেছেন ওই মহিলা ৷ তাঁর চুল ধরে তাঁকে বেধড়ক মারধর করা হয় । তিনি বলেন, "মন্দিরের পুরোহিতরা আমাকে সাহায্য করতে এলে মুনিকৃষ্ণাপ্পা সেখানে থাকা লোহার রডটি নিয়ে আমায় মারধর করেন । এর পর তিনি আমাকে মন্দির থেকে বের করে দেন । এ বিষয়ে কারওকে কিছু জানালে আমাকে ও আমার স্বামীকে মেরে ফেলা হবে বলেও হুমকি দেন মুনিকৃষ্ণাপ্পা ৷ আমি ভয় পেয়ে এ বিষয়ে কারওকে কিছু বলিনি । শুধু আমার স্বামী এটা জানেন । পুলিশ আমাদের রক্ষা করবে বলে আশ্বস্ত করার পর আমি থানায় এসে অভিযোগ দায়ের করি ।" ওই মহিলার আবেদন, "আমাকে সুবিচার দিন"।

আরও পড়ুন: মন্দিরে ধাক্কা প্রশিক্ষণরত বিমানের, পাইলটের মৃত্যু

যদিও ওই মহিলার বিরুদ্ধে পালটা অভিযোগ এনেছেন মুনিকৃষ্ণাপ্পা ৷ তিনি বলেন, "তিনি মন্দিরে এসে বললেন 'ভগবান আমার কাছে এসেছিলেন ৷ ভেঙ্কটেশ্বর আমার স্বামী, গর্ভগৃহে আমাকে ভেঙ্কটেশ্বরের পাশে বসতে হবে ।' কিন্তু পুরোহিতরা তাঁকে অনুমতি দেননি । তারপর তিনি ক্ষিপ্ত হয়ে পুরোহিতের গায়ে থুথু ছেটান । অনুনয়-বিনয় করার পরও তিনি মন্দির থেকে না বেরনোয় তাঁকে টেনে-হিঁচড়ে বের করে দেওয়া হয় ৷"

এই ঘটনার বিষয়ে 5 জানুয়ারি অমৃতল্লি থানায় অভিযোগ ও পালটা অভিযোগ দায়ের করা হয়েছে । পুলিশ ঘটনার তদন্ত করছে । তদন্তের পরই প্রকৃত তথ্য প্রকাশ্যে আসবে ৷

মহিলাকে বেধড়ক মারধর

বেঙ্গালুরু, 6 জানুয়ারি: মারধর করে মন্দির থেকে টেনে-হিঁচড়ে বের করে দেওয়া হল এক মহিলাকে (Woman Beaten)৷ 21 ডিসেম্বর বেঙ্গালুরুর অমৃতল্লিতে লক্ষ্মী নরসিংহ স্বামী মন্দিরে ঘটনাটি ঘটেছে ৷ ট্রাস্টি মুনিকৃষ্ণাপ্পা মন্দিরে (Bengaluru temple) পুজো দিতে যাওয়া এক মহিলার উপর হামলা চালান বলে অভিযোগ । গোটা ঘটনা সিসিটিভিতে ধরা পড়েছে । হুমকির ভয়ে এতদিন চুপ থাকলেও অবশেষে অমৃতল্লি থানায় অভিযোগ দায়ের করেছেন ওই মহিলা ৷ পালটা অভিযোগ এনেছে ট্রাস্টিও (Woman dragged out of temple)৷

নির্যাতিতা পুলিশের কাছে অভিযোগ করেন, "আমি একজন গৃহবধূ । আমি আমার স্বামী এবং দুই ছেলের সঙ্গে অমৃতল্লি শহরে থাকি । আমি এখানে লক্ষ্মী নরসিংহ স্বামী মন্দিরে গিয়েছিলাম । সেখানে মুনিকৃষ্ণাপ্পা নামে এক ব্যক্তি আমার সঙ্গে অভদ্র আচরণ করেন । কেউ কি স্নান না করে বা নিজেকে পরিষ্কার না করে মন্দিরে যায় ? তিনি বলেন, 'তোমাকে এখানে যেতে দেওয়া হবে না । তুমি কালো ও অদ্ভুত ৷' আমাকে গালিগালাজ করে লাঞ্ছিত করা হয় ৷"

ওই ব্যক্তি তাঁকে মন্দির থেকে টেনে বের করে দেন বলে অভিযোগ করেছেন ওই মহিলা ৷ তাঁর চুল ধরে তাঁকে বেধড়ক মারধর করা হয় । তিনি বলেন, "মন্দিরের পুরোহিতরা আমাকে সাহায্য করতে এলে মুনিকৃষ্ণাপ্পা সেখানে থাকা লোহার রডটি নিয়ে আমায় মারধর করেন । এর পর তিনি আমাকে মন্দির থেকে বের করে দেন । এ বিষয়ে কারওকে কিছু জানালে আমাকে ও আমার স্বামীকে মেরে ফেলা হবে বলেও হুমকি দেন মুনিকৃষ্ণাপ্পা ৷ আমি ভয় পেয়ে এ বিষয়ে কারওকে কিছু বলিনি । শুধু আমার স্বামী এটা জানেন । পুলিশ আমাদের রক্ষা করবে বলে আশ্বস্ত করার পর আমি থানায় এসে অভিযোগ দায়ের করি ।" ওই মহিলার আবেদন, "আমাকে সুবিচার দিন"।

আরও পড়ুন: মন্দিরে ধাক্কা প্রশিক্ষণরত বিমানের, পাইলটের মৃত্যু

যদিও ওই মহিলার বিরুদ্ধে পালটা অভিযোগ এনেছেন মুনিকৃষ্ণাপ্পা ৷ তিনি বলেন, "তিনি মন্দিরে এসে বললেন 'ভগবান আমার কাছে এসেছিলেন ৷ ভেঙ্কটেশ্বর আমার স্বামী, গর্ভগৃহে আমাকে ভেঙ্কটেশ্বরের পাশে বসতে হবে ।' কিন্তু পুরোহিতরা তাঁকে অনুমতি দেননি । তারপর তিনি ক্ষিপ্ত হয়ে পুরোহিতের গায়ে থুথু ছেটান । অনুনয়-বিনয় করার পরও তিনি মন্দির থেকে না বেরনোয় তাঁকে টেনে-হিঁচড়ে বের করে দেওয়া হয় ৷"

এই ঘটনার বিষয়ে 5 জানুয়ারি অমৃতল্লি থানায় অভিযোগ ও পালটা অভিযোগ দায়ের করা হয়েছে । পুলিশ ঘটনার তদন্ত করছে । তদন্তের পরই প্রকৃত তথ্য প্রকাশ্যে আসবে ৷

Last Updated : Jan 6, 2023, 5:39 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.